1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সময় বেঁধে দিল সাংবাদিকরা

৬ সেপ্টেম্বর ২০১২

আগামী ২৫শে সেপ্টেম্বরের মধ্যে সাগর সরওয়ার-মেহরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য সময় বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা৷

ছবি: DW

এরমধ্যে অপরাধীরা গ্রেফতার না হলে ২৬শে সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান গ্রহণ এবং মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷ এদিকে সাগর-রুনির পরিবার তদন্তের দীর্ঘসূত্রিতায় আবারো হতাশা প্রকাশ করেছেন৷

সাংবাদিকরা সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ১১ই সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং ১৬ই সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতারের দাবিতে পদযাত্রা ও এটিএন বাংলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি দেন৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২৫শে সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে৷ অন্যথায় ২৬শে সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷

গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় নিজেদের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনিছবি: DW

এদিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে আবারও হতাশা প্রকাশ করেছেন রুনির ভাই নওশের রোমান৷ তিনি বলেন, তদন্তে এখনো তাঁরা কোন দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি - যা তাদের আশাহত করেছে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তাঁদের পক্ষ থেকে ব়্যাবকে তদন্তে সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে৷ তারপরও ব়্যাব বলছে তাঁরা সহযোগিতা পাচ্ছেন না - যা খুবই বিব্রতকর৷

তিনি বলেন, সাগর-রুনির হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত তাঁরা কোন তদন্তেরই কোন ফল পাচ্ছেন না৷ তদের একমাত্র দাবি অপরাধীদের গ্রেফতার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ