1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিব এবার তৃতীয় সন্তানের বাবা

১৬ মার্চ ২০২১

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘর আলো করে এলো তাদের তৃতীয় সন্তান৷ দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন এবার সাকিব৷

সাকিব ও শিশির
ছবি: DW/M. Mamun

যুক্তরাষ্ট্রে সোমবার এই নতুন অতিথি পৃথিবীর আলো দেখেছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিবের পারিবারিক সূত্র মা ও সন্তান সুস্থ থাকার খবর জানিয়েছে৷ গত মাসে সাকিব যুক্তরাষ্ট্রে যান৷ তিনি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই বাংলাদেশ দলের চলতি নিউজিল্যান্ড সফরে যাননি৷

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ নিউ ইয়র্কে তাদের প্রথম সন্তানের জন্ম হয় ২০১৫ সালের ৮ নভেম্বর এবং দ্বিতীয় সন্তানের জন্ম গত ২৪ এপ্রিল৷ তৃতীয় সন্তান আসার খবরটি গত ১ জানুয়ারিতে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান৷

সামনেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আবার ব্যস্ত হয়ে পড়বেন সাকিব আল হাসান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৯ সালের অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ