1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরেরও তাপমাত্রা বাড়ছে

মার্টিন রিবে/এসি১৬ মে ২০১৬

উষ্ণায়নের ফলে সাগরের পানির উচ্চতা বাড়ছে৷ তার একটা বড় কারণ হলো সাগরের পানির সম্প্রসারণ, দেখছেন বিজ্ঞানীরা৷ কিন্তু এর অর্থ কী দাঁড়াচ্ছে? ভবিষ্যতে কী ঘটতে চলেছে? সেজন্য আমাদের কী করা উচিত?

উষ্ণায়নের ফলে সাগরের পানির উচ্চতা বাড়ছে
ছবি: picture-alliance/ dpa

উষ্ণায়নের ফলে সাগরের জলের উচ্চতা বেড়ে চলেছে৷ বর্তমানে ‘সি লেভেল' বাড়ছে বছরে তিন মিলিমিটার করে৷ তার একটা কারণ মেরু অঞ্চলের তুষার ও হিমবাহের বরফ গলা৷ অপরদিকে তাপমাত্রা বাড়ার ফলে সাগরের পানির সম্প্রসারণ ঘটছে৷ এভাবে সাগরের পানির উচ্চতা বাড়ার ফলে বিভিন্ন দ্বীপরাজ্য ও বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মতো উপকূলবর্তী দেশগুলি বিপদের মুখে৷

এ যাবৎ ধরে নেওয়া হয়েছিল যে, বিশ্বব্যাপী বরফ গলার ফলেই সাগরের পানির উচ্চতা বাড়ছে৷ কিন্তু তাপমাত্রা বাড়ার ফলে সাগরের জলরাশির সম্প্রসারণ ঘটছে, অর্থাৎ তার ঘনত্ব কমে গিয়ে আয়তন বাড়ছে৷ দৃশ্যত ‘সি লেভেল' বাড়ার এটাও একটা বড় কারণ৷ বন বিশ্ববিদ্যালয়ের জিওডেসি অ্যান্ড জিওইনফর্মেশন ইনস্টিটিউটের প্রফেসর ইয়ুরগেন কুশে বললেন, ‘‘আমরা গত ১২ থেকে ১৫ বছরের ফলাফল পরীক্ষা করে দেখেছি৷ বছরে তিন মিলিমিটার করে সাগরের পানির উচ্চতা বাড়ছে৷ এ পর্যন্ত আমরা ভাবছিলাম যে, এর এক-চতুর্থাংশ সম্ভবত উষ্ণায়নের ফলে সাগরের পানির সম্প্রসারণের কারণে৷ কিন্তু এখন আমরা দেখছি, তার অনেক বেশি: সি লেভেল বাড়ার ৫০ শতাংশ হলো সাগরের পানির সম্প্রসারণের দরুণ৷''

নতুন তথ্য

বন বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি স্যাটেলাইট থেকে পাঠানো ডাটা বিশ্লেষণ করে দেখেছেন যে, গত ১২ বছরে উষ্ণায়নের এই বিশেষ ফলশ্রুতি যা ভাবা গিয়েছিল, তার প্রায় দ্বিগুণ হয়েছে৷ নতুন পদ্ধতিতে স্যাটেলাইটের ডাটা অ্যানালাইজ করে সাগরের পানির সম্প্রসারণ নিখুঁতভাবে হিসেব করা যায়৷

অপরদিকে উষ্ণায়নের ফলে পানির সম্প্রসারণ যদি সাগরের পানির উচ্চতা বাড়ায় একটা বৃহত্তর ভূমিকা পালন করে থাকে, তাহলে অতীতে অনেক কম তুষার গলা জল সাগরে গিয়ে পড়েছে৷ কেননা সাগরের পানির উচ্চতা আগের মতোই বছরে তিন মিলিমিটার করে বেড়ে চলেছে৷

তবে এর একটা খারাপ দিকও আছে৷ এর অর্থ, সাগর আরো অনেক বেশি তাপ শুষে নিয়েছে৷ জিওডেসি অ্যান্ড জিওইনফর্মেশন ইনস্টিটিউটের ডক্টর-ইঞ্জিনিয়ার রোয়লফ রিটব্রুক জানালেন, ‘‘সাগরের পানি যে আগের চেয়ে বেশি গরম হচ্ছে, সেটার তাৎপর্য আছে, কেননা সাগরের গরম পানি থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়৷ কাজেই ধরে নেওয়া যেতে পারে যে, সাগরের পানি যত গরম হবে, ততই আরো জোরালো ঘূর্ণিঝড় অথবা আরো ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টি হবে৷''

জলের তাপমাত্রা বাড়লে সেই তাপ বাষ্প সৃষ্টি করে৷ বাষ্পের মাধ্যমে সেই শক্তি বাতাসে গিয়ে পড়ে, ফলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, ব্যাপক বৃষ্টিপাত আর বন্যা দেখা দেয়৷

পানি আর বাতাসের মধ্যে তাপমাত্রার ব্যবধান যত বেশি হবে, ঘূর্ণিঝড় ঠিক তত বেশি জোরালো হবে৷ জলবায়ু পরিবর্তনের ফলে আরো ঘন ঘন আবহাওয়ার দুর্যোগ ঘটবে, বলে বিশেষজ্ঞদের আশঙ্কা৷ শতাব্দীর শেষ অবধি ঝড়জল আর বন্যা থেকে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়ে দাঁড়াতে পারে৷

নতুন স্ট্র্যাটেজির প্রয়োজন

এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চল বিশেষভাবে বিপন্ন৷ এখানে সাগরের পানির উচ্চতা বাড়ছে দ্রুতহারে৷ ভারত ও বাংলাদেশে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ বাস্তু হারিয়েছেন সাগর এগিয়ে আসার ফলে৷ একবিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে প্রায় ৫০ কোটি মানুষের বাস এমন সব এলাকায়, যেখানে সাগরের জল বাড়লে, তাদের ঘরছাড়া হতে হবে৷ প্রফেসর ইয়ুরগেন কুশে মনে করেন, ‘‘আমাদের বিভিন্ন ধরণের ‘স্ট্র্যাটেজির' প্রয়োজন পড়বে৷ এমন এলাকা আছে, যেখানে বাঁধের উচ্চতা বাড়াতে হবে – একে বলে মানিয়ে নেওয়ার নীতি৷ আবার এমন এলাকা আছে, যেখানে উপকূল থেকে সরে যেতে হবে৷ এলাকা অনুযায়ী দেখতে হবে, সেখানে কি করা যায়, তার খরচ কীরকম পড়বে৷ কিন্তু আমাদের এখনই তা নিয়ে ভাবতে হবে৷''

সাগরের পানির উচ্চতা বাড়া রোখার কোনো পন্থা নেই৷ আর্থিক অথবা অন্য কারণে বাঁধ তৈরি সম্ভব না হলে, মানুষজনকে উপকূল ছেড়ে দেশের অভ্যন্তরে গিয়ে বাস করতে হবে, সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷

বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই বাস্তুহারা হয়েছেন সাগর এগিয়ে আসার ফলে৷ এই বিপদ এড়ানোর কোনো উপায় আপনার জানা আছে কি? লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ