1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজপথে ব্লগাররা

৯ এপ্রিল ২০১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রাজপথে নামলেন বাংলা ব্লগাররা৷ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা৷

ছবি: DW

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ করছেন বাংলা ব্লগাররা৷ তাদের এই আন্দোলন শুরু হয় ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে৷ সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলেন ব্লগাররা৷ কিন্তু সেই কর্মসূচি স্থগিত হওয়ায় ক্ষুব্ধ ব্লগাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ, বিক্ষোভে অংশ নেন৷

মাধ্যম ব্লগ, ইউটিউব

ব্লগারদের এই আন্দোলনের খবর প্রকাশ হয়েছে একাধিক কমিউনিটি বাংলা ব্লগে৷ ইউটিউবে এসংক্রান্ত ভিডিও প্রকাশ করেছেন ব্লগার নাহুয়াল মিথ৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে ব্লগার আবু সুফিয়ান এই কর্মসূচির বিষয়ে লিখেছেন, ‘‘সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলা কমিউনিটির ব্লগারদের এটাই প্রথম প্রকাশ্য প্রতিবাদ কর্মসূচি''৷ ডয়চে ভেলেকে আবু সুফিয়ান বলেন, ‘‘দুই মাস পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় কোন খুনিকে সনাক্ত করা যায়নি, গ্রেপ্তার করা হয়নি৷ এবং বিচারের যে আশ্বাস, সেই আশ্বাসটুকু আমরা পাইনি৷''

আন্দোলনরত ব্লগারদের একাংশছবি: Ireen Sultana

অনুসন্ধানী সাংবাদিক হিসেবে খ্যাত এই ব্লগার বলেন, ‘‘আমার হঠাৎ করেই লক্ষ্য করলাম, গত ৭ এপ্রিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক নেতাদের তাঁর বাসায় চায়ের দাওয়াত দেন এবং সেই চায়ের দাওয়াতের পর সাংবাদিক নেতারা আন্দোলন কর্মসূচি আবারো এক মাস পিছিয়ে দেন৷ হঠাৎ এই সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি এবং বাংলা ব্লগার কমিউনিটি অনেকটা ক্ষুব্ধ হয়েছি''৷

ধারাবাহিক কর্মসূচি

সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ব্লগার আইরিন সুলতানা৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই ব্লগার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগামী ১৫ এপ্রিল, সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ‘ব্লগ বিরতি' অর্থাৎ ‘ব্লগ ব্ল্যাকআউট' পালন করব আমরা৷ এটি একটি প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস রাখছি৷ ১৬ই এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত প্রতিদিন যখন কোন ব্লগার আমাদের ব্লগ সাইটে আসবেন, তখন প্রথমেই একটি প্রতিবাদ ব্যানার দেখতে পাবেন''৷ ব্লগারদের এই আন্দোলন কর্মসূচি সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে৷

BA/090412/Background: Blog show on Bloggers protest at Dhaka - MP3-Mono

This browser does not support the audio element.

উল্লেখ্য, সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে সামহোয়্যার ইন ব্লগ ডটকমে একটি বিশেষ ব্যানার যোগ করা হয়েছে৷ সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর থেকে দিন গণনা করা হচ্ছে ‘আমরা ব্লগার' শিরোনামের এই ব্যানারে৷ সোর্সকোডসহ প্রকাশ করায় এই ব্যানারটি অন্যান্য ওয়েবসাইটেও ব্যবহার করা সম্ভব৷ 

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ