‘‘শিশিরের মতামত শ্রদ্ধাযোগ্য, তিনি বাস্তবতা উপলব্ধি করেছেন, যারা তাদের মেয়েকে নিয়ে করা মন্তব্য হাইলাইট করেছে তারাই নিন্দনীয়,’’ ডয়চে ভেলের ফেসবুক পাতায় মন্তব্যটি একজন পাঠকের৷ তবে বেশিরভাগ পাঠকই সাকিবের স্ত্রীর সাথে একমত৷
বিজ্ঞাপন
‘‘পৃথিবীতে ভালো মন্দ দুই-ই আছে৷ হাজার হাজার ভালো মন্তব্যের ভিড়ে দুএকটা খারাপ মন্তব্য আসবেই৷ ভালো মন্তব্যগুলো দূরে রেখে খারাপ মন্তব্য সামনে আনার কোন মানে হয় না৷ সাকিব ভাইয়ের বউয়ের সাথে আমি একমত, কেননা যারা এসব বলেছে তাদের না হয় মন-মানসিকতা খারাপ, তারা নোংরা তাই বলেছে৷ তাই বলে এটা নিয়ে বিশ্বকে জানিয়ে দেওয়ার মানে হয় না৷ সাকিব ভাইয়ের বউয়ের সাথে একমত,’’ এভাবেই লিখেছেন পাঠক ইকবাল নান্নু৷
আর পাঠক কাওসার হোসেনের মন্তব্য এরকম, ‘‘হাজার হাজার পরিচ্ছন্ন মন্তব্য থেকে গোটা চারেক ইঙ্গিতপূর্ণ উক্তি খুঁজে হাইলাইট করা মানসিক বৈকল্য৷’’
শিশিরের মতামত শ্রদ্ধাযোগ্য, তার মতকে আমি সম্মান করি, কারণ তিনি বস্তবতা উপলব্দি করেছেন ৷ যারা হাইলাইট করেছে তারাই নিন্দনীয় কাজ করেছে বলে মনে করেন পাঠক জিনাত মহল মিশোর৷ নাজমুল হাসান রাসেলের মতামতও ঠিক একই রকম, শিশির যথার্থই বলেছে৷ তুচ্ছ বিষয়কে বাড়িয়ে বড় করা হয়েছে, হাজার হাজার মন্তব্যের ভিড়ে এগুলোকে গুরুত্ব দেয়ার মত কিছুই নাই৷
সাকিব আল হাসানের সাক্ষাৎকার
07:01
সবদেশে সবকালে সব যুগে কিছু উন্মাদ তো থাকবেই৷ সাকিব পত্নীর এটা বোঝার মতো কমনসেন্স আছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্যটি করেছেন পাঠক সিফাত মুবিন৷ তবে তাদের পেজ থেকে পরে ছবিটি সরিয়ে দোয়ার কারণকে সিফাত মনে করছেন, কমেন্টে বিব্রত হয়ে নয়, আগ্রহীদের অতিউৎসাহে বিষয়টি ভাইরাল হওয়ায় সাকিব দম্পতি বিব্রত হতে পারেন সেকারণে৷
যদিও সামান্য লাইক পাবার আশায় অ্যাডমিনরা এমন কুকর্ম করেছে ধারণা কামরুল ইসলাম রাজের৷
এদিকে এক শিশুর পিতা মো.শাহরিয়ার ডয়চে ভেলেকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘প্রশ্নটি শিশিরের কাছেও করতে পারতেন, সাকিবের স্ত্রীর কাছে না করে৷ করেননি কারণ স্টার ভ্যালুতে সাকিব এগিয়ে থাকেন, খবর বিক্রি ভাল হয়৷ প্রকারান্তে শিশিরকে অসম্মান করলেন৷ শিশিরের সাথে একমত হয়ে বলছি, অসংখ্য সুন্দর মন্তব্যের মধ্যে গুটিকয়েক অসভ্য মন্তব্য ছবিটির গায়ে যারা ট্যাগ করে নিউজ বানিয়েছে, তারা ধান্দাবাজ৷’’
একটি বাচ্চাকে নিয়ে এধররের মন্তব্য বিকৃত রুচির পরিচয় বলে জানিয়েছেন পারভেজ খান৷ বিষয়টি বিচারের আওতায় আনা উচিত তিনি মনে করেন৷
পাঠক সুমন দাস লিখেছেন, আমি আশা করি অপরাধী দের শাস্তি হওয় উচিত, সবাই কথা বলছে তাই তো এখন পুলিশ তদন্ত করছে এবং সেটা সাকিবের মেয়ে জন্যই বেশি গুরুত্ব পেয়েছে অন্য কেউ হইলে এতটা প্রকাশ হতো না৷
তবে সেলিব্রিটি হলে এমন আজেবাজে কমেন্ট এর সম্মুখীন হতে হয়, এটা এমন কিছু না, এভাবে শান্তনার বাণী শুনিয়েছেন পাঠক বুলবুলি ফারুক আর হাসান মাহমুদ লিখেছেন অন্যায়ের প্রতিবাদ হয়েছে সেটাই বড় কথা৷
মো. ফেরদৌস মিয়া দুঃখ করে লিখেছেন, আমাদের দেশে যত ছোটখাটো বিষয় নিয়ে নিউজ করা হয় এবং তা নিয়ে যত ট্রল করা হয় তা বোধহয় বিশ্বের আর কোনো দেশে নাই৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন
গতবছরের অক্টোবরের ছবিঘরটি দেখুন...
ভালো-মন্দে সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বলে সমানতালে পারফর্ম করে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন৷ মাঝেমধ্যে জন্ম দিয়েছেন বিতর্ক, নিজের আচরণের জন্যও হয়েছেন নিন্দিত৷ সাকিবের ভালো-মন্দের খতিয়ানগুলো নিয়ে আমাদের এই ছবিঘর৷
ছবি: Getty Images/M. Melville
সেই যে শুরু
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব৷ ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি৷ কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল৷ হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে৷
ছবি: AP
ক্ষমা চাওয়া
২০১০ সালের ২৩ জনুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি ছবি ছাপা হয়৷ ওই ছবিতে তৎকালীন বিসিবি সভাপতি আ হ মু মুস্তফা কামালের পায়ের কাছে নত হয়ে সাকিবকে তার হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়৷ অনেকেই দাবি করেন, ওই দিন বোর্ড সভাপতির কাছে ক্ষমা চান সাকিব৷
ছবি: picture-alliance/T. Basnayaka
দর্শকের কলার ধরে বিতর্কে
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এক দর্শক অটোগ্রাফ চান সাকিবের কাছে৷ সাকিব তা দিতে অস্বীকৃতি জানালে মনোক্ষুন্ন দর্শক কটূক্তি করেন৷ তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরেন তিনি৷
ছবি: AP
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ
২০১৪ সালের চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব৷ আউট নিয়ে টিভি ধারাভাষ্যকারেরা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন৷ ক্যামেরা দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি৷ এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
স্ত্রীর জন্য দর্শককে মারধর
২০১৪ সালের গত ১৬ জুন স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পেটান সাকিব৷ ভারতের বিপক্ষে ওয়ান্ডে সিরিজ চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া বিসিবির করিডোরে স্ত্রীর কাছে এসে এই কাণ্ড ঘটানোয় শাস্তিও পেতে হয় তাকে৷
ছবি: DW/M. Mamun
জাতীয় দল ছাড়ার হুমকি!
বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়েই ২০১৪ সালের ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব৷ এনিয়ে কোচ তাকে প্রশ্ন করলে জাতীয় দল ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি৷ পরে বোর্ডের নির্দেশে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে পুরো ঘটনার জন্য দায় দেন ওই সময়কার কোচ হাথুরুসিংহেকে, এ নিয়ে শুরু হয় বিতর্ক৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
আম্পায়ারের সঙ্গে অসদাচারণ
২০১৫ সালের ২৬ নভেম্বর বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে কট বিহাইন্ডের আবেদন করেন সাকিব ও অন্যান্য ফিল্ডারা৷ আম্পায়ার তানভীর আহমেদ তাতে সাড়া না দিলে তার সঙ্গে অসদাচারণ করেন সাকিব৷ এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
দর্শকের সঙ্গে তর্ক
২০১৮ সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে নিজের ফেসবুকে এনিয়ে ব্যাখ্যাও দেন তিনি৷
ছবি: Reuters/D. Siddiqui
সবখানেই সেরা
ওয়ানেড, টেস্ট এবং টি টুয়েন্টি- আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফরম্যাটেই একসঙ্গে সেরা অলরাউন্ডারের আসন ধরে রাখেন সাকিব৷ খুব কম ক্রিকেটারই এই কীর্তি অর্জন করতে পেরেছেন৷
ছবি: Getty Images/A. Davidson
মুকুটবিহীন রাজা
গত বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন সাকিব, তাও আবার শচীনের থেকে তিন ম্যাচ কম খেলে! শেষ বিশ্বকাপে বল হাতে নিয়েছেন ১১ উইকেট৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অনন্য, অদ্বিতীয় সাকিব
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷