1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্লাস্টিক স্যুপ’ থেকে মুক্তি

১০ জুলাই ২০১৪

পানি দূষণের অন্যতম কারণ নদীনালা, সমুদ্রে টন টন আবর্জনা নিক্ষেপ৷ সমুদ্রের প্লাস্টিক আবর্জনা দূর করার উপায় বের করেছেন ১৯ বছর বয়সি ডাচ বালক বোয়ান স্লাট৷ এর ফলে কেবল পরিবেশ রক্ষাই হবে না৷ কাজে লাগানো যাবে ঐ প্লাস্টিককে৷

China Plastikmüll auf dem Strand von Hongkong
ছবি: MIKE CLARKE/AFP/Getty Images

সাগরে প্লাস্টিক আবর্জনার কারণে সামুদ্রিক জীবদের প্রাণহানি হচ্ছে, ভেঙে যাচ্ছে খাদ্য শৃঙ্খল, আবর্জনায় আটকে মানুষের হাতে ধরা পড়ছে শুশুক ও তিমি৷ পর্যটন ও মৎস খাতে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা৷

স্লাটের পরিকল্পনা হলো ভাসমান দুটি বাহু তৈরি করা হবে, যাদের দৈর্ঘ্য ৫০ কিলোমিটার এবং সমুদ্রের মেঝেতে এটিকে ‘ভি’ আকৃতিতে প্রতিস্থাপন করা হবে৷ এই বাহুতে আটকে যাবে শক্ত প্লাস্টিক৷ স্রোতের কারণে ভি আকৃতিতে খুই সহজেই আটকে যাবে এগুলো৷ এর ফলে ভি প্ল্যাটফর্মে প্রায় ৩ হাজার ঘনমিটার প্লাস্টিক জমা হবে৷ আর এগুলোকে একটি জাহাজের সাহায্যে প্ল্যাটফর্ম থেকে আলাদা করা হবে৷

গ্রিসে স্কুবা ডাইভিং করার সময় এই পরিকল্পনা মাথায় আসে স্লাটের৷ সে জানায়, ‘‘সাগরের নীচে মাছ ও অন্যান্য প্রাণীর চেয়ে প্লাস্টিকের পরিমাণই বেশি ছিল৷’’ ২০১২ সালের শেষে জনসমক্ষে তার এই পরিকল্পনা নিয়ে প্রথম হাজির হয় স্লাট৷ এখন বিশ্বের নানা প্রান্তের একশ জন মানুষ নিয়ে গবেষণার কাজটি পরিচালনা করছে সে৷ তবে এই গবেষণায় অনেক বিজ্ঞানীর রোষের মুখে পড়তে হয়েছে তাকে৷

অনেকেই বলেছেন তার এই পরিকল্পনা বাস্তবসম্মত নয়৷ উত্তর প্রশান্ত মহাসাগরে পরিকল্পনাটি কাজের লাগানোর আগে তিন চার বছর ধরে একটি পাইলট প্রকল্প করে দেখতে চায় স্লাট৷ এই প্রকল্পের জন্য প্রয়োজন ২০ লাখ ডলার৷ আর এজন্য ওয়েবসাইটে একটি তহবিল খুলেছে সে৷ একশ দিনের মধ্যে এই তহবিল গঠনের আহ্বান জানিয়েছে৷ মাত্র ৩২ দিনেই তহবিলে জমা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার৷

১০ বছরের মধ্যে উত্তর প্রশান্ত মহাসাগরে থাকা প্লাস্টিকের প্রায় অর্ধেক সে তুলে আনতে পারবে বলে আশা করছে৷ সমুদ্র থেকে সাধারণ প্রক্রিয়ায় আবর্জনা অপসারণের চেয়ে তার পদ্ধতি হাজার গুন দ্রুত কাজ করবে বলে জানায় স্লাট৷ তার মতে এই পন্থা কেবল দ্রুতই নয়, সস্তাও বটে৷

স্লাট এটাও স্বীকার করে তার বয়স মাত্র ১৯ বছর৷ কিন্তু ওর সাথে যারা কাজ করছেন তারা বয়সে বড় এবং অনেক অভিজ্ঞতাসম্পন্ন৷ তাদের অভিজ্ঞতা এক্ষেত্রে অনেক কাজে লাগছে৷

তবে মানুষ যদি সাগরে প্লাস্টিক ফেলা বন্ধ না করে তবে এই প্রক্রিয়া সবসময়ই চালিয়ে যেতে হবে বলে জানায় স্লাট৷

এপিবি/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ