1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, দুই পাচারকারী আটক

২৫ মার্চ ২০২২

কক্সবাজারের টেকনাফ উপকূলের গভীর সাগর থেকে ৫৮ জন রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা নারী, শিশুদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল৷

প্রতীকী ছবিছবি: Darrin Zammit Lupi/REUTERS

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার তানভীর হাসান জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে  উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূলের গভীর সাগরে এ অভিযান চালানো হয়৷ তবে আটক দুই পাচারকারীর  নাম পরিচয় জানায়নি র‌্যাব৷ র‌্যাব বলছে, উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন শিশু, ২৪ জন নারী ও ২৩ জন পুরুষ৷ আর রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরের বাসিন্দা৷ স্থানীয় একজনের পরিচয় জানা যায়নি৷

র‍্যাব কর্মকর্তা তানভীর হাসান বলেন, ‘‘শামলাপুর সমুদ্র উপকূল দিয়ে ট্রলারে করে সাগরপথে কিছু লোকজনকে মালয়েশিয়া পাচারের খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়৷ এক পর্যায়ে গভীর সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে জব্দ করা হয়৷ এ সময় ট্রলার থেকে ৫৭ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় নাগরিক এবং পাচারকাজে জড়িত দুইজনকে উদ্ধার করা হয়৷’’

তিনি আরো বলেন, ‘‘ দালাল চক্র ফাঁদে ফেলে উদ্ধার হওয়া লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচার করছিল৷ তাদের ছোট ট্রলার থেকে বড় ট্রলারে তুলে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশ ছিল পাচারকারিদের৷ আটকরা মানব পাচারকারি চক্রের সক্রিয় সদস্য৷’’

বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ