1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২২ মার্চ ২০১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দেয়া হলেও, বিচারকের অনুপস্থিতির কারণে তা উপস্থাপন করা হয়নি৷ রিপোর্টে কী আছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৮ই এপ্রিল পর্যন্ত৷

ছবি: Harun Ur Rashid Swapan

অবশেষে হাইকোর্টের দ্বিতীয় দফা নির্দেশের পর, বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ এবং পুলিশের আইজি সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ব্যাপারে দু'টি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আদালতে৷ যা জানান, ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসন৷ তিনি জানান, সকাল ১০টার দিকে রিপোর্ট তাঁদের হাতে পৌঁছে দেয়া হয়৷

কিন্তু একজন বিচারক ছুটিতে থাকায়, রিপোর্টটি আজ আদালতে উপস্থাপন করা যায়নি৷ আর ২৫শে মার্চ থেকে হাইকোর্টে দু'সপ্তাহের অবকাশ শুরু হবে৷ হাইকোর্টে আবার কাজকর্ম শুরু হবে ৮ই এপ্রিল থেকে৷ ডেপুটি এটর্নি জেনারেল জানান, ঐ দিনই রিপোর্ট দু'টি আদালতে উপস্থাপন করা হবে৷ তিনি জানান, আদলতে উপস্থাপনের আগে এই রিপোর্ট সম্পর্কে কোন তথ্য দেয়ার বিধান নেই৷ তাছাড়া, আদালতই ঠিক করবে রিপোর্টের কোন তথ্য সংসবাদ মাধ্যমে প্রকাশ করা হবে কিনা৷

সাগর-রুনির সঙ্গে তাঁদের একমাত্র সন্তান মেঘ...ছবি: DW

হাইকোর্ট দু'সপ্তাহের মধ্যে তদন্ত অগ্রগতি রিপোর্ট দেয়ার জন্য তদন্তকারীদের প্রথম দফা নির্দেশ দেন গত ২৮শে ফেব্রুয়ারি৷ এই সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায়, গত ২০শে মার্চ দ্বিতীয় দফা নির্দেশে আজকের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়৷ পুলিশ আজ তদন্ত রিপোর্ট দিলেও তাতে কী আছে - তা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের ঢাকার বাসায় হত্যা করা হয়৷ এরপর একমাসেরও বেশি সময় কেটে গেছে৷ কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ এখনো গ্রেফতার হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ