1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাবিলন হেলথ

মাবেল গুন্ডলাখ/জেডএইচ১ ডিসেম্বর ২০১৫

আজকের এই আধুনিক যুগে সবকিছুতেই যেন ডিজিটালের ছোঁয়া লেগেছে৷ স্বাস্থ্যসেবাও বাদ পড়ছে না এ থেকে৷ লন্ডনের এক কোম্পানি মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছে৷ ইতিমধ্যে বেশ সাড়াও পেয়েছে তারা৷

Symbolbild Jugendlicher mit Smartphone
ছবি: picture-alliance/dpa/K. Hildenbrand

অ্যাপটির নাম ‘ব্যাবিলন হেলথ'৷ ব্যাবিলনের মেডিকেল ডাইরেক্টর মোবাশ্বার বাট বলেন, ‘‘মানুষ আমাদের কাছে অন ডিমান্ড সেবা পেয়ে থাকে৷ অর্থাৎ কেউ যখন অ্যাপয়েন্টমেন্ট নেন, তখন তার জন্য একজন ডাক্তার নির্দিষ্ট করে দেয়া হয়৷ ফলে রোগীরা কোনো একজন বিশেষ ডাক্তার বেছে নিতে পারেন না৷ তবে ওয়েবসাইট থেকে তাঁরা ডাক্তারের নাম ও বিস্তারিত জানতে পারেন৷''

মাত্র কয়েক মাস হলো কোম্পানিটি চালু হয়েছে৷ এরই মধ্যে লন্ডনের এই কোম্পানি থেকে প্রায় এক লক্ষ রোগী সেবা নিয়েছেন৷ ব্যাবিলনের অফিসে অ্যাপ ডেভেলপারদের মধ্যে সবসময় আনন্দঘন পরিবেশ বিরাজ করে৷ প্রায় বিশটি দেশের মানুষ সেখানে কাজ করেন৷

প্রধান নির্বাহী আলি পার্সা ব্যাবিলনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘‘স্বাস্থ্যসেবাকে শুধু সহজ আর সবার কাছে পৌঁছে দেয়াই নয়, আরও ভাল করার জন্য অনেক কিছু করার আছে৷ সেটাই আমাদের উদ্দেশ্য৷ তথ্য নিয়ে গুগল যেটা করেছে, স্বাস্থ্যসেবা নিয়ে আমরা সেটা করতে চাই – সব এলাকার সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা৷''

লেখার মাধ্যমেও রোগীরা পরামর্শ পেয়ে থাকেন৷ অথবা অ্যাপের মাধ্যমে তাদের শরীর পরীক্ষা করা হয়৷ কাজ শেষে রোগীর ফোন ও ডাক্তারের কম্পিউটারে থাকা সব তথ্য মুছে ফেলা হয়৷ এছাড়া ব্যাবিলনের বিশেষজ্ঞরা সিস্টেমের নিরাপত্তা নিয়ে কাজ করেন৷

ব্যাবিলনের ক্লিনিক্যাল টেকনোলজি ডাইরেক্টর আশীষ প্যাটেল বলেন, ‘‘এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণ, মেডিকেল বিষয়ক তথ্য খুবই মূল্যবান এবং অনেক মানুষ অবৈধভাবে তা পাওয়ার চেষ্টা করে৷ তাদের তথ্য নিরাপদ থাকবে, এটা আমাদের রোগীদের অধিকার৷ সেজন্য আমরা তথ্য নিরাপত্তার ব্যাপারে অনেক কাজ করে থাকি৷''

অ্যাপের মাধ্যমে রোগ নির্ণয় সময় বাঁচায়, বলেন ডেভেলপাররা৷ এখন পর্যন্ত ইংল্যান্ড আর আয়ারল্যান্ডে এই সেবা পাওয়া যাচ্ছে৷ মোবাশ্বার বাট জানান, ‘‘আমার মনে হয় ডিজিটাল স্বাস্থ্যসেবা থেকে বিশ্বের রোগীদের অনেক উপকার পাওয়ার সম্ভাবনা আছে৷ যে জায়গায় চিকিৎসা ব্যবস্থা ও ডাক্তারের অভাব আছে সেখানেও এই সম্ভাবনা রয়েছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ