1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজ্ঞান প্রযুক্তি

২২ জুন ২০১২

ফসিল মিলল জোড়া কচ্ছপের৷ তারা সে সময়ে যৌন সংগমে নিরত ছিল৷ ঠিক সেভাবেই তাদের আবিষ্কার করা হল জার্মানির ডার্মস্টাট শহরের কাছে৷ মেসেল পিটে৷

http://www.flickr.com/photos/puuikibeach/6632073129/ *** Green Sea Turtle A green sea turtle climbs out of the surf on the north shore of Oahu, Hawaii, USA. 2 January 2011
ছবি: flickr/puuikibeach

সাতচল্লিশ মিলিয়ন বছর আগের কথা৷ জার্মানির ডার্মস্টাট শহর তো তখন শহর ছিল না৷ ছিল একখানা মস্ত বড় লেক৷ সেই লেক-এর মধ্যেই আগ্নেয়গিরি৷  সেই আদিম পৃথিবীতে একজোড়া কচ্ছপ জল থেকে ডাঙ্গায় সদ্য উঠেছিল৷ সে সময়টা বছরের সেই বিশেষ সময়, যখন কচ্ছপদের মিলনের ঋতু৷ সুতরাং জোড়া কচ্ছপ মিলনে ব্যস্ত৷ তখনই হঠাৎ লেকের আগ্নেয়গিরি থেকে তীব্র গ্যাস আর আগুন বেরিয়ে এল৷ জোড়া কচ্ছপ মারা পড়ল সেই আগুনে৷ তারপর তারা সেই সঙ্গমনিরত অবস্থাতেই চলে গেল মাটির তলায়৷ সেখানে তারা থেকে গেল সেভাবেই৷ মিলিয়ন মিলিয়ন বছর ধরে অবশেষে ওরা ফসিল হয়ে গেল৷ আর সম্প্রতি ডার্মস্টাট শহরের কাছের বিখ্যাত মেসেল পিটে পাওয়া গেল তাদের সেই ফসিল হয়ে যাওয়া দেহ দুটি৷

গবেষকরা বলছেন, সেদিনের সেই আদিম পৃথিবীও যে আজকের মতই ছিল, তাতে কোন সন্দেহ নেই৷ কারণ? তাঁদের ব্যাখ্যা, আজও পূর্ব আফ্রিকায় এমন আগ্নেয়গিরি সহ লেকের দর্শন মেলে৷ আজও সেখানে এমন ঘটনা আকছার ঘটে যায়৷ সুতরাং, ব্যাপারটা নতুন কিছু নয়৷ টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান ড. ওয়ালটার জয়েস এই ব্যাখ্যা দিয়ে বলছেন, কয়েকশো বছর পরপর আগ্নেয়গিরি সম্বলিত লেক-এ এমন ঘটনা ঘটে থাকে৷ হঠাৎ করেই একদিন দেখা যায় লেকের গভীর থেকে ফোয়ারার মত উঠে আসছে তীব্রবেগে কার্বন ডাই অক্সাইডের বাষ্প৷ লেকের উপরিভাগটা তখন দেখায় সদ্য খোলা শ্যাম্পেনের বোতলের মত৷ আর সে সময়ে আশেপাশে যত প্রাণী থাকে তারা সকলে সেই গ্যাসের বিষ আর উত্তাপে পুড়ে মারা যায়৷ তেমনটাই ঘটেছিল এই দুই মিলনরত কচ্ছপ যুগলের ভাগ্যে৷

তো, ৪৭ মিলিয়ন বছর আগের এই বেচারা কচ্ছপ যুগলের নাম কী? বিজ্ঞানের পরিভাষার জবাব, আলিওচেলিস ক্রাসেসকুলপটা৷ এই প্রজাতির কচ্ছপদের আকার হত লম্বায় বিশ সেন্টিমিটারের মত৷ শুয়োরের মত নাকওলা এই প্রজাতির পুরুষ কচ্ছপদের চেয়ে মেয়ে কচ্ছপরা আকারে একটু বড়সড় হত৷ বহুকাল আগেই এরা এই গ্রহ থেকে বিলীন হয়ে গেছে৷ তবে তাদের নিকটতম আত্মীয়রা আজও রয়েছে৷ বিজ্ঞানের পরিভাষায় যাদের নাম ক্যারেটোকেলিস  ক্রাসেসকুলটা৷ আর এদের দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়া আর পাপুয়া নিউগিনিতে৷

তা যাক৷ সেই আদিম পৃথিবীর কচ্ছপযুগলের ফসিল প্রমাণ করে দিল, প্রেম সেদিনও ছিল, আর আজও আছে৷

এসইউবি / জেএইচ (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ