1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যা রহস্য

২৫ সেপ্টেম্বর ২০১২

স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর জানান, ১০ই অক্টোবরের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতির নতুন খবর জানানো হবে৷ তবে সাংবাদিক নেতারা বলেন যে, তাঁরা তাঁদের আন্দোলন অব্যাহত রাখবেন৷ দেবেন নতুর কর্মসূচি৷

ছবি: DW

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগির৷ তিনি সকালে সচিবালয়ে সাংবাদিকদের জানান, এটি একটি জটিল হত্যা মামলা৷ এর নানা দিক রয়েছে৷ তবে সব দিকই তদন্তের আওতায় আসছে৷

তিনি জানান, এই মামলার তদন্তে অগ্রগতি হয়েছে৷ আগামি ১০ই অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি হত্যা রহস্য উন্মোচিত হবে বলে তাঁর আশা৷

বিচারের দাবিতে সাংবাদিকরা বিভিন্ন সময় কর্মসূচি পালন করেনছবি: DW/Harun Ur Rashid Swapan

এরপর বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেন৷ সেখানেও স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা বলেন বলে ডয়চে ভেলেকে জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান৷

খান আরো জানান, বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারে দাবিতে নতুন কর্মসূচি দেয়া হবে৷

এদিকে মঙ্গলবার সকালে ব়্যাব সদর দফতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে সাগর-রুনি হত্যা মামলায় প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে ব়্যাব৷ গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি ঢাকায় তাঁদের নিজ বাসায় খুন হন৷ তখনকার স্বরাষ্ট্রমমন্ত্রী সাহারা খাতুন তখন ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের কথা বলেছিলেন৷ তিন্তু ছয় মাসেও কেউ গ্রেফতার হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ