1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবের পাশে থাকবে বিসিবি: প্রধানমন্ত্রী

২৯ অক্টোবর ২০১৯

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসি যে সিদ্ধান্তই নিক না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি তাঁর পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন৷

Bangladesch - DW Chefredakteurin Ines Pohl, Leiterin DW-Asien Debarati Guha treffen Premierminister Sheikh Hasina in Dhaka
ফাইল ফটোছবি: DW

আজারবাইজানে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মলেন এক প্রশ্নে তিনি এই তথ্য জানান৷

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি সাকিবের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সরকারপ্রধানের বক্তব্য জানতে চান৷

জবাবে শেখ হাসিনা বলেন, ‘‘আপনাদের পত্রিকায় নিউজ যেটা আছে, ‘‘সেখানে পাশাপাশি এটাও আছে যে বিসিবি সব সময় সাকিবের সাথে আছে এবং তাকে সব রকমের সহযোগিতা দেবে৷ কারণ এ ধরনের ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে যারা বিশেষ করে ক্রিকেট জুয়ারি থাকে তারা যোগাযোগটা করে৷

‘‘ওর যেটা উচিত ছিল, যখনই ওর সঙ্গে যোগাযোগটা করেছে ওটাকে বিশেষ গুরুত্ব দেয়নি, ফলে এ কথাটা আইসিসিকে জানায়নি৷ আসলে নিয়মটা হচ্ছে এটা সঙ্গে সঙ্গে তাকে জানানো উচিত ছিল৷ এখানে সে একটা ভুল করেছে, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় সে ক্ষেত্রে তো আমাদের খুব বেশি কিছু করণীয় থাকে না৷

‘‘তবুও আমরা এটুকু বলব যে, যেহেতু আমাদের দেশেরই একটি ছেলে এবং সারাবিশ্বে ক্রিকেট প্লেয়ার হিসেবে তার একটা আলাদা অবস্থান আছে, একটা ভুল সে করেছে এটা ঠিক এবং সেটা সে বুঝতেও পেরেছে৷ তারপরেও আমরা, বিশেষ করে বিসিবি বলেছে, তার পাশে তারা থাকবে৷ এর খুব বেশি কিছু করণীয় যে আছে সেটা কিন্তু না৷''

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিবের ভাগ্যে যাই ঘটুক না কেন তার পাশে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও৷

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,"এটা (পত্রিকার খবর) কোনো অথেনটিক রিপোর্ট নয়, তবে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে, যেটাই হোক আমরা অবশ্যই সাকিবের পাশে থাকব৷ এটা থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটা আমরা চেষ্টা করব৷

"এটাতে আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই৷ তবে বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে রেখেছি৷ এটা কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায় সেটা দেখছি৷''

 

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ