রেকর্ড করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে একশ উইকেট ও এক হাজার রানের রেকর্ড।
বিজ্ঞাপন
নতুন উচ্চতা ছুঁলো বাংলাদেশের ক্রিকেট। অস্ট্রেলিয়ার মতো প্রতাপশালী দল টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশের কাছে। তারা শুধু ৪-১-এ সিরিজ হারলো তাই নয়, শেষ ম্যাচ হারলো ৬০ রানে। বাংলাদেশের বিক্রমের কাছে ধ্বস্ত হলো অস্ট্রেলিয়া। আর এই ম্যাচেই এক হাজার রান ও একশ উইকেটের কৃতিত্ব অর্জন করলেন সাকিব আল হাসান। সাকিবও এই রেকর্ড করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন।
২০১৯: নিষিদ্ধ সাকিব, প্রসিদ্ধ সাকিব
জুয়াড়ির সঙ্গে কথা বলার বিষয়টি প্রকাশ না করার অপরাধে এ বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান৷ তবে তার আগে-পরে এত অর্জন আর স্বীকৃতি জুটেছে যে এমন কলঙ্কের পরও ক্রিকেট তারকাদের মাঝে আরো উজ্বল হয়েছে তাঁর নাম৷ দেখুন ছবিঘরে...
ছবি: Getty Images/AFP/W. West
বিশ্বকাপে সবচেয়ে উজ্জ্বল
২০১৯ বিশ্বকাপে আট ম্যাচ খেলে অনন্য এক রেকর্ড গড়েছেন সাকিব৷ বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক আসরেই করেছেন ৬০০-র বেশি (৬০৬) রান এবং বাঁ হাতি স্পিনে নিয়েছেন ১০টির বেশি (১১) উইকেট৷ অলরাউন্ড পারফর্ম্যান্সে সবার চেয়ে এগিয়ে থাকায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার তার হাতে উঠবে বলে আশা করেছিলেন অনেকেই৷ তবে শেষ পর্যন্ত পুরস্কারটা জিতে নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
এক বছরের জন্য নিষিদ্ধ
গত অক্টোবরে হঠাৎ করেই আসে বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব হতাশার, খুব লজ্জার এক খবর৷ জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দু বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি৷ তবে দোষ স্বীকার করায় এক বছর পর, অর্থাৎ ২০২০ সালের অক্টোবরেই ক্রিকেটে ফিরতে পারবেন তিনি৷
ছবি: bdnews24.com
উইজডেন অ্যালমানাকের স্বীকৃতি
উইজডেন অ্যালমানাকের গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন সাকিব৷ এই প্রথম বাংলাদেশের কোনো ক্রিকেটার দশকসেরা একাদশে সুযোগ পেলেন৷
ছবি: Getty Images/M. Melville
ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে
উইজডেনের পর ক্রিকেট অস্ট্রেলিয়াও দশকসেরা ওয়ানডে একাদশে রেখেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে৷
ছবি: Getty Images/A. Davidson
ফক্স স্পোর্টসের তালিকাতেও সাকিব
দশক শেষের আগে ফক্স স্পোর্টস এশিয়াও সেরা ওয়ানডে একদাশ নির্বাচন করেছে৷ সেখানেও আছেন এক দশকে ১৩১ টি ওয়ানডেতে ৩০.১৫ গড়ে ১৭৭টি উইকেট নেয়া এবং ৩৮.৮৭ গড়ে ৪ হাজার ২৭৬ রান করা সাকিব৷
ছবি: Getty Images/H. Trump
সবাই খোঁজে তাকে
সম্প্রতি বার্ষিক সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে গুগল৷ তাতে দেখা গেছে, সারা বছর সাকিবকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে৷ সেখানে ‘পিপল’ বিভাগে শীর্ষে আছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপন৷
ছবি: DW/M. Mamun
6 ছবি1 | 6
সোমবারের ম্যাচে নয় রানে চার উইকেট নিয়েছেন তিনি। আগের ম্যাচে তার এক ওভারে ড্যান ক্রিশ্চিয়ান পাঁচটি ছক্কা মেরেছিলেন। এই ম্যাচে সেই ব্যর্থতা কাটিয়ে দুর্দান্তভাবে তিনি ফিরে এলেন। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু সেই সব বিতর্ককে সরিয়ে রেখে ক্রিকেট মাঠে আবার একটি অসাধারণ পারফরমেন্সের মধ্যে দিয়ে সাকিব প্রমাণ করলেন, তিনি কতটা বড় মাপের ক্রিকেটার। তিনি ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। একজন ক্রিকেটারের জবাব দেওয়ার জায়গা, নিজেকে ছাপিয়ে যাওয়ার জায়গা হলো বাইশ গজ। সেখানে পারফরমেন্সের জন্যই মানুষ তাকে মনে রাখবে।
ভালো-মন্দে সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বলে সমানতালে পারফর্ম করে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন৷ মাঝেমধ্যে জন্ম দিয়েছেন বিতর্ক, নিজের আচরণের জন্যও হয়েছেন নিন্দিত৷ সাকিবের ভালো-মন্দের খতিয়ানগুলো নিয়ে আমাদের এই ছবিঘর৷
ছবি: Getty Images/M. Melville
সেই যে শুরু
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব৷ ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি৷ কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল৷ হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে৷
ছবি: AP
ক্ষমা চাওয়া
২০১০ সালের ২৩ জনুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি ছবি ছাপা হয়৷ ওই ছবিতে তৎকালীন বিসিবি সভাপতি আ হ মু মুস্তফা কামালের পায়ের কাছে নত হয়ে সাকিবকে তার হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়৷ অনেকেই দাবি করেন, ওই দিন বোর্ড সভাপতির কাছে ক্ষমা চান সাকিব৷
ছবি: picture-alliance/T. Basnayaka
দর্শকের কলার ধরে বিতর্কে
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এক দর্শক অটোগ্রাফ চান সাকিবের কাছে৷ সাকিব তা দিতে অস্বীকৃতি জানালে মনোক্ষুন্ন দর্শক কটূক্তি করেন৷ তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরেন তিনি৷
ছবি: AP
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ
২০১৪ সালের চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব৷ আউট নিয়ে টিভি ধারাভাষ্যকারেরা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন৷ ক্যামেরা দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি৷ এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
স্ত্রীর জন্য দর্শককে মারধর
২০১৪ সালের গত ১৬ জুন স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পেটান সাকিব৷ ভারতের বিপক্ষে ওয়ান্ডে সিরিজ চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া বিসিবির করিডোরে স্ত্রীর কাছে এসে এই কাণ্ড ঘটানোয় শাস্তিও পেতে হয় তাকে৷
ছবি: DW/M. Mamun
জাতীয় দল ছাড়ার হুমকি!
বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়েই ২০১৪ সালের ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব৷ এনিয়ে কোচ তাকে প্রশ্ন করলে জাতীয় দল ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি৷ পরে বোর্ডের নির্দেশে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে পুরো ঘটনার জন্য দায় দেন ওই সময়কার কোচ হাথুরুসিংহেকে, এ নিয়ে শুরু হয় বিতর্ক৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
আম্পায়ারের সঙ্গে অসদাচারণ
২০১৫ সালের ২৬ নভেম্বর বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে কট বিহাইন্ডের আবেদন করেন সাকিব ও অন্যান্য ফিল্ডারা৷ আম্পায়ার তানভীর আহমেদ তাতে সাড়া না দিলে তার সঙ্গে অসদাচারণ করেন সাকিব৷ এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
দর্শকের সঙ্গে তর্ক
২০১৮ সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে নিজের ফেসবুকে এনিয়ে ব্যাখ্যাও দেন তিনি৷
ছবি: Reuters/D. Siddiqui
সবখানেই সেরা
ওয়ানেড, টেস্ট এবং টি টুয়েন্টি- আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফরম্যাটেই একসঙ্গে সেরা অলরাউন্ডারের আসন ধরে রাখেন সাকিব৷ খুব কম ক্রিকেটারই এই কীর্তি অর্জন করতে পেরেছেন৷
ছবি: Getty Images/A. Davidson
মুকুটবিহীন রাজা
গত বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন সাকিব, তাও আবার শচীনের থেকে তিন ম্যাচ কম খেলে! শেষ বিশ্বকাপে বল হাতে নিয়েছেন ১১ উইকেট৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অনন্য, অদ্বিতীয় সাকিব
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷
ছবি: Getty Images/AFP/W. West
11 ছবি1 | 11
সকিব বলেছেন, ''আমি খেলা এখনো উপভোগ করছি, সেটাই বড় ব্যাপার। আর সতীর্থদের সাহায্য ছাড়া আমি ভাল ক্রিকেট খেলতে পারতাম না।'' সোমবারের ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘‘উইকেটের অবস্থা খুব একটা ভাল ছিল না। আমরা জানতাম ১২০-১৩০ রান করতে পারলে খেলায় থাকতে পারব। আমাদের শুরুটা ভাল হয়েছিল। বোলাররা খুব ভাল বল করেছে এই সিরিজে। জোরে বোলাররা আমাদের কাজটা সহজ করে দিয়েছিল। আমরা শুধু নিজেদের কাজ করে গিয়েছি।''
প্রতিটি দেশই নিজেদের সুবিধামতো পিচ করে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় গেলে পেস বোলারের সহায়ক সবুজ উইকেটে খেলতে হয়। আবার উপমহাদেশে বল স্পিন করবে এমন উইকেটই বানানো হয়। ফলে পিচের দোষ দিয়ে বাংলাদেশের কৃতিত্বকে খাটো করা যাবে না। এই সিরিজে অস্ট্রেলিয়াকে সব বিভাগে হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বাঘের গর্জনের কাছে চাপা পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার ক্যাঙারুরা।