1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেঘ’এর বক্তব্য চায় ব়্যাব

২৮ জুন ২০১২

সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তে এখন তাঁদের শিশু সন্তান মেঘ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব়্যাব’এর কাছে৷ কাজ চলছে তার ‘ট্রমা’ কাটিয়ে মানসিকভাবে শক্তিশালী করার৷ আর এর জন্য নিয়োগ করা হয়েছে শিশু মনোবিশেষজ্ঞদের৷

ছবি: DW

সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের একমাত্র প্রত্যক্ষ্যদর্শী তাঁদের শিশুপুত্র মেঘ৷ কিন্তু ৬ বছরের শিশুকে বয়স্কদের মতো জিজ্ঞাসাবাদ করা যায়না৷ আর শিশুর কাছ থেকে তথ্য পেতে ঘটনার পর কমপক্ষে ১২০ দিন অপেক্ষা করতে হয়৷ বাংলাদেশের ‘ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন' বা ব়্যাব'এর কর্মকর্তারা শিশু বিশেষজ্ঞ এবং শিশু মনোবিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এমন ধারনাই পেয়েছেন৷ তাই ব়্যাব এবার সেই পদ্ধতিই অনুসরণ করছে৷ ব়্যাব'এর পরিচালক কমান্ডার এম সোহায়েল ডয়চে ভেলে জানান, শিশুকে ট্রমা মুক্ত করার আগে তার কোনো তথ্যই গ্রহণ করা যায়না৷ আর তার কাছে থেক তথ্য নিতে হবে একজন বন্ধু হয়ে৷

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনিছবি: DW

তিনি জানান, এখন সাগর-রুনির সন্তান মেঘকে সপ্তাহে দু'দিন কাউন্সেলিং করা হচ্ছে৷ আর তার জন্য নিয়োগ করা হয়েছে দু'জন শিশু মনোবিশেষজ্ঞকে৷ তাঁরা মেঘের সঙ্গে খেলছেন৷ গল্প করছেন৷ তাঁরা মেঘকে মানসিকভাবে শক্তিশালী করে তোলার চেষ্টা করছেন৷ বলা বাহুল্য, তারপরই খেলাচ্ছলে বন্ধুর মতো তার কাছ থেকে তথ্য নেয়ার চেষ্টা করা হবে৷

কমান্ডার এম সোহায়েল জানান, তাঁরা তদন্তের ক্ষেত্রে এখন পুরোপুরি গোপনীয়তা রক্ষা করছেন৷ কারণ শুরু থেকে এই হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের কথা বলায় তদন্তের ক্ষতি হয়েছে৷ তাঁরা আশা করেন, এই মামলার তদন্তে তাঁরা সফল হবেন৷ এবং তদন্ত শেষে সব তথ্য দেশবাসীকে জানানো হবে৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি দম্পতিকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা৷ চার মাস কেটে গেলেও এখনো এই মামলাটির কোনো কিনারা করতে পারেননি তদন্তকারীরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ