1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কবে পাব বিচার?

১১ ফেব্রুয়ারি ২০১৪

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে ফেসবুকে অনেকের জিজ্ঞাসা, ‘‘কবে পাব বিচার?’’ এ সংক্রান্ত একটি ব্যানার কভার ফটো হিসেবে ব্যবহার করছেন বহু মানুষ৷ অন্যদিকে বিচারের দাবিতে রাজপথে আবারো সমবেত জনতা৷

Fotoausstellung in Dhaka Zwei Jahre nach dem Mord von den Journalisten Sagar und Runi
ছবি: DW/H. Swapan

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজেদের ভাড়া বাসার বেডরুমে খুন হন সাংবাদিক সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি৷ এরপর দুই বছর পেরিয়ে গেলেও ধরা পড়েনি সাংবাদিক দম্পতির খুনিরা৷ এমনকি পুলিশ এবং ব়্যাব এখনও জানাতে পারেনি খুনের কারণ৷ তাদের তদন্তে গাফেলতির অভিযোগ এনেছে সাংবাদিক দম্পতির পরিবারের সদস্যরা৷

সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে সরব অনেকেই৷ জনপ্রিয় বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে এই বিষয়ে সৈয়দা গুলশান ফেরদৌস জানার নিবন্ধের শিরোনাম, ‘‘সাগর-রুনি হত্যার ৭৩২তম দিন আজ৷ প্রশাসনিক অক্ষমতায় উদ্বিগ্ন আমরা!''

একসময় সামহয়্যার ইন ব্লগে নিয়মিত লিখতেন সাগর সরওয়ার৷ সস্ত্রীক হত্যাকাণ্ডের শিকার এই তরুণ সাংবাদিকের স্মরণে আজও বিশেষ ব্যানার রয়েছে ব্লগ সাইটটির প্রথম পাতায়৷ সেখানে দিনগোনা হচ্ছে৷ জানা লিখেছেন, ‘‘এখনও অন্ধকারেই আমরা!!!! আমরা উদ্বিগ্ন, আমরা লজ্জিত৷ তবুও লক্ষ লক্ষ চোখ খোলা রেখেছি এই আমরাই৷ সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচার হতেই হবে.... হবেই হবে...৷''

সাগর-রুনির একমাত্র সন্তান মেঘের উদ্দেশ্যে সামহয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা লিখেছেন, ‘‘ সমস্ত বাংলা ব্লগারের পক্ষ থেকে ‘মেঘ'-র জন্য ভালোবাসা৷''

এদিকে, হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে ঢাকার কারওয়ান বাজারে মানববন্ধনের আহ্বান জানানো হয় একটি ফেসবুক ইভেন্টের মাধ্যমে৷ ‘‘দীর্ঘতম ৪৮ ঘণ্টা!'' শিরোনামের এই ইভেন্টের পাতায় লেখা হয়েছে, ‘‘দুই বছর অতিবাহিত হয়েছে হেলাফেলায়৷ এতকিছু আমরা পারি, আর একটা বিচারের দাবিতে নিজেরা একাট্টা হয়ে থাকতে পারিনি, লেগে থাকতে পারিনি৷ এ লজ্জা আর কারোর না৷ কান্নাকাটির সময় দুই বছরে শেষ হয়েছে নিশ্চয়৷ আসুন এবার শক্ত চোয়ালে বিচারের দাবি নিয়ে দাঁড়াই৷''

ব্লগার আরিফ জেবতিক এই ইভেন্টের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার সকালে ফেসবুকে লিখেছেন, ‘‘সাগর-রুনি আমাদের মতোই দু'জন মানুষ ছিল৷ একরাতে তাঁরা দু'জন খুন হয়ে গেলে মেঘ নামের ছোট্টশিশুটি এখনও কী সীমাহীন নিঃসঙ্গতায় বেড়ে উঠছে৷ সাগর-রুনিকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু মেঘ নামের শিশুটি যাতে তাঁর পিতা-মাতা হত্যার বিচার পায়, এ জন্য কিছু সতীর্থ আজ বিকেলে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে দাঁড়াবেন৷''

ডয়চে ভেলের ‘দ্য বব্স' অ্যাওয়ার্ডজয়ী এই ব্লগার লিখেছেন, ‘‘কাল রাতে যদি আমি কিংবা আপনি খুন হয়ে যাই, তাহলে আমাদের সন্তানরা যাতে অন্তত ন্যায়বিচার পায়, এ জন্য আজকে বিকেলে যারা দাঁড়াবেন তাঁদের প্রতি সংহতি প্রকাশ করা আমার আপনার দায়...৷''

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে ইভেন্টটি সম্পন্ন হয়েছে৷ সাগর-রুনির কাছের মানুষ, বন্ধুরা ছাড়াও আরো অনেকে এতে অংশ নেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ