1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

১৭ ফেব্রুয়ারি ২০১২

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতির হত্যাকারীদের গ্রেফতারে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো৷ আর ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন, তারা শতভগ নিশ্চিত না হয়ে কাউকে গ্রেফতার করবেন না৷

ছবি: Harun Ur Rashid Swapan

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ৭দিনেও তদন্তে নতুন কোন অগ্রগতির খবর দিতে পারছেনা পুলিশ৷ তাদের ঘোষিত ‘সহসাই সুখবরেরও' কোন খবর নেই৷ ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, এপর্যন্ত তদন্তে তারা বুঝতে পেরেছেন ঘাতকরা রুনিকে আগে হত্যা করে৷ তারপর সাগরকে৷ তিনি বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে নানা গুজব আছে৷ আছে সংবাদ মাধ্যমে নানা খবর৷ তারা সব কিছুই পর্যবেক্ষণ করছেন৷ কিন্তু এখন পর্যন্ত এই মামলায় তারা কাউকে আটক বা গ্রেফতার করেননি৷ কারণ শতভাগ নিশ্চিত না হয়ে তারা কাউকে গ্রেফতার করবেননা৷

হত্যাকারীরা মুছে দিয়েছে সাগর-রুনির প্রাণছবি: DW

মাহনগর পুলিশের মুখপাত্র বলেন, তারা এখনো খুনিদের ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে সন্দেহে ১০/১২ জনের ওপর তারা নজর রাখছেন৷ তাদের গতিবিধি প্রত্যক্ষ করা হচ্ছে৷ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে৷ তবে তাদের নাম প্রকাশ করেননি মহানগর পুলিশের মুখপাত্র৷

এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার মধ্যে সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে৷ অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবে৷ সাংবাদিক নেতারা দাবি করেন, তদন্তে সময় ক্ষেপণ করে আসামিদের আড়াল করা হলে তা মেনে নেবেনা সাংবাদিক সমাজ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ