1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১১ই মার্চ সাংবাদিকদের কর্মবিরতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ ফেব্রুয়ারি ২০১৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ১১ই মার্চ বাংলাদেশের সব ধরনের গণমাধ্যমে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা৷

Bloggers staged a protest in Dhaka, Bangladesh against inaction by police & administartion regarding investigation of of Sagar-Runi murder case. Copyright: DW/Harun Ur Rashid Swapan 11.05.2012, Dhaka
ছবি: DW

এক বছর আগে এই দিন ভোররাতে ঢাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নিহত হন সাগর-রুনি৷ কিন্তু এক বছরেও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত বা গ্রেফতার করা হয়নি৷ সাংবাদিকরা অপরাধীদের গ্রেফতারের দাবিতে গত এক বছর নানা কর্মসূচি পালন করেছেন৷ আর বার বার পেয়েছেন প্রতিশ্রুতি৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ তাই সোমবারের সাংবাদিক মহাসমাবেশে সাংবাদিক নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান৷

তাঁরা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানবাধিকার আজ প্রশ্নবিদ্ধ৷ সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ৷ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেয়ার পরও বিচার মেলেনি৷ সাগর-রুনির পুত্র মেঘের দায়িত্ব নেয়নি কেউ৷ তাঁরা আরও বলেন, এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে৷ এই ঐক্য কোনোভাবেই ভাঙবেনা৷

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংবাদিকরা মাঠে থাকবেন৷ একই সঙ্গে আরো যে সব সাংবাদিক নিহত হয়েছেন তারও বিচার করতে হবে৷ গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হবে৷ এই দাবিতে কর্মসূচি ঘোষণা করেন তিনি৷

সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতাসহ সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন৷ ছিলেন সাগর-রুনির স্বজনরা৷ তারা বলেন, তদন্তের নামে, ডিএনএ টেস্টের নামে তদন্ত কর্মকর্তারা এখন বিদেশ সফর করছেন৷ এরই মধ্যে তারা এই সফরে ৪০ লাখ টাকা খরচ করেছেন৷ কিন্তু তদন্তের কিছুই হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ