1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক তদন্ত দাবি

১২ ফেব্রুয়ারি ২০১৩

সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেল৷ মৃত্যুবার্ষিকী পালিত হলো স্বাভাবিক বেদনা আর অস্বাভাবিক হতাশা নিয়ে৷ সেই হতাশা থেকেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

Title: Photo exhibition on the eve of first anniversary of Sagar-Runi murder Description: A Photo exhibition titled ‘‘Sagar-Runi: Crime Scene do not cross’’ was took place at the Drik gallery, Dhaka. The family of the murdered journalist couple organized the event. Bild: DW/ Harun Ur Rashid Swapan zugeliefert von: Arafatul Islam
ছবি: Harun Ur Rashid Swapan

ঢাকায় নিজেদের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার আর মেহেরুন রুনি নির্মমভাবে খুন হয়েছিলেন ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি৷ হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মৃত্যুর আগের দিনও মাছরাঙ্গা টেলিভিশনে নিউজ এডিটরের দায়িত্ব পালন করে আসা সাগর সরওয়ারের৷ এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির নিথর দেহও ছিল ক্ষতবিক্ষত, রক্তে রঞ্জিত৷ তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে৷ তারপর ৪৮ ঘণ্টা অর্থাৎ দু দিন নয়, পেরিয়ে গেছে একটি বছর৷ কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্যের জট খোলেনি, তদন্ত ঠিক পথে এগিয়েছে, প্রকৃত অপরাধী গ্রেপ্তার হয়েছে – এই স্বস্তিটুকু এতদিনেও পায়নি সাংবাদিক দম্পতির পরিবার৷

এ অবস্থাতেই খুব আলোচিত এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷ সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠন এক বিবৃতিতে বলেছে, ‘‘ ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব) এর দায়িত্বে দেয়া এ মামলার তদন্ত এখন থেমে আছে৷ ব়্যাবের দাবি, মামলা তদন্তে তাঁরা আন্তরিক৷ কিন্তু মানবাধিকার লঙ্ঘনের যে নজির তাঁরা রেখেছে, সে কথা  ভেবে হলেও এ মামলা তদন্তের ভার অন্য কাউকে দেয়া উচিত৷''

সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্ত করার দায়িত্ব আন্তর্জাতিক কোনো সংস্থাকে দেয়ার দাবি জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷ প্যারিস ভিত্তিক এ সংস্থা মনে করে বিডিআর বিদ্রোহের তদন্ত যেহেতু এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে দিয়ে করানোর দাবি করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুতরাং সাগর-রুনির ব্যাপারে একই কথা ভাবা যেতেই পারে৷ বিবৃতিতে সাগর-রুনির ছয় বছরের সন্তান মেঘকে জেরা করায় ব়্যাবের সমালোচনা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

তদন্ত নিয়ে অসন্তোষ সর্বস্তরেই রয়েছে৷ সোমবার বাংলাদেশের সাংবাদিকরাও এক স্মরণসভার আয়োজন করে জানিয়েছেন সে কথা৷ আগামী ১১ই মার্চ সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা৷ এদিকে নিহত সাংবাদিক দম্পতির পরিবার জানিয়েছে, এ মামলায় এ পর্যন্ত যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাতে শুধু মূল ঘটনাকে আড়াল করার প্রয়াস রয়েছে বলেই তাঁদের বিশ্বাস৷ যত তাড়াতাড়ি সম্ভব প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নেয়ার দাবিও জানিয়েছেন তাঁরা৷ এ দাবি অবশ্য গত এক বছরে বহুবারই উঠেছে, কিন্তু এখনো কোনো কাজের কাজ হয়নি৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ