২৯ অক্টোবর সকাল ১০টা৷ শেরে বাংলা স্টেডিয়ামে কোনো খেলা নেই৷ অনুশীলন নেই৷ তবু ভীষণ ব্যস্ত ওই কংক্রিটের চৌহদ্দি৷ গুঞ্জন পেরিয়ে কোলাহলের বিস্ফোরণ৷
বিজ্ঞাপন
ম্যাচ পাতানোর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে দেশের ক্রিকেটাকাশের বৃহষ্পতি সাকিব আল হাসানের বিপক্ষে৷ তারই সত্যাসত্য যাচাইয়ে স্টেডিয়ামে সংবাদকর্মীদের মাছি থিকথিকে ভিড়৷
খবরটি বেরোয় সেদিন সকালের এক জাতীয় দৈনিক ‘সমকাল'-এ৷ কিন্তু প্রযুক্তির উৎকর্ষের এ যুগে সে খবর রাষ্ট্র হয়ে যায় আগের মাঝরাত্রিতেই৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে তা৷ এরপর থেকে বিশ্বাস-অবিশ্বাসের দোলাদলে ৫৬ হাজার বর্গমাইল৷
সকাল ১১ টা৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিদের দেখা নেই তখনো৷ গণমাধ্যমকর্মীদের এক দল গিয়ে আসন গেড়েছে গুলশানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসার সামনে৷ আরেক দল ক্যামেরা তাক করে হাজির সাকিবের বনানীর বাসার গেটে৷ প্রতিক্রিয়া জানতে হবে৷ জানাতে হবে পাঠক-দর্শক-শ্রোতাদের৷ কিন্তু কোনো তরফ থেকে টু শব্দটি নেই৷
অক্টোবরের সাকিব
২০১৯ সালের অক্টোবের শেষ দিনগুলো ভুলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ এ মাসে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে জ্বলন্ত উনুনে চাপিয়েছেন তিনি, নিজেও জ্বলেছেন কড়া আগুনে৷ নিষিদ্ধের আগে-পরের সাকিবকে দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
ক্রিকেটারদের ধর্মঘট
ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ ১১ দফা দাবিতে সাকিবের নেতৃত্বে গত ২১ অক্টোবর অনির্দিষ্টকালের ধর্মঘটে যান ক্রিকেটাররা৷
ছবি: bdnews24.com
বিদ্রোহ নয়
কাউকে কিছু না জানিয়েই ক্রিকেটাররা ধর্মঘটে গেলেও এটিকে বিদ্রোহ হিসেবে দেখেনি কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ আলোচনার মধ্য দিয়ে দ্রুত সমস্যার সমাধান সম্ভব বলেও জানিয়েছিল বিসিবি৷
ছবি: Getty Images/D. Sarkar
যড়যন্ত্র তত্ত্ব
ক্রিকেটাররা ধর্মঘটে যাওয়ার পরের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই কর্মসূচির পেছনে বিশেষ মহলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেন৷ একইসঙ্গে আলোচনার দুয়ার খোলা আছে বলেও জানান তিনি৷
ছবি: bdnews24
'ষড়যন্ত্র নয়, রুটি-রুজির দাবি'
ক্রিকেটারদের আন্দোলনের পেছনে কোনো একটি মহলের ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন বিসিবি সভাপতি৷ তবে কোনো ষড়যন্ত্র নয় বরং এই আন্দোলনকে সাধারণ ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তার লড়াই বলে জানান ক্রিকেটারদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান৷
ছবি: bdnews24.com
ধর্মঘটের অবসান
বিসিবির সঙ্গে বৈঠকে অধিকাংশ দাবি পূরণের আশ্বাস পেয়ে ২৩ অক্টাবর ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা৷ বিসিবি প্রধান জানান, ২৫ অক্টোবর থেকে ভারত সফরের পূর্ব নির্ধারিত ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা৷
ছবি: bdnews24.com
অনুশীলনে নেই সাকিব
ভারত সফরের আগে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন অধিনায়ক সাকিব অংশ নেননি৷ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না থাকলেও অনুশীলনে ছিলেন ওপেনার ইমরুল কায়েস৷ সাকিব কেন অনুশীলনে অনুপস্থিত তখন কেউই তা জানত না৷
ছবি: Getty Images/M. Steele
নিষিদ্ধ সাকিব
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি৷
ছবি: picture-alliance/A. Salahuddin
দুঃখ প্রকাশ সাকিবের
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান শাস্তি মেনে নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী কার্যক্রমে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন৷
ছবি: picture-alliance/T. Basnayaka
এমসিসি কমিটি থেকে পদত্যাগ
আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর ৩০ অক্টোবর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ান সাকিব৷ ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি৷ সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে৷
ছবি: Munir uz Zaman/AFP/Getty Images
ট্রেনিংয়ের সুবিধা
নিষেধাজ্ঞা পেলেও সাকিবকে অনুশীলনের সুযোগ-সুবিধা দেবে বলে বিসিবি জানায়৷ তবে দলের সঙ্গে ট্রেনিং করতে পারবেন না তিনি৷
ছবি: AP
শাস্তি কমানোর আইনি দিক দেখছে বিসিবি
সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ কোনোভাবে খানিকটা হলেও কমানো যায় কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে ৩১ অক্টোবর জানায় বিসিবি৷ বোর্ডের আইনি দল এনিয়ে কাজ করছে বলে বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
এমন মুখ দেখেনি কেউ
নিষিদ্ধ হওয়ার পর বিসিবিতে ৩০ মিনিট ছিলেন সাকিব৷ বিসিবি কর্তাদের সঙ্গে ১৫ মিনিট কথা বলেন, এরপর বিসিবির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন তিনি৷ লিখিত বক্তব্য শেষে সাকিবকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ বিসিবি প্রধান পাপন সবাইকে থামিয় দিয়ে কথা বলেন, এসময় সাকিব তার পাশে দাঁড়িয়ে ছিলেন প্রায় মূর্তির মত৷
ছবি: bdnews24.com
ঢাকা পড়ল নক্ষত্র
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷ আইসিসির নিষেধাজ্ঞায় ভক্তদের কাছে নক্ষত্রতুল্য এই ক্রিকেটারর ব্যাট-বল কিছুদিনের জন্য উঠিয়ে রাখতে হবে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
ফিরবেন সাকিব
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পাওয়া সাকিব শিগগিরই ক্রিকেটে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি পাপন৷ কঠিন এই সময়ে বিসিবিসহ সর্বস্তরের মানুষও তাঁর পাশে থাকার অঙ্গিকার করেছে৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
শুধুই ফেরা নয়
নিষেধাজ্ঞার দিনটিতে সতীর্থদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন সাকিব৷ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে ২০২৩ সালের বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই ফাইনালে খেলবে বাংলাদেশ৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
15 ছবি1 | 15
ওদিকে চলছে জাতীয় লিগের খেলা৷ বগুড়ায় বরিশাল বিভাগ-ঢাকা মেট্রোর ম্যাচটি আলাদা মনোযোগের দাবি রাখছে৷ ওখানে নাকি ফিফটি করে অপরাজিত মোহাম্মদ আশরাফুল৷ বছর কয়েক আগে এমনই ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে যাঁর বিপক্ষে৷ প্রমাণ হয়, শাস্তিও৷ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সেই আশরাফুলের ব্যাট ঝলসে উঠল কিনা এমন সময়! বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টারের পর সর্বকালের সেরা ক্রিকেটারের একই অভিযোগের তীরে বিদ্ধ হবার দিনে!
সাড়ে ১১টা৷ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর দেখা মেলে করিডরে৷ সাকিবের অভিযোগের ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেন না৷ শুধু নিশ্চিত করেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচ ঘিরে আইসিসির অভিযোগ না৷ তাহলে কি জাতীয় দলের হয়ে ম্যাচ পাতানোর অভিযোগ সাকিবের বিপক্ষে?
উত্তর মেলে না৷ উত্তরের খোঁজে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের ইথার বেয়ে ছুটতে থাকে সাংবাদিকদের ফোন৷ ফাঁকে মোবাইলের স্ক্রিনের স্কোরকার্ড জানিয়ে দেয়, আশরাফুল ৭১ রানে অপরাজিত থেকে গিয়েছেন লাঞ্চে৷
দুপুর ১.৪০৷ সবার জন্যই লাঞ্চের সময়৷ ঠিক তখন ক্রিকেট বোর্ডে প্রবেশ সভাপতি নাজমুল হাসানের৷ পারিষদসহ নন, একা৷ নিঃসঙ্গ তিনি নিঃশঙ্ক যে নন, সেটি থমথমে চেহারা দেখেই ঠাওর করা যায়৷
দুপুর সোয়া ২টা৷ ঢাকায় থাকা বিসিবি পরিচালকেরা একে একে আসতে থাকেন বোর্ড কার্যালয়ে৷ মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ, খালেদ মাহমুদ সুজনরা৷ আহমেদ সাজ্জাদুল আলম ববি আসবেন না৷ বোর্ড রাজনীতিতে কোণঠাসা এই পরিচালককে নাকি ডাকাই হয়নি৷ এ নিয়ে আলোচনার ফাঁকে এক সাংবাদিকের ঘোষণা, ‘‘আশরাফুল তো সেঞ্চুরি করে ফেলেছে৷''
দুপুর পেরিয়ে বিকেল ৪টা৷ জল্পনা-কল্পনা ডানা মেলতে থাকে৷ স্টেডিয়ামের ঠিক মাঝে যেখানে আটটি ক্রিকেটপিচ শোয়া, সেখানে পাখিদের ওড়াওড়ি৷ একদল চিল এসে তাড়িয়ে দেয় শালিক-চড়ুইয়ের ঝাঁক৷ আশা তাড়িয়ে প্রবল হয় যেন আশঙ্কা৷ সাকিব যে ম্যাচ পাতানোর সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত, সেটি সময়ের সঙ্গে সঙ্গে হতে থাকে স্পষ্ট৷
বিকেল ৫টা৷ ভেতরে ক্রিকেট কর্তাদের রুদ্ধদার বৈঠক৷ বাইরে সাংবাদিকদের ভিড় আলগা হয় না এতটুকুন৷ হঠাৎ সবাই ঝুঁকে পড়েন যাঁর যাঁর মোবাইলে; গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে৷ সেখানে তিনি বলেছেন, ‘‘সাকিবের মতো খেলোয়াড়দের সাথে জুয়াড়িরা সব সময় যোগাযোগ রাখে৷ যখনই ওর সঙ্গে যোগাযোগ করেছে, সেটি আইসিসিকে সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল৷ এটাকে সে গুরুত্ব দেয়নি৷ এই ভুল করেছে৷ এখন আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে আমাদের খুব বেশি কিছু করণীয় নেই৷ এখানে আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই৷''
দুর্দিনে সাকিবের পাশে যারা
জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান৷ বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের দুর্দিনে পাশে দাঁড়াচ্ছেন অনেকে৷ এমনকি তাঁর সতীর্থ খেলোয়াড়রা সমবেদনা জানাতে বেছে নিয়েছেন ফেসবুক৷
ছবি: Getty Images/AFP/R. Brooks
সাকিবের নেতৃত্বে ‘বিশ্বকাপের ফাইনালে খেলব’
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা মঙ্গলবার ফেসবুকে লিখেছেন: ‘‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার৷ তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব৷ কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’’
ছবি: Getty Images/AFP/I.S. Kodikara
‘একসঙ্গে ক্রিকেট খেলেছি আঠারো বছর’
বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার মুশফিকুর রহিম মঙ্গলবার ফেসবুকে সাকিব আল হাসানের উদ্দেশ্যে লিখেছেন: ‘‘আঠারো বছরের বেশি সময় ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলছি৷ মাঠে তোমাকে ছাড়া খেলার চিন্তা করাটাও অনেক দুঃখের ব্যাপার৷ আশা করি, তুমি সাফল্যের সঙ্গে দ্রুত ফিরে আসবে৷ তোমার প্রতি সবসময়ই আমার এবং গোটা বাংলাদেশের সমর্থন রয়ছে৷’’
ছবি: Getty Images/H. Hopkins
‘তুমি এখনো আমাদের মাঝে সেরা’
জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুক লিখেছেন, ‘‘তুমি এখনো আমাদের সবার মধ্যে সেরা এবং এমনই থাকবে৷ তোমার প্রতি আমাদের সমর্থন রয়েছে৷ সর্বশক্তিমান আল্লাহ তোমাকে শক্তি দিক৷’’
ছবি: Getty Images/S. Forster
‘#উইআরউইথসাকিব’
জাতীয় দলের অন্যতম সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘‘আমার কী বলা উচিত বুঝতে পারছি না! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাদের আপনাকে ছাড়া খেলতে হবে৷ তবে, আমি জানি এবং বিশ্বাস করি যে আপনি অবশ্যই শক্তভাবে ফিরে আসবে৷ আমরা আপনার ফেরার দিনটির অপেক্ষায় থাকলাম সাকিব ভাই৷ #উইআরউইথসাকিব’’
ছবি: Getty Images/AFP/D. Sarkar
‘আপনিই সেরা’
সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাস মঙ্গলবার ফেসবুকে লিখেছেন, ‘‘আপনিই সেরা৷ আপনি শক্তভাবে ফিরে আসবেন৷’’
ছবি: Getty Images/A. Davidson
‘আপনার শূন্যতা কোনভাবে কাম্য নয়’
জাতীয় দলের অলরাউন্ডার সৌম্য সরকার লিখেছেন, ‘‘২২ গজের উইকেটে, ড্রেসিং রুমে, টিম বাসে, টিম হোটেলে আপনার শূন্যতা আমাদের জন্য কোন ভাবেই কাম্য নয়৷ আমি জানি না এই পরিস্থিতিতে কি বলতে হয় বা লিখতে হয়৷ শুধু এইটুকু বিশ্বাস করি আপনি ফিরে আসবেন, আগের থেকে আরো পরিনত হয়ে৷ কারন আপনি সাকিব আল হাসান৷’’
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উদ্দেশ্যে ক্রিকেটার আবু হায়দার রনি লিখেছেন, ‘‘আগামী একবছর আপনার শূন্যতা কিছুতেই পূরণ সম্ভব নয়৷ তবে বিশ্বাস করি, আপনি ফিরবেন আগের চাইতেও বেশি শক্তিশালি হয়ে৷’’
ছবি: Getty Images/AFP/R. Brooks
8 ছবি1 | 8
সবাই যা বোঝার, বুঝে নেয়৷ শঙ্কাটাই তাহলে সত্যি৷ আইসিসি বা বিসিবির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগেই প্রধানমন্ত্রীর এমন কথায় বোঝা যায়, সাকিব ভুল করেছেন৷ তাতে কোন শাস্তির খড়গ নেমে আসে, সেটি জানারই অপেক্ষা৷
সন্ধ্যা ৬টা৷ বিসিবি পরিচালক জালাল ইউনুস সভা থেকে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘‘আপনারা যে জন্য অপেক্ষা করছেন, আমরাও সেজন্য অপেক্ষা করছি৷'' অর্থাৎ আইসিসি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আগে শুনতে চায় বিসিবি৷ এরপর জানাবে নিজেদের অবস্থান৷ ততক্ষণে বগুড়া থেকে খবর আসে, আশরাফুল ১৫০ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করেছে তাঁর দল৷
সন্ধ্যা ৬.৩৫৷ বিষাদময় সেই বার্তা নিয়ে আসে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি৷ ২০১৮ সালে দুটি আন্তর্জাতিক ম্যাচ এবং আইপিএলের একটি ম্যাচে সাকিবের সঙ্গে যোগাযোগ হয় আইসিসির কালো তালিকাভুক্ত জুয়াড়ি দীপক আগারওয়ালের৷ এ তথ্যগুলো সংশ্লিষ্টদের জানাননি সাকিব৷ আইসিসির দুর্নীতি দমন ইউনিটের দুই দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন৷ স্বীকার করে নেন নিজের দোষ৷ সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করা হয় দুই বছরের জন্য৷ প্রথম বছরে যদি শাস্তির সময়কালীন শর্তগুলো পূরণ করেন, তাহলে এক বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব৷
ফিসফাস-গুঞ্জন-কোলাহলের ১৬ ঘন্টা পর হঠাৎ যেন নিঃশব্দ হয়ে যায় ১০ দিক৷ সাকিবের নিষেধাজ্ঞার ওই বজ্রপাতে হতবিহবল বাংলাদেশ ক্রিকেট৷
সন্ধ্যা সোয়া সাতটা৷ বিসিব কার্যালয়ে দোতলায় হঠাৎ তুমুল হইচই৷ সংবাদ সম্মেলন হবে বলে৷ হল ঠিকই, তবে তাতে এলেন জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো এবং বিসিবি পরিচালক আকরাম খান৷ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি দিবারাত্রি করার যে প্রস্তাব এসেছে প্রতিবেশী দেশ থেকে, সেটি মেনে নেবার ঘোষণা দেন তাঁরা৷
রাত পৌনে ৮টা৷ দ্বিতীয় তলার ভিড়ের অনেকখানি নেমে এসেছে নীচে৷ স্টেডিয়ামের প্রধান গেটের বাইরে সমর্থকদের মিছিল৷ সংখ্যায় মাত্র শ'খানেক কিন্তু তাঁদের স্লোগান যেন ১৭ কোটি বাঙালির চিৎকার৷ ‘আইসিসির সিদ্ধান্ত মানি না', ‘আমরা আছি সাকিবের পাশে' এমনসব ব্যানারও তাঁদের হাতে৷ সেটি কাভার করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের চোখ খুঁজছে সাকিবের গাড়ি৷ তাঁকে সঙ্গে নিয়েই যে যৌথ সংবাদ সম্মেলন করবে বোর্ড, সেটি ততক্ষণে বিসিবির তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে অনানুষ্ঠানিকভাবে৷
ঘড়ির কাঁটায় ঠিক রাত ৮টা৷ একটা ফোন ধরার জন্য সমর্থকদের মিছিলের সামনে থেকে চলে আসি একটু ভেতরের দিকে৷ তখনই দেখতে পাই, পাশের অন্য গেট দিয়ে ঢুকে একটি সাদা রঙের গাড়ি থামল৷ বেরিয়ে আসেন সাকিব৷ পরনে সাদার উপর হালকা সবুজ স্ট্রাইপের শার্ট, নীল প্যান্ট৷ কী থমথমে মুখ তাঁর! কোনো দিকে না তাকিয়ে ঝড়ের বেগে উঠে যায় দোতলার বোর্ড কার্যালয়ে৷ ছুটে এসেও খুব বেশি ক্যামেরা পায়নি সাকিবকে৷
ভালো-মন্দে সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট-বলে সমানতালে পারফর্ম করে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন৷ মাঝেমধ্যে জন্ম দিয়েছেন বিতর্ক, নিজের আচরণের জন্যও হয়েছেন নিন্দিত৷ সাকিবের ভালো-মন্দের খতিয়ানগুলো নিয়ে আমাদের এই ছবিঘর৷
ছবি: Getty Images/M. Melville
সেই যে শুরু
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব৷ ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি৷ কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল৷ হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে৷
ছবি: AP
ক্ষমা চাওয়া
২০১০ সালের ২৩ জনুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি ছবি ছাপা হয়৷ ওই ছবিতে তৎকালীন বিসিবি সভাপতি আ হ মু মুস্তফা কামালের পায়ের কাছে নত হয়ে সাকিবকে তার হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়৷ অনেকেই দাবি করেন, ওই দিন বোর্ড সভাপতির কাছে ক্ষমা চান সাকিব৷
ছবি: picture-alliance/T. Basnayaka
দর্শকের কলার ধরে বিতর্কে
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এক দর্শক অটোগ্রাফ চান সাকিবের কাছে৷ সাকিব তা দিতে অস্বীকৃতি জানালে মনোক্ষুন্ন দর্শক কটূক্তি করেন৷ তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরেন তিনি৷
ছবি: AP
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ
২০১৪ সালের চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব৷ আউট নিয়ে টিভি ধারাভাষ্যকারেরা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন৷ ক্যামেরা দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি৷ এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
স্ত্রীর জন্য দর্শককে মারধর
২০১৪ সালের গত ১৬ জুন স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পেটান সাকিব৷ ভারতের বিপক্ষে ওয়ান্ডে সিরিজ চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া বিসিবির করিডোরে স্ত্রীর কাছে এসে এই কাণ্ড ঘটানোয় শাস্তিও পেতে হয় তাকে৷
ছবি: DW/M. Mamun
জাতীয় দল ছাড়ার হুমকি!
বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়েই ২০১৪ সালের ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব৷ এনিয়ে কোচ তাকে প্রশ্ন করলে জাতীয় দল ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি৷ পরে বোর্ডের নির্দেশে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে পুরো ঘটনার জন্য দায় দেন ওই সময়কার কোচ হাথুরুসিংহেকে, এ নিয়ে শুরু হয় বিতর্ক৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
আম্পায়ারের সঙ্গে অসদাচারণ
২০১৫ সালের ২৬ নভেম্বর বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে কট বিহাইন্ডের আবেদন করেন সাকিব ও অন্যান্য ফিল্ডারা৷ আম্পায়ার তানভীর আহমেদ তাতে সাড়া না দিলে তার সঙ্গে অসদাচারণ করেন সাকিব৷ এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হয় তাকে৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
দর্শকের সঙ্গে তর্ক
২০১৮ সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে নিজের ফেসবুকে এনিয়ে ব্যাখ্যাও দেন তিনি৷
ছবি: Reuters/D. Siddiqui
সবখানেই সেরা
ওয়ানেড, টেস্ট এবং টি টুয়েন্টি- আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফরম্যাটেই একসঙ্গে সেরা অলরাউন্ডারের আসন ধরে রাখেন সাকিব৷ খুব কম ক্রিকেটারই এই কীর্তি অর্জন করতে পেরেছেন৷
ছবি: Getty Images/A. Davidson
মুকুটবিহীন রাজা
গত বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন সাকিব, তাও আবার শচীনের থেকে তিন ম্যাচ কম খেলে! শেষ বিশ্বকাপে বল হাতে নিয়েছেন ১১ উইকেট৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অনন্য, অদ্বিতীয় সাকিব
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷
ছবি: Getty Images/AFP/W. West
11 ছবি1 | 11
রাত সোয়া ৮টা৷ বোর্ড সভাপতি নাজমুল হাসান আরো দু-একজন পরিচালক নিয়ে বেরিয়ে আসেন সাকিবকে নিয়ে৷ বিসিবির রিসেপশনের ছোট্ট সেই জায়গায় তখন অন্তত শ'দুয়েক সংবাদকর্মী৷ সাকিব তাঁর লিখিত বক্তব্য পাঠ করলেন৷ মেনে নিলেন নিজের দোষ৷ এরপর সমর্থকদের পাশে থাকার আহবান৷ কণ্ঠে তিরতিরে কাঁপন বোঝা যায় স্পষ্ট৷ চোখের কোণের জল দেখতেও চশমা লাগে না৷ টলটলে সেই অশ্রুবিন্দু কী নিপুণ চেষ্টায় যে গড়িয়ে পড়তে দেননি সাকিব! মুখের প্রতিটি রেখার ভাঙচুরে নিয়তির কাছে আত্মসমর্পন করলেন বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা৷
বোর্ড সভাপতি তাঁর বক্তব্যে দেন সাকিবের পাশে থাকার ঘোষণা৷ সেদিকে কান খাড়া করা ছিল কিন্তু মানুষ-ক্যামেরা সবার চোখ দেখছিল শুধুই ওই চ্যাম্পিয়নকে৷ পরাজিত সাকিবকে৷ বিধ্বস্ত সাকিবকে৷ বিপর্যস্ত সাকিবকে৷
রাত সাড়ে ৮টা৷ প্রিয় স্টেডিয়াম থেকে বেরিয়ে যান সাকিব৷ বাইরে তখনো সমর্থকদের মিছিল-স্লোগান৷ পুরো বাংলাদেশ তখনো অবিশ্বাসের ঘোরে৷ আইসিসির সাত পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের বেশ কিছু জায়গা অবশ্যই আরো বিস্তারিত ব্যাখ্যার দাব রাখে৷ ওই জুয়াড়ির সঙ্গে সাকিবের হোয়াটসঅ্যাপ বার্তার আদান-প্রদান, কেন তিনি সাকিবের কাছে তাঁর ডলার অ্যাকাউন্ট নম্বর চাইবেন; কেন সাকিব তাঁর সঙ্গে দেখা করতে চাইবেন, কেন ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও এ সম্পর্কে সংশ্লিষ্টদের তা জানাবেন না সাকিব?
তবে সব ছাপিয়ে আমার কাছে অক্টোবরের রাতে গাঢ় বিষাদময় হয়ে ওঠে আশরাফুল ও সাকিবের অভিন্ন পরিণতিতে৷ প্রথমজন বাংলাদেশের প্রথম বৈশ্বিক সুপারস্টার; পরেরজন দেশের সর্বকালের সেরা৷ হ্যাঁ, আশরাফুলের মতো ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হননি সাকিব৷ তবে নিষেধাজ্ঞার কারণ তো এর সঙ্গে সংশ্লিষ্টতাই৷ আর সাকিবের নিষিদ্ধ হবার দিনে জাতীয় লিগে আশরাফুলের সেঞ্চুরিতে আমার কাছে যেন আরো বেশি করে একই ব্র্যাকেটবন্দী হয়ে যান এ দুজন৷
রাত ১১.১৫৷ সংবাদ প্রতিবেদন লেখার পেশাদার দায়িত্ব পালন শেষ৷ ভীষণ ক্লান্তিকর এবং তার চেয়েও ভীষণ মন খারাপ করা এক কর্মব্যস্ত দিন শেষে বেরিয়ে আসছি শেরে বাংলা স্টেডিয়াম থেকে৷ সকাল-সন্ধ্যার কোলাহল থেমে গেছে৷ জনারণ্য উধাও৷ ‘কোথাও কেউ নেই'৷ ঠিক একই নামে নব্বই দশকের জনপ্রিয় নাটকটির একটি দৃশ্য মনে পড়ছে বারবার৷ মুখোমুখি মুনা ও বাকের ভাই৷ নিজের প্রেমিক মামুনের বিয়ের খবর মুনা দিচ্ছিলেন বাকের ভাইকে৷ তা শুনে পাড়ার রংবাজ গোছের সেই মানুষটির চোখে জল৷ তা দেখে কণ্ঠে এক পৃথিবীর বিষাদ নিয়ে মুনা বলেন, ‘আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল৷ আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি৷'
ম্যাচ ফিক্সিং সংশ্লিষ্টতায় আশরাফুল ও সাকিবের নিষিদ্ধ হবার পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও সেটি তা মনে হতে পারে৷ সত্যি, আমরা বোধহয় সবসময় ভুল মানুষকে ভালোবাসি!
প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷