1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাখারভ পুরস্কার পেলেন সৌদি ব্লগার বাদাউয়ি

৩০ অক্টোবর ২০১৫

৩১ বছর বয়সি সৌদি ব্লগার রাইফ বাদাউয়ি তিন বছরের বেশি সময় ধরে জেলে৷ ইসলাম ধর্মের অবমাননা ও ধর্মচ্যুত হওয়ার অভিযোগে তাঁকে দশবছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সেই সঙ্গে একহাজার বার কশাঘাত৷

Raif Badawi Protest in London

গত জানুয়ারি মাসে প্রকাশ্য স্থানে প্রথম ৫০টি বেত্রাঘাত করা হয় বাদাউয়ি-কে৷ বেত্রাঘাত আবার শুরু হতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে, বাদাউয়ি-র স্ত্রী এনসাফ বাদাউয়ি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইট যার প্রমাণ৷

দশ বছর কারাদণ্ড ভোগ করার পরে আরো দশ বছর দেশ ছাড়তে পারবেন না বাদাউয়ি৷ অর্থাৎ ১৭ বছর পার হওয়ার আগে স্ত্রী আর তিন সন্তানের সঙ্গে মিলিত হতে পারবেন না তিনি৷ ‘‘স্বাধীন সৌদি উদারপন্থি'' নাম দিয়ে একটি ব্লগ চালাতেন বাদাউয়ি, যেখানে তিনি ‘‘মানবতার বন্ধু, মুক্তমনা ও লেখক'' হিসেবে নিজের পরিচয় দিতেন৷ সেই ব্লগে নানা দাবির মধ্যে সৌদি ধর্মীয় পুলিশ বাতিল করার দাবিও তোলা হয়েছিল৷

বাদাউয়ি নেতৃস্থানীয় রাজনীতিকদের সমালোচনা করতেন, দেশের একটি নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়কে ‘‘সন্ত্রাসবাদীদের আড্ডা'' বলে অভিহিত করেছিলেন এবং ভ্যালেন্টাইনস ডে সম্পর্কে লিখেছিলেন, যা কিনা সৌদি আরবে নিষিদ্ধ৷ ২০১২ সালে বাদাউয়ি-কে গ্রেপ্তার করা হয় ও তাঁর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়, যে ওয়েবসাইটে অন্যান্য উদারপন্থিরাও তাদের ক্ষোভ, দুঃখ, হতাশা ব্যক্ত করতে পারতেন৷

রাইফ বাদাউয়ি বাকস্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন - সারা বিশ্বে৷ তাঁর স্ত্রী এনসাফ তাঁর ‘রাষ্ট্রদূত' হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, বাকস্বাধীনতার বিকাশের জন্য একটি নিধিও গড়ে তুলেছেন৷ গত জুন মাসে স্বামীর হয়ে ডয়চে ভেলে-র ‘‘বাকস্বাধীনতা পুরস্কার'' গ্রহণ করেন এনসাফ বাদাউয়ি৷ এ'মাসে বার্লিনে একটি অনুষ্ঠানে যখন প্রথমবারের মতো ‘‘রাইফ বাদাউয়ি সাহসী সাংবাদিকতা পুরস্কার'' প্রদান করা হবে, তখন এনসাফ সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের ৫০ হাজার ইউরো মূল্যের সাখারভ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে ১৬ই ডিসেম্বর৷

রাইফ বাদাউয়ি-কে এই পুরস্কার দিয়ে ‘‘ইউরোপীয় সংসদ ইউরোপ ও মিত্রদেশগুলির রাষ্ট্রপ্রধানদের প্রতি একটি দ্ব্যর্থহীন বার্তা পাঠিয়েছে: দমনমূলক সরকারবর্গকে কখনো সমর্থন করা উচিত নয়'' - লিখেছেন ডিডাব্লিউ সম্পাদক রাইনার জলিচ৷ অপরদিকে এই পুরস্কার বলছে যে, ‘‘(নতুন) ধ্যানধারণা আর সাহস হল মধ্যপ্রাচ্যে অন্তহীন দ্বেষ, সহিংসতা ও সাংস্কৃতিক সংকীর্ণতার দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার একমাত্র আশা৷''

এসি/জেডএইচ (ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ