আজকের এই আধুনিক যুগে সবকিছুতেই যেন ডিজিটালের ছোঁয়া লেগেছে৷ স্বাস্থ্যসেবাও বাদ পড়ছে না এ থেকে৷ লন্ডনের এক কোম্পানি মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছে৷ ইতিমধ্যে বেশ সাড়াও পেয়েছে তারা৷
বিজ্ঞাপন
অ্যাপটির নাম ‘ব্যাবিলন হেলথ'৷ ব্যাবিলনের মেডিকেল ডাইরেক্টর মোবাশ্বার বাট বলেন, ‘‘মানুষ আমাদের কাছে অন ডিমান্ড সেবা পেয়ে থাকে৷ অর্থাৎ কেউ যখন অ্যাপয়েন্টমেন্ট নেন, তখন তার জন্য একজন ডাক্তার নির্দিষ্ট করে দেয়া হয়৷ ফলে রোগীরা কোনো একজন বিশেষ ডাক্তার বেছে নিতে পারেন না৷ তবে ওয়েবসাইট থেকে তাঁরা ডাক্তারের নাম ও বিস্তারিত জানতে পারেন৷''
মাত্র কয়েক মাস হলো কোম্পানিটি চালু হয়েছে৷ এরই মধ্যে লন্ডনের এই কোম্পানি থেকে প্রায় এক লক্ষ রোগী সেবা নিয়েছেন৷ ব্যাবিলনের অফিসে অ্যাপ ডেভেলপারদের মধ্যে সবসময় আনন্দঘন পরিবেশ বিরাজ করে৷ প্রায় বিশটি দেশের মানুষ সেখানে কাজ করেন৷
বাংলাদেশে ই-হেলথ ও ই-স্বাস্থ্য সেবাসমূহ
বাংলাদেশের নাগরিকদের জন্য মোবাইল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবা গ্রহণের কিছু সুযোগ তৈরি করেছে সরকার৷
ছবি: picture-alliance/dpa
মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা
প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে সরকার একটি করে মোবাইল ফোন দিয়েছে৷ রোগীরা সেখানে দিনের যে-কোনো সময় ফোন করে সরকারি চিকিৎসকের কাছ থেকে সেবা ও পরামর্শ নিতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে৷ আপনার এলাকার ফোন নম্বর পাবেন এই লিংকে... http://app.dghs.gov.bd/inst_info/mobile_search.php
ছবি: TAUSEEF MUSTAFA/AFP/Getty Images
এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ
একজন মা গর্ভধারণ করলে তিনি এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ নিতে পারেন৷ এজন্য তাঁকে আগে নিবন্ধিত হতে হবে৷ তাহলে তিনি নিয়মতিভাবে প্রসূতি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে থাকবেন৷ নিবন্ধনের নিয়মের জন্য যেতে হবে এই লিংকে.. http://www.dghs.gov.bd/index.php/bd/e-health/2013-06-18-09-06-38/279-pregnancy-care-advice-by-sms
ছবি: Getty Images
‘আপনজন’
সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও প্রসূতি মায়েদের মোবাইলের মাধ্যমে পরামর্শ ও সেবা দেয়ার ব্যবস্থা চালু আছে৷ এমন একটি সেবার নাম ‘আপনজন’৷ এর মাধ্যমে গ্রাহকরা বার্তা পাওয়ার পাশাপাশি কম খরচে টেলিফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন৷ এই লিংকে (http://aponjon.com.bd/Content.php?MId=36&SubMId=25) গেলে গ্রাহক হওয়ার নিয়ম জানা যাবে৷
ছবি: Noah Seelam/AFP/Getty Images
টেলিমেডিসিন
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা দেয়া ও পাওয়ার নাম টেলিমেডিসিন৷ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, দেশের ১৮টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে৷ শিগগিরই আরও ১০টি হাসপাতালে এই সেবা শুরু হবে বলেও জানানো হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
বিশেষজ্ঞ পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট হাসপাতালে ওয়েব ক্যামেরা প্রদান করা হয়েছে৷ ফলে নিম্ন পর্যায়ের হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য উচ্চ পর্যায়ের হাসপাতালসমূহে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওয়েব ক্যামেরাযুক্ত মিনি ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করা শুরু হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে টেলিমেডিসিন
দেশের ২২টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রেও স্কাইপে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরে বসে চিকিৎসকগণ বিনামূল্যে প্রতি কর্মদিবসে এই সেবা দিচ্ছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa
7 ছবি1 | 7
প্রধান নির্বাহী আলি পার্সা ব্যাবিলনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘‘স্বাস্থ্যসেবাকে শুধু সহজ আর সবার কাছে পৌঁছে দেয়াই নয়, আরও ভাল করার জন্য অনেক কিছু করার আছে৷ সেটাই আমাদের উদ্দেশ্য৷ তথ্য নিয়ে গুগল যেটা করেছে, স্বাস্থ্যসেবা নিয়ে আমরা সেটা করতে চাই – সব এলাকার সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা৷''
লেখার মাধ্যমেও রোগীরা পরামর্শ পেয়ে থাকেন৷ অথবা অ্যাপের মাধ্যমে তাদের শরীর পরীক্ষা করা হয়৷ কাজ শেষে রোগীর ফোন ও ডাক্তারের কম্পিউটারে থাকা সব তথ্য মুছে ফেলা হয়৷ এছাড়া ব্যাবিলনের বিশেষজ্ঞরা সিস্টেমের নিরাপত্তা নিয়ে কাজ করেন৷
ব্যাবিলনের ক্লিনিক্যাল টেকনোলজি ডাইরেক্টর আশীষ প্যাটেল বলেন, ‘‘এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণ, মেডিকেল বিষয়ক তথ্য খুবই মূল্যবান এবং অনেক মানুষ অবৈধভাবে তা পাওয়ার চেষ্টা করে৷ তাদের তথ্য নিরাপদ থাকবে, এটা আমাদের রোগীদের অধিকার৷ সেজন্য আমরা তথ্য নিরাপত্তার ব্যাপারে অনেক কাজ করে থাকি৷''
অ্যাপের মাধ্যমে রোগ নির্ণয় সময় বাঁচায়, বলেন ডেভেলপাররা৷ এখন পর্যন্ত ইংল্যান্ড আর আয়ারল্যান্ডে এই সেবা পাওয়া যাচ্ছে৷ মোবাশ্বার বাট জানান, ‘‘আমার মনে হয় ডিজিটাল স্বাস্থ্যসেবা থেকে বিশ্বের রোগীদের অনেক উপকার পাওয়ার সম্ভাবনা আছে৷ যে জায়গায় চিকিৎসা ব্যবস্থা ও ডাক্তারের অভাব আছে সেখানেও এই সম্ভাবনা রয়েছে৷''
স্বাস্থ্যবিষয়ক নানা প্রশ্নের উত্তর, সমাধান
জিহ্বায় সাদা আবরণ হয় কেন, পায়ে কড়া পড়ার কারণ কী অথবা হাতের নখ ভাঙে কেন? নাকের রক্ত বন্ধ করার উপায়ই বা কী? বিশেষজ্ঞের দেয়া এরকম নানা প্রশ্নের উত্তর থাকছে এই ছবিঘরে৷
ছবি: Colourbox
নাক দিয়ে রক্ত পরা বন্ধ করবেন কীভাবে?
নাক দিয়ে রক্ত বের হলে স্বাভাবিকভাবেই মানুষ ভয় পায়৷ যা খুব সহজেই এটা বন্ধ করা সম্ভব৷ ছবির মতো করে দুই থেকে পাঁচ মিনিট নাক চেপে ধরে রাখলেই রক্ত বন্ধ হয়ে যাবার কথা৷ যদি না হয় একইভাবে আবার করতে হবে৷ এতেও যদি কাজ না হয় তাহলে ‘আইসব্যাগ’ নাক এবং তার পাশে কিছুক্ষণ চেপে ধরে রাখলে রক্তের ধমনী সংকুচিত হয়ে রক্ত পরা বন্ধ হবে৷ তবে সাবধান, কোনোভাবেই শুয়ে নয়, এতে ফল খারাপ হতে পারে৷
ছবি: Fotolia/O. Schulz
জিহ্বায় সাদা আবরণ কেন হয়?
অনেক সময় জিবে সাদা আবরণ দেখা যায়৷ ডাক্তারের কাছেও আমরা লক্ষ্য করি যে, অসুখ নির্ণয়ের জন্য তিনি জিহ্বা পরীক্ষা করেন৷ কিন্তু এমনটা হয় কেন? পেটের সমস্যা, কোনো সংক্রমণ বা রোগের লক্ষণ, মুখের ভেতরের জীবাণু বেড়ে যাওয়া বা ডায়বেটিস – নানা কারণ থাকতে পারে৷ এমনকি অতিরিক্ত জীবাণুনাশক ‘মাউথওয়াশ’ ব্যবহার করা থেকেও জিহ্বায় সাদা আবরণ দেখা দিতে পারে৷ তবে বেশি দিন যদি এই সমস্যা থাকে তবে ডাক্তার দেখানো উতিৎ৷
ছবি: BilderBox
পায়ের আঙুলে কড়া পড়লে কী করণীয়?
জুতোর মাপ ঠিক না হলে, অর্থাৎ জুতো পরে হাঁটার সময় পায়ের যেখানে চাপ পড়ে সেখানকার ত্বক শক্ত হয়ে যায় এবং তা বেশ বেদনাদায়কও হতে পারে৷ এক্ষেত্রে ‘স্যালিসিলিক অ্যাসিড প্লাস্টার’ ব্যবহার এবং পেশাদার ‘পেডিকিউর’-এর মাধ্যমে ‘ফুটবাথ’ করানো উচিত৷ টিপস: একটি বড় কিসমিস পায়ের কড়ার ওপর বসিয়ে, ভালো করে প্লাসটার দিয়ে আটকে দিন৷ এতে কড়ার চামড়া নরম হবে এবং কিসমিস থাকায় বালিশের মতো মনে হবে এবং ব্যাথাও কম লাগবে৷
ছবি: Fotolia/toscana
হাতের আঙুলের ভঙ্গুর নখ
শরীরে পুষ্টি এবং ভিটামিন ‘ডি’ এবং ‘বি’-এর অভাব হলে অনেকের হাতের নখ বারবার ভেঙে যেতে পারে৷ এছাড়া গৃহাস্থালীর কাজ বা অতিরিক্ত ‘নেলপলিশ রিমুভার’ ব্যবহারেও এমনটা হতে পারে৷ তাই এমন হলে ভালো করে বাদাম তেল বা অ্যাপ্রিকট তেল হাতে মাখলে উপকার পাওয়া যায়৷ তবে বেশ কয়েক সপ্তাহ পরও যদি এই সমস্য দূর না হয়, তবে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত৷
ছবি: picture-alliance/dpa/Maximilian Schönherr
রাতে হাত-পায়ের ব্যাথায় কী করবেন?
হাত বা পায়ের পেশিতে ব্যাথা যার হয়েছে, শুধুমাত্র সেই মানুষটিই এই কষ্টের কথা জানে৷ এটা অবশ্য তেমন ক্ষতিকর কোনো কারণ ছাড়াই হতে পারে৷ অথবা হতে পারে ‘হাইহিল’ বা উঁচু জুতো পরার কারণেও৷ সাধারণত, এই ব্যাথা কিছুক্ষণ হাত ও পায়ের ব্যায়াম করলেই চলে যাবার কথা৷ তবে মাঝে মাঝেই যদি এমন ব্যাথা হয়, তাহলে ডাক্তারের কাছে যাওয়াই বাঞ্চনীয়৷ কারণ ব্যাথা মেরুদণ্ডের কারণেও হতে পারে৷
ছবি: Frédéric Cirou/AltoPress/Maxppp
সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় কেন?
সিঁড়ি ভেঙে উপরে উঠতে অনেকেরই খুব কষ্ট হয়৷ কিন্তু কেন? শারীরিকভাবে পুরোপুরি ‘ফিট’ না থাকা বা হার্টের অসুবিধা থাকলে এমনটা হতে পারে৷ তাই হার্ট বা হৃদপিণ্ডকে শক্ত রাখতে প্রতিদিনই সিঁড়ি ভাঙুন৷ ৪০০টি সিঁড়ি ডিঙিয়ে উপরে ওঠা কিন্তু ১৫ মিনিট পার্কে জগিং করার সমান৷