1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

৩ সেপ্টেম্বর ২০১২

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা৷ তারা বলেছেন ডিবি’র মতই ব়্যাবও তদন্তের নামে সময় পার করছে৷

Bloggers staged a protest in Dhaka, Bangladesh against inaction by police & administartion regarding investigation of of Sagar-Runi murder case. Copyright: DW/Harun Ur Rashid Swapan 11.05.2012, Dhaka
ছবি: DW

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তসহ সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন সাংবাদিক নেতারা৷ বৈঠকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা অংশ নেন৷ তারা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেন৷ তারা বলেন গত ৬ মাসেও তদন্তে কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি৷ তদন্তের নামে সময় পার করা হচ্ছে৷ যা ডয়চে ভেলেকে জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা৷

তিনি বলেন, আগামী ৫ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে৷ এই কর্মসূচি হবে অতীতের কর্মসূচির চেয়ে আরো কঠোর৷

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান জানান সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবির মাধ্যমে সাংবাদিকদের যে বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে তা বজায় থাকবে৷ আর এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকরা তাদের দাবি আদায় করবেন৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোররাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের নিজ বাসায় হত্যা করে দুর্বৃত্তরা৷ ডিবি বা ব়্যাব গত ৬ মাসেও কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ