1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবের বিষয়ে বিস্তারিত জানাবে বিসিবি

২৯ অক্টোবর ২০১৯

আইসিসির কাছ থেকে আসা সিদ্ধান্তের প্রেক্ষিতে সাকিবকে নিয়ে আজই বিস্তারিত জানাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি৷  তবে এক কর্মকর্তার দাবি যেই ম্যাচগুলো পাতানোর প্রস্তাব পেয়েছেন সাকিব সেগুলোর কোনটিই বিসিবির অধীনে ছিল না৷

ছবি: bdnews24.com

জুয়াড়িদের কাছ থেকে দুই বছর আগে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান৷ সেটি তিনি আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুকে অবহিত করেননি৷ যার প্রেক্ষিতে সাকিবকে শাস্তি দিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি৷ মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমে এই খবর প্রকাশে তোলপাড় তৈরি হয়েছে৷ তবে এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সাকিব আল হাসান কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও৷ এমনকি আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি আইসিসিও৷

দুপুর দুইটার কিছুক্ষণ আগে বাংলাদেশে ক্রিকেট বোর্ড কার্যালয়ে এসেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন৷ বিসিবির পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে ব্রিফিং করা হতে পারে বলে ডয়চে ভেলেকে জানান সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ৷ তবে পুরো বিষয়টি নির্ভর করছে বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের উপর, যা আজকেই পৌছানোর কথা বলেন জানান নোমান৷ বিসিবির একজন কর্মকর্তা তাঁর কাছে দাবি করেছেন, যে দুইটি ম্যাচের বিষয়ে জুয়াড়িরা সাকিবের সাথে যোগাযোগ করেছিল সেগুলো কোনোটিই বিসিবির অধীনে ছিল না৷ এক্ষেত্রে আন্তর্জাতিক কোন ম্যাচ বা দেশের বাইরের ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক লিগেই ঘটনাগুলো ঘটেছে বলে মনে করেন ঐ কর্মকর্তা৷

এদিকে সাম্প্রতিক আন্দোলন ও একটি টেলিকম কোম্পানির সাথে চুক্তির জের ধরে বিরোধ তৈরি হলেও সাকিব বিসিবির কাছ থেকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন বলেও জানা গেছে৷ যদিও পুরো বিষয়টি নির্ভর করছে আইসিসির উপরই৷ এক্ষেত্রে বিসিবির তেমন কিছু করার নেই বলে জানান নোমান মোহাম্মদ৷

প্রাথমিকভাবে শাস্তি হিসেবে ১৮ মাসের নিষেধাজ্ঞা আসতে পারে সাকিবের বিরুদ্ধে৷ এই সময়ে তিনি কোনো ধরনের আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন না৷ তবে তদন্ত চলাকালে সহযোগিতা করায় সাকিবের বিষয়ে আকসু কিছুটা নমনীয়৷ নোমান জানান, সেক্ষেত্রে শাস্তি কমে ৬ মাস থেকে এক বছর হতে পারে৷

ভারত সফর সংশয়ে

এদিকে যাই ঘটুক না কেন সরকার সাকিবের পাশে থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, ‘‘এটা আইসিসির বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই৷ তবে কোনো কঠোর সিদ্ধান্ত আসুক বা না আসুক, অবশ্যই আমরা সাকিবের পাশে থাকব৷ কিভাবে রক্ষা করা যায় চেষ্টা করব৷ খেলোয়াড়েরা আমাদের সম্পদ, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব৷ অবশ্যই তাদের পাশে আছি৷''

তিনি দাবি করেন দুই বছর আগের এই ঘটনা বিসিবিও জানতে পারেনি৷ এ বিষয়ে সাকিব তাদেরকে কিছু অবহিত করেনি৷ ‘‘বিসিবি থেকে আমাকে যেটা বলেছেন, তারাও কিছু জানতেন না৷ সাকিব হয়ত হালকভাবে নিয়েছেন, হয়ত ভেবেছেন কিছু হবে না৷''

এদিকে এই পরিস্থিতিতে ভারত সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে৷ বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না ক্রীড়া প্রতিমন্ত্রীও৷ তিনি বলেন, ‘‘সাকিব না থাকলে তো একরকম সিদ্ধান্তহীনতা রয়ে যায়৷ দ্রুত সমাধান না হলে ইন্ডিয়া ট্যুর সংশয়ে থাকবে, এটাই স্বাভাবিক৷''

এফএস/কেএম  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ