1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২৪ এপ্রিল ২০১২

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ব়্যাব৷ ব়্যাবের তদন্তকারীরা সোমবার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তারা জবানবন্দি নিয়েছেন পরিবারের সদস্যদের৷

ছবি: DW

হাইকোর্টের নির্দেশের পর মহানগর গোয়েন্দা বিভাগকে বাদ দিয়ে ব়্যাব সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্ত করছে এখন৷ তদন্ত কর্মকর্তা এবং মনিটরিং কমিটি গঠনের পর ব়্যাব আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে৷ তদন্তের প্রথম দিনে  সাগর-রুনি পূর্ব রাজাবাজারের যে বাসায় খুন হয়েছেন, ব়্যাব সেই বাসা পরিদর্শন করেছে৷ কথা বলেছে পরিবারের সদস্যদের সঙ্গে৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ জানান, শিগগিরই হাইকোর্টকে একটি প্রতিবেদন দেবেন তারা৷ কিন্তু মামলাটি এখন বেশ জটিল বলে মনে করেন ব়্যাব কমান্ডার৷

এই হত্যাকাণ্ডের ঘটনায় কতটুকু আলামত সংরক্ষণ করা হয়েছে, আর কতটুকু নষ্ট হয়েছে তা এখনই বলতে পারছে না ব়্যাব৷ তবে তদন্তের প্রয়োজনে নতুন আলামতও সংগ্রহ করা হতে পারে৷

আন্দোলন, প্রতিবাদের ঝড় বয়ে গেছে হত্যাকাণ্ড যাবৎছবি: DW/Harun Ur Rashid Swapan

এদিকে ব়্যাবের প্রথম দিনের তদন্ত নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন রুনির ভাই নওশের রোমান৷ তিনি জানান, ব়্যাব ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও হত্যাকাণ্ডের সময়ের ঘটনা তাদের কাছে জানতে চেয়েছে৷ তবে তাদের পরিবার এখন এই হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সন্দিহান৷ এমনকি নতুন তদন্তে কী হবে তা নিয়েও তারা আশ্বস্ত নন৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের ঢাকার বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে ৷ এখনো হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি৷ গ্রেফতার হয়নি কোন অপরাধীকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ