1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যার পাঁচ বছর

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১১ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে কোনো অগ্রগতি হয়নি৷ তদন্তকারীরা এখন পর্যন্ত প্রতিবেদন দাখিলেন জন্য আদালত থেকে ৪৬ বার সময় নিয়েছেন৷

DW Redakteur Sagar Sarowar Dhaka
ছবি: DW

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি৷ হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের একমাত্র শিশু সন্তান মাহির সরওয়ার মেঘ৷ ঘটনার পরপরই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দেন৷ কিন্তু ৪৮ ঘণ্টাতো দূরের কথা পাঁচ বছরেও এই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই৷ কাউকে চিহ্নিত বা গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ৷ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে বাসার দারোয়ানসহ কয়েকজনকে তখন আটক করা হয়েছিল৷ সেই পর্যন্তই শেষ৷ আর মামলাটি আদালতের নির্দেশে এখন র‌্যাব তদন্ত করছে৷

Badsa - MP3-Stereo

This browser does not support the audio element.

গত ৮ ফেব্রয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে এই মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল র‌্যাব-এর৷ কিন্তু তারা প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে৷ তাই আগামী ২১ মার্চ আদালত তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব এবং তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ তদন্ত প্রতিবেদন জমা দিতে র‌্যাব এপর্যন্ত ৪৬ বার সময় নিল৷

বাংলাদেশ ফেডালের সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মো. ওমর ফারুক ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা হতাশ হলেও আশা ছাড়িনি এখনো৷ এমনও দেখা যায় কোনো কোনো মামলায় ৪০ বছর পরও অপরাধী চিহ্নিত হয়৷ সেই হিসেবে আমরা আন্দোলন করে যাব৷ কেউ যদি মনে করে থাকে কয়েক বছর পর আন্দোলন স্তিমিত হয়ে যাবে, তা কিন্তু নয়৷''

তিনি বলেন, ‘‘পাঁচ বছর পার হয়ে গেছে৷ তদন্তে কোনো অগ্রগতি নেই৷ তদন্তকারীরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন৷ ২১ মার্চ আদালত প্রতিবেদন দেয়া সময় বেধে দিয়েছেন৷ দেখি তারা প্রতিবেদন দেন কিনা৷ আমরা আন্দোলনে আছি, আন্দোলনেই থাকবো৷ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনেই থাকবো৷''

এদিকে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘‘এই মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে আমার কিছু জানা নাই'' বললেও শনিবার তিনি তাঁর অবস্থান থেকে সরে এসেছেন৷ শনিবার তিনি নড়াইলে এক অনুষ্ঠানে বলেন, ‘‘সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট খুব শিগগিরই আলোর মুখ দেখবে৷ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত খুনীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আশা করি, খুব দ্রুতই তাদের চিহ্নিত করতে সক্ষম হব৷''

এর প্রেক্ষিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াৎ হোসেন বাদশা ডয়চে ভেলেকে বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর একদিন আগের কথায় আমরা হতাশ হলেও শনিবারের কথায় আমরা আবার আশার আলো দেখছি৷ তিনি প্রকৃত খুনীদের বের করার জোর চেষ্টার কথা বলেছেন৷ আমরাদেরও একটিই দাবি, সাগর-রুনির হত্যাকারীদের আটক এবং আইনের আওতায় আনা৷''

Farook - MP3-Stereo

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘আমরা দিনের হিসাব করিনা৷ আমরা আমাদের সহকর্মী হত্যার বিচার চাই৷ যতদিন বিচার না হবে ততদিন আমরা বিচার চাইব৷ আন্দোলনে থাকবো৷ ২১ মার্চ আদালত সাগর-রুনি হত্যা নিয়ে প্রতিবেদন দিতে বলেছে৷ আমারা ওই দিনই প্রতিবেদন দেখতে চাই৷ নতুন করে যেন সময় ক্ষেপন করা না হয়৷''

তিনি আরো বলেন, ‘‘২২ মার্চ সাংবাদিক ইউনিয়সের সব অংশ, প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথ সভা ডেকেছে৷ যদি ২১ মার্চ তদন্তকারীরা কোনো অগ্রগতি প্রতিবেদন না দেয় তাহলে ২২ মার্চ সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে নতুন আন্দোলনের কর্মসূচি দেবে৷'' এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি মহিউদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা ২১ মার্চ তদন্ত অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্য প্রস্তুত হচ্ছি৷ আদালতের আদেশ পাওয়ার পর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছি৷ আশা করি এবার প্রতিবেদন দিতে পারব৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ