অতীতেও মাঠের বাইরে আগ্রাসী মনোভাবের জন্য পত্রিকার শিরোনাম হয়েছেন সাকিব আল-হাসান৷ এবার এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ভক্তের দিতে তেড়ে যাচ্ছেন সাকিব৷ করেছেন অশ্লীল অঙ্গভঙ্গিও৷
বিজ্ঞাপন
ফ্লোরিডায় টি-টোয়েন্টি শেষ হওয়ার পরের ঘটনা৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দু'টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার পর খোশ মেজাজেই থাকার কথা ছিল সাকিব আল-হাসানসহ পুরো দলের৷ কিন্তু এক ভক্তের সঙ্গে সাকিবের ব্যবহার দেখলে মনে হবে যেন পরিস্থিতি ভিন্ন৷
ফেসবুকে মঙ্গলবার ভাইরাল হওয়া এক মিনিটের এক ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এক ভক্তের দিকে দু'বার তেড়ে আসেন সাকিব আল-হাসান৷ সেখানে সেই ভক্তের সামনেই ছিলেন আরেক নারী ভক্ত৷ দু'জনের সামনে হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করতে দেখা যায় এই ক্রিকেট তারকাকে৷
ঠিক কী কারণে, সাকিব এমনটা করেছেন তা জানা যায়নি৷ ফেসবুকে কেউ কেউ দাবি করেছেন, ‘নিরাপদ সড়ক চাই' আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় ওভাবে ক্ষেপে গিয়েছিলেন৷ আবার অন্যরা বলছেন, ঘটনা ভিন্ন৷ এক ভক্ত নাকি প্রথমে সাকিবের অটোগ্রাফ নেন, তারপর সেলফি তোলেন এবং সবশেষে ভিডিও করার আবদার করেন৷ সাকিব তখন পারবো না বলে সামনে এগিয়ে গেলে সেই ভক্ত বলে ওঠেন, ‘‘ভাব মারায়৷'' আর তাতেই ক্ষেপে যান সাকিব৷
দৈনিক প্রথম আলো পত্রিকাও জানিয়েছে, ভক্তের বাড়াবাড়িতেই ক্ষেপে গিয়েছিলেন সাকিব৷ ফ্লোরিডায় নাকি পত্রিকাটিকে এ কথা তিনি নিজেই নিশ্চিত করেছেন৷
এআই/ডিজি
সাকিব ও সালমা: বাংলাদেশের দুই ক্রিকেটতারকা
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে কে না চেনেন? বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এখনো আছেন ওয়ানডে ব়্যাংকিংয়ের শীর্ষে৷ বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলে সালমা খাতুনের ভূমিকা এবং গুরুত্বও সাকিবের মতো৷
ছবি: Getty Images/S. Abdullah
ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব
আইসিসি-র সর্বশেষ ওয়ানডে ব়্যাংকিং অনুযায়ী এখনো বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক৷ দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৩৬৩) এবং শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান (৩৪৯)৷আইসিসি ব়্যাংকিং সম্পর্কে আরো জানতে ওপরের প্লাস (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
ক্রিকেটে বাংলাদেশের আরেক ‘অহংকার’ সালমা
বাংলাদেশের ক্রিকেটের কথা উঠলেই একে একে আসে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মুস্তাফিজ, সৌম্যদের কথা৷ অথচ প্রয়োজনের চেয়ে অনেক কম সুযোগ-সুবিধা পেয়েও বাংলাদেশের নারী ক্রিকেটাররাও কিন্তু কম করছেন না৷ বড় কোনো দলীয় সাফল্য আসেনি ঠিকই, তবে কেউ কেউ একক নৈপুণ্যে বিশ্বসেরাদেরও চমকে দিচ্ছেন৷ খুলনার মেয়ে সালমা আক্তার তেমনই একজন৷ প্রায় নিয়মিতই বাংলাদেশের হয়ে কথা বলে তাঁর বল-ব্যাট৷
ছবি: Getty Images/AFP/R. Tabassum
টেস্টে এখনো দ্বিতীয় সেরা সাকিব
ওয়ানডের মতো একসময় আইসিসি ব়্যাংকিংয়ে টেস্ট ক্রিকেটেরও সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব৷ হালে ভারতের রবিচন্দ্রণ অশ্বিনের কাছে শীর্ষস্থানটা হারিয়েছেন৷ হারানো স্থানটি অচিরেই হয়ত ফিরে পাবেন বাংলাদেশ দলে ‘নির্ভরতার প্রতীক’ সাকিব৷ অশ্বিনের (৪০৬) চেয়ে তো মাত্র ২২ পয়েন্ট পিছিয়ে তিনি! ওপরের ছবিতে সস্ত্রীক সাকিব৷
ছবি: Getty Images/AFP
অলরাউন্ডার সালমাই বা কম কিসে!
এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ৷ তবে সালমা ঠিকই নিজের জাত চিনিয়েছেন৷ মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সালমা তাই বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন৷ এ মুহূর্তে ব়্যাংকিংয়ে চতুর্থ স্থানে আছেন তিনি৷ ওপরের ছবিতে পাকিস্তানের সানা মীরের সঙ্গে সালমা খাতুন (ডানে)
ছবি: Getty Images/AFP/A. Hassan
সেরা অলরাউন্ডার সাকিব
টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ে অলরাউন্ডারদের মাঝে সাকিব এখন দ্বিতীয়৷ শীর্ষে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসন৷ সুতরাং শিগগিরই শীর্ষে ফিরতেই পারেন সাকিব৷ অবশ্য টি-টোয়েন্টির শীর্ষে না উঠলেও সাকিব এমনিতেই বিশ্বসেরা অলরাউন্ডার, কারণ, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের ব়্যাংকিংয়ের শীর্ষ তিনে তো শুধু সাবিকই আছেন৷ সব ধরণের ক্রিকেট মিলিয়ে তাই সাকিবই সেরা৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
বোলার সালমা
বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নতুন৷ আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগও কম৷ তাই এ পর্যন্ত মাত্র ১৮টি ওয়ানডে আর ৩০টি টি-টোয়েন্টি খেলতে পেরেছেন বাংলাদেশ দলের সবচেয়ে নিয়মিত পারফর্মার সালমা৷ এই সুযোগেই ওয়ানডেতে পেয়েছেন ১৯টি উইকেট আর টি-টোয়েন্টিতে ৩০টি৷ টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ে বিশ্বের একাদশতম সেরা বোলারও বাংলাদেশের সালমা খাতুন৷ ওপরের ছবিতে ব্যাটিংয়ের প্রস্তুুতি নিচ্ছেন সালমা৷