1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিবের রেকর্ড, নতুন উচ্চতায় বাংলাদেশের ক্রিকেট

১০ আগস্ট ২০২১

রেকর্ড করলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে একশ উইকেট ও এক হাজার রানের রেকর্ড।

রেকর্ড করলেন সাকিব।ছবি: Munir Uz Zaman/Getty Images/AFP

নতুন উচ্চতা ছুঁলো বাংলাদেশের ক্রিকেট। অস্ট্রেলিয়ার মতো প্রতাপশালী দল টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশের কাছে। তারা শুধু ৪-১-এ সিরিজ হারলো তাই নয়, শেষ ম্যাচ হারলো ৬০ রানে। বাংলাদেশের বিক্রমের কাছে ধ্বস্ত হলো অস্ট্রেলিয়া। আর এই ম্যাচেই এক হাজার রান ও একশ উইকেটের কৃতিত্ব অর্জন করলেন সাকিব আল হাসান। সাকিবও এই রেকর্ড করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। 

সোমবারের ম্যাচে নয় রানে চার উইকেট নিয়েছেন তিনি। আগের ম্যাচে তার এক ওভারে ড্যান ক্রিশ্চিয়ান পাঁচটি ছক্কা মেরেছিলেন। এই ম্যাচে সেই ব্যর্থতা কাটিয়ে দুর্দান্তভাবে তিনি ফিরে এলেন। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু সেই সব বিতর্ককে সরিয়ে রেখে ক্রিকেট মাঠে আবার একটি অসাধারণ পারফরমেন্সের মধ্যে দিয়ে সাকিব প্রমাণ করলেন, তিনি কতটা বড় মাপের ক্রিকেটার। তিনি ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। একজন ক্রিকেটারের জবাব দেওয়ার জায়গা, নিজেকে ছাপিয়ে যাওয়ার জায়গা হলো বাইশ গজ। সেখানে পারফরমেন্সের জন্যই মানুষ তাকে মনে রাখবে।

সকিব বলেছেন, ''আমি খেলা এখনো উপভোগ করছি, সেটাই বড় ব্যাপার। আর সতীর্থদের সাহায্য ছাড়া আমি ভাল ক্রিকেট খেলতে পারতাম না।'' সোমবারের ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘‘উইকেটের অবস্থা খুব একটা ভাল ছিল না। আমরা জানতাম ১২০-১৩০ রান করতে পারলে খেলায় থাকতে পারব। আমাদের শুরুটা ভাল হয়েছিল। বোলাররা খুব ভাল বল করেছে এই সিরিজে। জোরে বোলাররা আমাদের কাজটা সহজ করে দিয়েছিল। আমরা শুধু নিজেদের কাজ করে গিয়েছি।''

প্রতিটি দেশই নিজেদের সুবিধামতো পিচ করে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকায় গেলে পেস বোলারের সহায়ক সবুজ উইকেটে খেলতে হয়। আবার উপমহাদেশে বল স্পিন করবে এমন উইকেটই বানানো হয়। ফলে পিচের দোষ দিয়ে বাংলাদেশের কৃতিত্বকে খাটো করা যাবে না। এই সিরিজে অস্ট্রেলিয়াকে সব বিভাগে হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বাঘের গর্জনের কাছে চাপা পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার ক্যাঙারুরা।

জিএইচ/এসজি(বিডিনিউজ২৪ডটকম, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য