1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেঘের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ ফেব্রুয়ারি ২০১৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার আর মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ এখন একাই স্কুলে যেতে চায়৷ তবে মেঘের নিরাপত্তা তুলে নেয়ায় দুশ্চিন্তায় আছেন পরিবারের সদস্যরা৷

ছবি: DW

মেঘ থাকে ঢাকার রাজাবাজারে তার নানা বাড়িতে৷ বয়স ৬ পেরিয়েছে৷ আর তার নানা বাড়িতে গেলে সে তারা কথার ঝুড়ি খুলে বসে৷ তবে তা একটানা নয়৷ কিছু কথা, কিছু খেলা আর কিছু ছুটোছুটি৷ এই চলে৷

স্কুলে পড়ে মেঘ৷ আর ঘুরতে পছন্দ করে৷ আছে প্রিয় খাবার৷ আর বড় হয়ে কী হতে চায় তাও জানায় সে৷

মেঘের প্রায় সব সময়ের সঙ্গী তার মামা নওশের রোমান৷ মেঘ যেমন রোমানকে ছাড়া থাকতে পারেনা৷ রোমানও তার ভাগ্নেকে চোখের আড়াল করতে চাননা৷ তিনি জানান, মেঘ এখন ভালই আছে৷ তবে তার নিরাপত্তায় দেয়া পুলিশ কয়েক মাস আগে তুলে নেয়ায় তারা একটু চিন্তিত৷ তিনি জানান, মেঘের দায়িত্ব নেয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ছাড়া আরো অনেকেই৷ কিন্তু তাদের সে কথা কথাই থেকে গেছে৷ আর মেঘের নামে কেউ কেউ টাকা টাকা পয়সা তুললেও তা তারা পাননি৷

সাগর-রুনি নেই৷ আছে তাদের মেঘ৷ মেঘ একদিন আরো বড় হবে৷ বুঝতে শিখবে সব কিছু৷ তখন আমরা কী জবাব দেব তার কাছে? আমরা পেরেছি কি কিছু করতে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ