1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিএনএ টেস্টের নামেই ২ বছর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ ফেব্রুয়ারি ২০১৪

বাংলাদেশের সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত এখনো থমকে আছে৷ তদন্তকারীরা এখন ডিএনএ টেস্টের ফলাফলের আশায় হা-পা গুটিয়ে বসে আছেন৷ এই তদন্ত নিয়ে এখন হতাশা দুই পরিবারে৷

Blogger Protest in Dhaka
ছবি: DW

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে যে ডিএনএ টেস্টের আশায় ছিল, ব়্যাব তাও এখন ফিকে হয়ে আসছে৷ হত্যাকাণ্ডের আলামত, রক্তমাখা কাপড়সহ আরো কিছু আলামত যুক্তরাষ্ট্রের ডিএনএ ল্যাবে পাঠিয়ে ২ জনের ডিএনএ প্রোফাইল পায় ব়্যাব৷ কিন্তু সেই প্রোফাইলের সঙ্গে এই মামলায় আটক ৮ জনের কারুর ডিএনএ প্রোফাইলই মেলেনি৷ ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, এরপর তারা আরো কিছু আলামত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রে৷ এখন তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনের অপেক্ষায় আছেন৷ এদিকে বাংলাদেশে অপরাধীদের ডিএনএ তথ্যভাণ্ডার না থাকায় যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ডিএনএ প্রোফাইল মিলিয়ে দেখার সুযোগও খুব সীমিত৷ বাংলাদেশে সাধারণত অজ্ঞাতপরিচয় লাশ এবং পিতৃত্ব ও মাতৃত্ব নির্ধারণে ডিএনএ টেস্ট কাজে লাগানো হয়৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে বাংলাদেশের কোনো অপরাধী শনাক্ত এবং বিচারের মুখোমুখি হয়েছে কিনা তা তার জানা নেই৷

২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার বাসায় সাগর-রুনি নিহত হওয়ার পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত এবং গ্রেফতারের কথা বলেছিলেন৷ কিন্তু দু'বছরেও হত্যারহস্যের কিনারা হয়নি৷ থানা পুলিশ ও ডিবি-র তদন্তে ব্যর্থতার পর হত্যাকাণ্ডের ৬ মাস পর আদালতের নির্দেশে তদন্ত দেয়া হয় ব়্যাবকে৷ আর ব়্যাব তদন্ত করছে দেড় বছর ধরে৷ তারা সাংবাদিক দম্পতির লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়না তদন্তও করে৷ এই তদন্তকালে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ যারা সাধারণ ভাসমান অপরাধী৷ আর তাদের আটক করা হয় চোর বা ডাকাত হিসেবে৷ কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য পায়নি তদন্তকারীরা৷

এই তদন্ত নিয়ে এখন পুরোপুরি হতাশ সাগর-রুনির পরিবারের সদস্যরা৷ রুনির ভাই নওশের রোমান জানান, তারা জানেন না তদন্তের নামে এখন কী হচ্ছে৷ তাদের সঙ্গে তদন্তকারীরা দীর্ঘদিন ধরে যোগাযোগও রাখছেন না৷ আর জানতে চাইলেও কোনো জবাব পাওয়া যায়না৷ সাগরের মা সালেহা মুনিরও একই কথা বলেন৷ তিনি বলেন, মূল অপরাধীদের এখনো চিহ্নিত করা হয়নি৷ তাদের আটকের কোন লক্ষণও নাই৷ তিনি মনে করেন, তদন্তকারীরা নাটক ছাড়া আর কিছুই করেননি৷

তবে নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল আশা করেন, ব়্যাব সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ