1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরে ফেলা প্লাস্টিক উপকূলে থাকে ৫ বছর

৩ জুন ২০২১

সাগরে বিশাল প্লাস্টিক আবর্জনা ঘূর্ণিপাকের দৃশ্যগুলো আতঙ্কের৷ ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বড় অংশ উপকূলেই রয়ে যায় যা মারাত্মক ক্ষতিকর, বলছে সুইস গবেষণা৷

ছবি: Imago Images/imagebroker/A. Nekrasov

সাগরের প্রায় ৮০ শতাংশ ভাসমান প্লাস্টিক বর্জ্য পাঁচ বছর পরেও উপকূলের কাছাকাছি বা উপকূল থেকে ১০ কিলোমিটারের মধ্যেই থেকে যায়৷ একথা জানান, সুইজারল্যান্ডের  বার্ন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু গবেষণা কেন্দ্রের প্রধান লেখক ভিক্টর অনিংক৷

প্রতিবছর প্রায় ১৩ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে যায়, যার বড় একটি অংশ আবার উপকূলে ফিরে আসে৷ সাগরে ভেসে যাওয়া প্লাস্টিকের কমপক্ষে এক তৃতীয়াংশ আবার উপকূলেই আটকা পড়েছে৷ যার পরিণতি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর৷ উপকূলীয় ইকো সিস্টেম প্লাস্টিক দূষণের জন্য বিশেষভাবে সংবেদনশীল এবং পর্যটনখাতেও তার প্রভাব পড়ে৷

বিশেষজ্ঞদের মতে, ভূমধ্যসাগর দুটি বিশেষ কারণে দূষিত৷ নীল নদ দিয়ে ভূমধ্যসাগরে প্রচুর প্লাস্টিক প্রবেশ করে৷ দ্বিতীয়ত এই সাগরটি ছোট এবং বন্ধ৷ কাজেই প্লাস্টিক আবর্জনা সাগরে যাওয়ার আগেই সরিয়ে নিতে হবে৷

এনএস/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ