1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোল পাল্টেছে তদন্তকারীরা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ অক্টোবর ২০১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতির প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা আর তদন্ত শেষ করার সময় সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা৷

ছবি: Harun Ur Rashid Swapan

গত ৯ই অক্টোবর সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর৷ ইতিমধ্যেই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ব়্যাব৷ তাদের মধ্যে ৪ জন আগের একটি ডাকাতি মামলার আসামি, একজন ড্রাইভার একজন দারোয়ান এবং একজন সাগর-রুনির পরিচিত বলে দাবি করে ব়্যাব৷ স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, ডিএনএ'র পরীক্ষার মাধ্যমে তাদের সনাক্ত করা হয়েছে৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতি ঢাকায় তাদের নিজ বাসায় খুন হনছবি: DW

তবে এরই মধ্যে ভোল পাল্টেছে তদন্তকারীদের৷ তারা বলছেন, আটক ৭ জন সন্দেহভাজন৷ এখনো নিশ্চিত নয় তারা হত্যাকাণ্ডে জড়িত কি না৷ তাই হত্যাকাণ্ডের মোটিভও তাদের কাছে স্পষ্ট নয়৷ এই অবস্থায় সাংবাদিক নেতারা আজ এক সংবাদ সম্মেলনে তদন্ত নিয়ে আবারো অসন্তোষ প্রকাশ করেন৷ সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, সাগর-রুনির প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে তথ্য প্রমাণসহ৷ কোন নাটক মেনে নেবেন না সাংবাদিকরা৷ আর এই তদন্ত ২৪শে নভেম্বরের মধ্যে শেষ করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের সময় সীমা বেঁধে দেয়া হয়৷

সাংবাদিক নেতা রুহুল আমিম গাজী বলেন, সাংবাদিকদের আন্দোলন থামবে না৷ সাগর-রুনির হত্যাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠেই থাকবেন তারা৷ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত ছিলেন৷

এদিকে সাগর-রুনি হত্যা মামলায় আটক সাঈদের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী ঢাকার বাংলামোটর এলাকায় রাস্তার পাশে একটি ভুট্টার দোকান চালাতেন৷ গত ১লা সেপ্টেম্বর তাকে আটক করে এখন এই মামলায় জড়িয়ে দেয়া হয়েছে৷

ব়্যাবের সন্দেহভাজনের একজন দারোয়ান এনামুল এখনো পলাতক৷ গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতি ঢাকায় তাদের নিজ বাসায় খুন হন৷ ৮ মাসেও তদন্তকারীরা হত্যার কারণ জানাতে পারেনি৷ আর তথ্য প্রমাণসহ সুনির্দিষ্ট কোন আসামিকে গ্রেফতারের কথাও জানায়নি তারা৷ যারা আটক হয়েছেন তারা সবাই সন্দেহভাজন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ