জুয়াড়িদের কাছ থেকে দুই বছর আগে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান৷ সেটি তিনি আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুকে অবহিত করেননি৷ যার প্রেক্ষিতে সাকিবকে শাস্তি দিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি৷ মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমে এই খবর প্রকাশে তোলপাড় তৈরি হয়েছে৷ তবে এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সাকিব আল হাসান কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও৷ এমনকি আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি আইসিসিও৷
দুপুর দুইটার কিছুক্ষণ আগে বাংলাদেশে ক্রিকেট বোর্ড কার্যালয়ে এসেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন৷ বিসিবির পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে ব্রিফিং করা হতে পারে বলে ডয়চে ভেলেকে জানান সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ৷ তবে পুরো বিষয়টি নির্ভর করছে বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের উপর, যা আজকেই পৌছানোর কথা বলেন জানান নোমান৷ বিসিবির একজন কর্মকর্তা তাঁর কাছে দাবি করেছেন, যে দুইটি ম্যাচের বিষয়ে জুয়াড়িরা সাকিবের সাথে যোগাযোগ করেছিল সেগুলো কোনোটিই বিসিবির অধীনে ছিল না৷ এক্ষেত্রে আন্তর্জাতিক কোন ম্যাচ বা দেশের বাইরের ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক লিগেই ঘটনাগুলো ঘটেছে বলে মনে করেন ঐ কর্মকর্তা৷
এদিকে সাম্প্রতিক আন্দোলন ও একটি টেলিকম কোম্পানির সাথে চুক্তির জের ধরে বিরোধ তৈরি হলেও সাকিব বিসিবির কাছ থেকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন বলেও জানা গেছে৷ যদিও পুরো বিষয়টি নির্ভর করছে আইসিসির উপরই৷ এক্ষেত্রে বিসিবির তেমন কিছু করার নেই বলে জানান নোমান মোহাম্মদ৷
প্রাথমিকভাবে শাস্তি হিসেবে ১৮ মাসের নিষেধাজ্ঞা আসতে পারে সাকিবের বিরুদ্ধে৷ এই সময়ে তিনি কোনো ধরনের আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন না৷ তবে তদন্ত চলাকালে সহযোগিতা করায় সাকিবের বিষয়ে আকসু কিছুটা নমনীয়৷ নোমান জানান, সেক্ষেত্রে শাস্তি কমে ৬ মাস থেকে এক বছর হতে পারে৷
ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত তিন ফরম্যাটে একই সময়ে সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েছেন সাকিব আল হাসান৷৷ ইংল্যান্ড বিশ্বকাপেও তৈরি করেছেন এমন রাজত্ব, যেখানে সিংহাসনের অন্য সব দাবিদার পিছিয়ে যোজন যোজন৷
ছবি: Getty Images/A. Davidsonবিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন সাকিব৷ তাও আবার শচীনের চেয়ে তিন ম্যাচ কম খেলে! বোলিংয়েও সমান ভূমিকা রেখেছেন তিনি৷ নিয়েছেন ১১ উইকেট৷
ছবি: Getty Images/A. Davidsonটসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান৷ আশা ছিল, স্পিন ঘূর্ণিতে কাবু করে বাংলাদেশকে কম রানে বেঁধে ফেলা৷ কিন্তু সাকিবের কথা হয়তো ভুলেই গিয়েছিল আফগানরা৷ বাংলাদেশের ২৬২ রানের সংগ্রহে সাকিব করেন ৫১৷ এরপর বল হাতে তার নেতৃত্বেই আফগানদের ৬২ রানে হারায় বাংলাদেশ৷
ছবি: picture-alliance/dpa/A. Davyআফগানদের বিরুদ্ধে বল হাতে সাকিব করেন একাধিক রেকর্ড৷ প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি৷ যুবরাজ সিংয়ের পর কেবল দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে অর্ধশত ও ৫ উইকেট এখন সাকিবের৷ সেই সঙ্গে কপিল দেব ও যুবরাজ সিংয়ের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে একই বিশ্বকাপে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া খেলোয়াড় সাকিব৷
ছবি: Getty Images/AFP/A. Dennisভারতের বিপক্ষে বাংলাদেশের ২৮ রানে পরাজয়ের দিনে সাকিবের ব্যাট থেকে এসেছিল ৬৬ রান, যা অন্য সবার চেয়ে বেশি৷ বল হাতে সবচেয়ে কম ৪.১০ ইকোনমিতে উইকেট নিয়েছেন একটি৷
ছবি: Getty Images/D. Sarkarটসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া৷ ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্য়াটিংয়ে ৩৮২ রানের লক্ষ্য দেয় অজিরা৷ ওয়ার্নার করেন ১৬৬ রান৷ সাকিব বল হাতে খুব ভালে করেননি৷ উইকেটবিহীন থেকে ৬ ওভারে দেন ৫০ রান৷ ব্যাটিংয়ে এবার টিমওয়ার্ক দেখায় টাইগাররা৷ মুশফিক শতরান করেন, অর্ধশত করেন তামিম-মাহমুদুল্লাহ৷ সাকিবও সে ম্যাচে করেন ৪১ রান৷ তবে বাংলাদেশ ম্যাচ হারে ৪৮ রানে৷
ছবি: Getty Images/M. Steeleটস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ৷ লিউয়িস আর পুরানের উইকেট নেন সাকিব৷ তবে লিউয়িস-হোপের নৈপূণ্যে ক্য়ারিবীয়রা ৩২২ রানের টার্গেট দেয়৷ বল হাতে অসাধারণ সাকিব ব্যাট হাতেও কান্ডারীর ভূমিকা নেন৷ দুর্দান্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে অপরাজিত ১২৪ রানে বাংলাদেশকে পৌঁছে দেন জয়ের বন্দরে৷
ছবি: Getty Images/A. Davidsonটসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক৷ শুধু সাকিব কেনো, বোলিংয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার৷ ৩৮৭ রানের টার্গেটে চাপা পড়ে বাংলাদেশ৷ তবে ব্যাটিংয়ে এসে বরাবরের মতোই নেতৃত্বে সাকিব আল হাসান৷ দলকে জেতাতে না পারলেও নিজে করেন ১২১ রান৷
ছবি: Getty Images/H. Trumpটসে হেরে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে৷ আগের ম্যাচের দুর্দান্ত বাংলাদেশ এই ম্যাচে মুখ থুবড়ে পড়ে৷ সাকিব ৬৪ রান করলেও বাকিরা তেমন একটা সুবিধা করতে পারেননি৷ ৪ বল বাকি থাকতেই টাইগাররা অলআউট হয়৷ ২৪৫ রানের টার্গেটেও বিপদে পড়ে কিউইরা৷ গাপটিল ও মুনরোকে ফিরিয়ে বাংলাদেশকে মাঠে রাখেন সাকিব৷ আশা জাগালেও শেষ পর্যন্ত ২ উইকেটে হারে বাংলাদেশ৷
ছবি: Getty Images/D. Rogers২ জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে৷ টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা৷ মুশফিকের সঙ্গে মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৪২ রানের পার্টনারশিপ করেন সাকিব৷ তাঁর ব্যক্তিগত ৭৫ রান দলকে এনে দেয় ৩৩০ রানের বিশাল সংগ্রহ৷ বোলিংয়ে এসে প্রোটিয়া ওপেনার মারক্রামকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি৷ ম্যাচটি ২১ রানে জেতে বাংলাদেশ৷
ছবি: Reuters/Action Images/P. Childs ভারত সফর সংশয়ে
এদিকে যাই ঘটুক না কেন সরকার সাকিবের পাশে থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, ‘‘এটা আইসিসির বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই৷ তবে কোনো কঠোর সিদ্ধান্ত আসুক বা না আসুক, অবশ্যই আমরা সাকিবের পাশে থাকব৷ কিভাবে রক্ষা করা যায় চেষ্টা করব৷ খেলোয়াড়েরা আমাদের সম্পদ, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব৷ অবশ্যই তাদের পাশে আছি৷''
তিনি দাবি করেন দুই বছর আগের এই ঘটনা বিসিবিও জানতে পারেনি৷ এ বিষয়ে সাকিব তাদেরকে কিছু অবহিত করেনি৷ ‘‘বিসিবি থেকে আমাকে যেটা বলেছেন, তারাও কিছু জানতেন না৷ সাকিব হয়ত হালকভাবে নিয়েছেন, হয়ত ভেবেছেন কিছু হবে না৷''
এদিকে এই পরিস্থিতিতে ভারত সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে৷ বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না ক্রীড়া প্রতিমন্ত্রীও৷ তিনি বলেন, ‘‘সাকিব না থাকলে তো একরকম সিদ্ধান্তহীনতা রয়ে যায়৷ দ্রুত সমাধান না হলে ইন্ডিয়া ট্যুর সংশয়ে থাকবে, এটাই স্বাভাবিক৷''
এফএস/কেএম
কম্পিউটারের মাউস, ক্যামেরা, স্কুলের ডেস্ক চেয়ার, নানা দিক দিয়েই বঞ্চিত ‘ন্যাটা’রা৷ কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে খেলাধুলায় হয়তো তারা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন৷ আজকের ছবিঘর বিশ্বখ্যাত কিছু বাঁয়ের জাদুকরকে নিয়ে৷
ছবি: Getty Images/A. Davidsonসাকিবের কথা আর নতুন করে বলার কী আছে! একের পর এক সাফল্য আর রেকর্ড ভাঙা ম্যাচ খেলে নিজেকে অন্য কাতারে নিয়ে গেছেন শুধু বাংলাদেশের না, বিশ্বের সেরা এই অলরাউন্ডার৷ টি-টোয়েন্টি, ওডিআই ও টেস্ট— এই তিন ফরম্যাটেই একইসময়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া প্রথম ও একমাত্র ক্রিকেটারের নাম সাকিব৷ ব্যাটে-বলে এমন টানা নৈপুন্য অনেকদিন দেখেনি ক্রিকেট বিশ্ব৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zamanজরিপ যেই করুক, সর্বকালের সেরা বোলারদের তালিকায় পাকিস্তানের ওয়াসিম আকরামের নাম সবার ওপরের দিকেই থাকবে৷ কিন্তু বাঁহাতি ফাস্ট বোলারদের সেরা বাছাইয়ে ওয়াসিম আকরামের বিকল্প নেই৷ বলে রাখা ভালো, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৫০০ উইকেটের সীমা পেরোনো প্রথম বোলার এই বাঁহাতি৷
ছবি: APশুধু সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন নয়, আধুনিক ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক হিসেবেও বিবেচনা করা হয় বাঙালি সৌরভকে৷ একদিনের আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে ১১ হাজারের বেশি রান করেছেন বঙ্গ বিভূষণ উপাধি পাওয়া এই ক্রিকেটার৷ বাঁহাতে ব্যাট করলেও বোলিং অবশ্য তিনি ডান হাতেই করতেন৷
ছবি: APচেকোস্লোভাকিয়ায় জন্ম নেয়া এই মার্কিন টেনিস তারকা লন টেনিস জগতের এক কিংবদন্তী৷ টানা ৩৩২ সপ্তাহ সিঙ্গেলসে এবং রেকর্ড ২৩৭ সপ্তাহ ডাবলসে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ছিলেন তিনি৷ শুধু তাই নয়, ২০০ সপ্তাহের বেশি দুই ফরম্যাটেই শীর্ষ স্থান ধরে রাখা একমাত্র টেনিস খেলোয়াড় এই বাঁহাতি তারকা৷
ছবি: Reuters/H. Mckayযুগোস্লাভিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে লন টেনিস খেলেছেন মনিকা সেলেস৷ ১৯৯০ সালে মাত্র ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতে রেকর্ড করেন মনিকা৷ ২০ বছর হওয়ার আগেই তার ঝুলিতে জমা হয় আটটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা৷ ১৯৯৩ সালে এক ম্যাচ চলাকালে তার ওপর নয় ইঞ্চি ধারালো ছুরি নিয়ে আক্রমণ করে বসেন এক ব্যক্তি৷ দুই বছর পর ফিরে এলেও আর আগের মতো উজ্জ্বল হয়ে উঠতে পারেননি মনিকা সেলেস৷
ছবি: picture-alliance/dpa/M. Campbellএখনও দুর্দান্ত ফর্মে খেলে চলেছেন বাঁহাতি এই টেনিস তারকা৷ এই মুহূর্তে পুরুষ এককে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে৷ এখন পর্যন্ত ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন নাদাল৷ এটিপি ট্যুর মাস্টার্সের ১০০০-এর ৩৫টি শিরোপা জিতে করেছেন রেকর্ড৷
ছবি: Reuters/K. Pfaffenbachমোহাম্মদ আলীর সম্পর্কে আর নতুন করে কীই বা বলা যেতে পারে? ভক্তরাই আদর করে তাকে ডাকতেন ‘দ্য গ্রেটেস্ট’৷ বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের সেরা বক্সার হিসেবে বিবেচনা করা হয় মোহাম্মদ আলীকে৷ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নশিপ তিনবার পুনরুদ্ধার করা একমাত্র বক্সার তিনি৷ ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে সেনাবাহিনীতে যোগ না দেয়ায় সাজা পেলেও, এ অবস্থান অনেকের কাছেই তাকে প্রতিষ্ঠা করেছেন সম্মানের আসনে৷
ছবি: picture alliance/UPIইতিহাসের সবচেয়ে দুর্ভাগা ফুটবলার মনে করা হয় আর্জেন্টাইন এ খেলোয়াড়কে৷ ভক্তদের কাছে ‘ভিনগ্রহের খেলোয়াড়’ হিসেবে পরিচিতি পাওয়া মেসি ক্লাবের পক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও তেমন কিছু এনে দিতে পারেননি নিজের দেশকে৷ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলে লা লিগা, উয়েফাসহ বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা জিতেছেন৷ কিন্তু দেশের পক্ষে ২০০৮ সালে অলিম্পিকে সোনাই তাঁর ক্যরিয়ারের সর্বোচ্চ অর্জন৷
ছবি: Reuters/U. Marcelinoযেকোনো বিবেচনায় ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন মারাদোনা৷ ফিফার ঘোষণা করা বিংশ শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতিতে মারাদোনার সঙ্গে অবশ্য ভাগ বসিয়েছিলেন আরেক কিংবদন্তি পেলেও৷ বাম পা দিয়ে দুর্দান্ত খেললেও হাতের ব্যবহারেও কম ছিলেন না এই লেজেন্ড৷ ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর বাঁহাত দিয়ে করা গোলটি এত বছর পরও জোগায় বিতর্কের রসদ৷
ছবি: picture-alliance/AFP