1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ?

১৬ মার্চ ২০১৭

এই প্রশ্ন নিয়েই তৃতীয় দিনের খেলা দেখতে বসবেন বাংলাদেশের সবাই৷ কারণ, শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবটা খুব ভালো হতে হতেও হয়নি৷ ৫ উইকেটে ২১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে মুশফিকের দল৷

Bangladesh - Cricketspieler Shakib Al Hasan & Mushfiqur Rahim
ফাইল ফটোছবি: Getty Images/H. Hopkins

বড় কথা হলো, দ্বিতীয় দিন শেষে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ‘যোদ্ধা' সাকিব আল হাসান (১৮*) আর মুশফিকুর রহিমই (*২) ছিলেন উইকেটে৷ তাঁদের জন্য যুদ্ধটা অবশ্য বেশ কঠিন৷ শেষ বিকেলে মাত্র ৬ রানের ব্যাবধানে ৩ উইকেট হারানো দলকে টেনে তোলার মূল দায়িত্ব তো এখন তাঁদেরই৷

কঠিন হলেও সেই দায়িত্ব পালনের সামর্থ্য তাঁদের আছে৷ কয়েকদিন আগেই তো নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন তাঁরা৷ সাকিব করেছিলেন ডাবল সেঞ্চুরি (২১৭) আর অধিনায়ক মুশফিক খেলেছিলেন ১৫৯ রানের অনবদ্য এক ইনিংস৷ তবে তারপরও দল হেরেছিল৷ এবার প্রথমে হার এড়ানো এবং তারপর জয় নিশ্চিত করার দিকে এগোতে চাইলে আরো দায়িত্ব নিয়ে ব্যাট করতে হব তাঁদের৷

ঠিক যেমনটি দীনেশ চান্ডিমাল করেছেন শ্রীলঙ্কার হয়ে৷ মূলত দ্বিতীয় দিনে তাঁর অষ্টম সেঞ্চুরি (১৩৮) এবং রঙ্গনা হেরাথ (২৫) ও লাকমালের (৩৫) ছোট ছোট দু'টো ইনিংসের জন্যই কলম্বো টেস্টের প্রথম ইনিংসে তিনশ' পেরোতে পেরেছে স্বাগতিকরা৷ ৩ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং দুটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর, শুভাশীষ এবং সাকিব৷ বাকি উইকেটটি তাইজুলের৷

বাংলাদেশের শততম টেস্টের প্রথম ইনিংসের সূচনাটা অবশ্য খুব ভালো হয়েছিল৷ কিন্তু ফিফটির ঠিক আগেই তামিম (৪৯) হেরাথের বলে এলবিডাব্লিউ হওয়ায় ৯৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ৷ অন্য ওপেনার সৌম্য সরকার ফিফটি মিস করেননি৷ তবে ফিফটিকে সেঞ্চুরি বানাতে এবারও তিনি ব্যর্থ৷ এবার ৬১ রানে শেষ হয় বাঁ হাতি এই ব্যাটসম্যানের ইনিংস৷ ফলে ইমরুল কায়েসের সঙ্গে তাঁর দ্বিতীয় উইকেট জুটিটা ভেঙে যায় ৩৫ রানে৷ সান্দাকানের শিকার হয়ে সৌম্যর বিদায় প্রায় ভুলিয়েই দিয়েছিল ইমরুল-সাব্বিরের জুটি৷ কিন্তু দু'জনে মিলে ৫৭ রান তোলার পর খুব অল্প সময়ে ইমরুল কায়েস (৩৪), সাব্বির (৪২) এবং নাইট ওয়াচম্যান তাইজুলকেও (০) হারানোয় বাংলাদেশ আবার কিছুটা ব্যাকফুটে৷ দলকে পায়ে পায়ে এগিয়ে নিরাপদ গন্তব্যে নিয়ে যাওয়ার দায়িত্বটা এখন সাকিব আর মুশফিকের কাঁধে৷

এসিবি/ডিজি    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ