1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার প্রশ্নের মুখে আদিবাসীদের ভবিষ্যৎ

৯ সেপ্টেম্বর ২০২২

সাতক্ষীরা জেলার শ্যামনগরে জমি দখলের জন্য এক আদিবাসীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে৷ ওই এলাকার আদিবাসীরা এখন উচ্ছেদ আতঙ্কে রয়েছেন৷

২০১৭ সালে রাঙামাটিতে আদিবাসীদের গ্রামে হামলার ছবি
আদিবাসীদের ভূমির দখল নিতে প্রায়ই তাদের ঘরবাড়িতে হামলার অভিযোগ পাওয়া যায়৷ উপরে ২০১৭ সালে রাঙামাটিতে আদিবাসীদের ঘরবাড়িতে হামলার ছবি দেখা যাচ্ছে৷ছবি: Anvil Chakma

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘‘শুধু সাতক্ষীরায় সম্প্রতি গাইবান্ধাসহ আরো কয়েকটি এলাকায় আদিবাসীদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে৷ এর প্রধান উদ্দেশ্য আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ করা৷ এটা ভূমিদস্যুরা যেমন করছেন, তেমনি সরকারি পর্যায়েও করা হচ্ছে৷ গত কয়েক বছরে এই প্রবণতা বেড়েছে৷’’

যেভাবে প্রাণ গেল নরেন্দ্র মুন্ডার

গত ১৯ আগস্ট সাতক্ষীরার শ্যামনগর থানার ধুমঘাট আদিবাসী মুন্ডা পল্লীতে হামলা চালায় স্থানীয় ভূমিদস্যুরা৷ হামলায় নরেন্দ্র নাথ মুন্ডা নিহত হন৷ এই ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা হলেও পুলিশ মূল হোতাদের এখনো গ্রেপ্তার করেনি৷ তাদের অভিযোগ-  মুন্ডাদের আট বিঘা জমি দখলের জন্য ওই হামলা চালানো হয়৷ স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রভাবশালীরা এর পেছনে আছে বলে জানান তারা৷

নিহত নরেন্দ্র নাথ মুন্ডার ছেলে সনাতন মুন্ডা বলেন, ‘‘১৯ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় রাশিদুল ও এবাদুলের নেতৃত্বে দুইশ'রও বেশি সন্ত্রাসী আমাদের পাড়ার ১০-১২টি বাড়ি ঘিরে ফেলে আক্রমণ চালায়৷ তারা আমাদের মারপিট ও বাড়িঘর ভাঙচুর করে৷ এসময় বাইরের মাঠে আমার বাবাসহ চারজন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন৷ তাদের ওপরও হামলা চালায়৷ আমাদের ঘিরে হামলা চালানোর কারণে আমরা তাদের রক্ষায় এগিয়ে যেতে পারিনি৷সাড়ে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর তারা চলে গেলে আমরা মাঠে গিয়ে আমার বাবাসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই৷ পরদিন ১৭ আগস্ট আমার বাবা মারা যান৷’’

সব জেনেও পুলিশ আসেনি

তিনি অভিযোগ করেন, ‘‘হামলা শুরুর পরই আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শুক্কুর আলিকে ফোন করি৷ কিন্তু তিনি আমাদের রক্ষার কোনো ব্যবস্থা নেননি৷ থানায় কয়েকবার ফোন করলেও পুলিশ আসেনি৷ পরে আমরা ৯৯৯-এ ফোন করলে যখন পুলিশ আসে ততক্ষণে হামলাকারীরা চলে গেছে৷ তারা ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে এই হামলা চালায়৷’’

তিনি বলেন, ‘‘আমাদের কয়েকটি পরিবারের আট বিঘা জমি দখলের জন্যই ওই হামলা চালানো হয়৷ এর আগেও তারা কয়েকবার জমি দখলের চেষ্টা করেছে৷ কিন্তু পারেনি৷ এবার তারা তাই আরো বড় আকারের হামলা চালায়৷ তাদের সাথে আরো প্রভাবশালীরা আছে৷ তা না হলে পুলিশ বা চেয়ারম্যানকে হামলার খবর দেয়ার পরও তারা আসবে না কেন?’’

জমি দখল মূল উদ্দেশ্য

ওই এলাকায় দুটি পাড়া মিলে মুন্ডাদের ৩২টি পরিবার আছে৷ তাদের মধ্যে এক পাড়ার ১২টি পরিবার হামলার শিকার হয়েছে৷ ৩২টি পরিবারের প্রায় ৪০০ বিঘার মতো জমি আছে৷ ওই জমি দখলে ভূমিদস্যুরা সব সময়ই তৎপর৷ এরই মধ্যে ভূমিদস্যুরা ৫০ বিঘা জমির জাল দলিল তৈরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ ২০১৫ সাল থেকে তারা অপতৎপরতা শুরু করে৷ আর আগস্ট মাসে নরেন্দ্র নাথ মুন্ডাকে হত্যার আগে আরো তিনবার হামলা চালায়৷

মুন্ডাদের অধিকার সংরক্ষণ আন্দোলন সংগ্রাম কমিটির সদস্য সচিব গোপাল চন্দ্র মুন্ডা বলেন, ‘‘হামলার পর বাইরে পুলিশি নিরাপত্তা দেয়া হলেও আসলে আমরা আতঙ্কে আছি৷ কারণ, মূল হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি৷ আর তারা দীর্ঘদিনই আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে৷’’

তিনি বলেন, ‘‘এর আগে তারা ৫০ বিঘা জমির জাল দলিল করে দখল করে চাষ করেছিল৷ কিন্তু পরে আমরা সেটাকে জাল প্রমাণ করার পর তারা চাষ বন্ধ করে আমাদের চাষের ফসল কেটে নিয়ে যেতো৷ এখন তারা আমাদের ফসল কেটে নিয়ে যায় কিনা সেই আতঙ্কে আছি৷’’ তার কথা, ‘‘স্থানীয় প্রশাসন আমাদের পক্ষে নেই৷ তাই আমরা এখন সরকারের কাছে আমাদের রক্ষার আবেদন জানাচ্ছি৷’’

তবে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ দাবি করেন যে, পুলিশ মুন্ডাদের নিরপত্তা দিতে কোনো কৃপণতা করছে না৷ খবর দেয়ার পরও পুলিশ না যাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘‘আমরা দ্রুত সেখানে গেলেও হামলাকারীরা তার আগেই সেখান থেকে পালিয়ে যায়৷ মামলা হওয়ার পর আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি৷ বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছি৷ তবে এর আগে বড় কোনো হামলা হয়নি৷ এটাই প্রথম৷ আর জমিজমা নিয়ে কোনো বিরোধ আছে কিনা আমার জানা নেই৷’’

চলছে আদিবাসী উচ্ছেদ

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘‘শুধু সমতলে নয়, পাহাড়েও আদিবাসীরা হামলা উচ্ছেদের মুখে আছে৷ আর এর পেছনে দুই ধরনের শক্তি কাজ বরছে৷ ভূমিদস্যুরা আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনার সুযোগ নিয়ে জাল দলিল করে হামলা, নির্যাতন ও হত্যা করে তাদের উচ্ছেদ করছে৷ আর সরকার উন্নয়নের নামে পার্ক, সাফারি পার্ক, ইকো পার্ক, পর্যটন স্পট, হোটেল-মোটেল করে আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করছে৷’’

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংছবি: Sanjeeb Drong

তিনি বলেন, ‘‘সাতক্ষীরায় নরেন্দ্র মুন্ডাকে হত্যার আগে গাইবন্ধায় হত্যা করা হয়েছে৷ আরো আগে মধুপুরে, নওগাঁয় হত্যা করা হয়েছে৷ এসব হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি৷ ফলে যে মেসেজ গেছে, তা হলো আদিবাসীদের হত্যা করলে কোনো বিচার হয় না৷ এখন এটা আরো বেড়ে গেছে৷’’

সর্বশেষ জনশুমারিতে দেশে আদিবাসীদের সংখ্যা বলা হচ্ছে মোট জনসংখ্যার শতকরা এক ভাগ বা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন৷ অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত তার ‘পলিটিক্যাল ইকোনমি অফ আনপিপলিং অফ ইন্ডিজিনাস পিপলস: দ্য কেস অফ বাংলাদেশ’ শিরোনামে একটি গবেষণা গ্রন্থে বলছেন, ‘‘২৭ বছর আগে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মানুষের অনুপাত ছিল ৭৫ শতাংশ, এখন তা ৪৭ শতাংশ৷ গত তিন দশক ধরে ওই অঞ্চলে আদিবাসী কমছে আর বাঙালির সংখ্যা বাড়ছে৷ পাহাড়িরা হারিয়েছে ভূমি-বনাঞ্চল আর আমদানি করা সেটেলার বাঙালিরা দুর্বৃত্ত আমলা প্রশাসনের যোগসাজশে তা দখল করেছে৷’’

তিনি তার গবেষণায় দেখিয়েছেন, গত ৬৪ বছরে সমতলের ১০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই লাখ দুই হাজার ১৬৪ একর জমি কেড়ে নেয়া হয়েছে, যার দাম প্রায় ১০ হাজার কোটি টাকা৷
সঞ্জীব দ্রং বলেন, ‘‘এই গবেষণা বেশ কয়েক বছর আগের৷ পরিস্থিতি এখন আরো খারাপ হয়েছে৷’’

আর মানবাধিকারকর্মী নূর খান বলেন, ‘‘আদিবাসীদের উচ্ছেদের পিছনে রাজনৈতিক শক্তিও আছে৷ সাতক্ষীরার ঘটনায় আমরা রাজনৈতিক শক্তি পেছনে থাকার প্রমাণ পেয়েছি৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ