1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিক দম্পতি

১১ সেপ্টেম্বর ২০১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে ধীর গতিতে আবারো ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন তাদের সহকর্মী এবং সাংবাদিক নেতারা৷ তারা বলেছেন, অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে৷

Former DW Editor Sagar Sarowar with his wife and son: Mr Sarowar was killed in Dhaka with his wife on February 11, 2012. Foto: Mohammad Zahidul Haque
DW Redakteur Sagar Sarowar Dhakaছবি: DW

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ৭ মাস পূর্ণ হয়েছে মঙ্গলবার৷ এই ৭ মাসেও কোন অপরাধী গ্রেফতার হয়নি৷ এমনকি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তাও জানাতে পারেননি তদন্তকারীরা৷ তাই জাতীয় প্রেসক্লাবে সমবেত সাংবাদিকদের কণ্ঠে ছিল ক্ষোভ আর হতাশা৷ তারা বলেন, তদন্তের নামে এত সময় ক্ষেপণের আসল উদ্দেশ্য হল অপরাধীদের আড়াল করা৷ তদন্তের নামে দেশের মানুষকে একেক সময় একেক কাহিনি শোনান হচ্ছে৷

প্রেসক্লাবের সাংবাদিক সমাবেশ ও মানব বন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সাগর-রুনি হত্যার ব্যাপারে অনেক তথ্য জানা যাবে৷ আর তাকে গ্রেফতারের দাবিতে ১৬ই সেপ্টেম্বর এটিএন বাংলার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেয়ায় তিনি দেশের সব পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছেন৷ মাহফুজুর রহমানকে ‘গণদুশমন' আখ্যা দিয়ে ইকবাল সোবাহান বলেন, তাকে প্রতিরোধ করা হবে৷ তার পক্ষে মামলা লড়ায় ব্যারিস্টার রফিকুল হকেরও সমালোচনা করেন তিনি৷

সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচী (ফাইল ছবি)ছবি: DW/Harun Ur Rashid Swapan

আরেক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী অভিযোগ করেন, ব়্যাব এটিএন বাংলার অফিসে গিয়ে মাহফুজুর রহমানকে জামাই আদরে জিজ্ঞাসাবাদ করেছে৷

এদিকে সাগর-রুনির সহকর্মী সাংবাদিকরা সাংবাদিক নেতাদের কাছে আরো কঠোর কর্মসূচি দেয়ার দাবি জানিয়েছেন৷

মঙ্গলবারের সমাবেশে ২৬শে সেপ্টেম্বরের মধ্য সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান হয়েছে৷ নয়তো ঐ দিন সাংবাদিক মহাসমাবেশের মাধ্যমে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ