1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাতবার পালিয়ে সাতবারই ধরা!

১৬ সেপ্টেম্বর ২০২০

এক ইটালিয়ান খুনি জেল থেকে সাতবার পালিয়ে সাতবারই ধরা পড়েছেন৷ সপ্তমবার ধরা পড়লেন এক ভেড়ার খোয়াড়ে লুকাতে গিয়ে৷ মঙ্গলবার সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/M. Medina

৬০ বছর বয়সি জিউসেপ্পে মাস্তিনি ‘জনি দ্য জিপসি’ নামে পরিচিত৷ গত ৬ সেপ্টেম্বর তাকে সার্ডিনিয়ার কারাগার থেকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই সুযোগে তিনি পালিয়ে যান৷ পরে ইটালির উত্তর-পশ্চিমের দ্বীপ সারাসির কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায় তাকে৷ পুলিশ সে এলাকার বহু বাড়িতে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত এক ভেড়ার খোয়াড়ে তাকে খুঁজে পায়৷ মাস্তিনি অবশ্য এরই মধ্যে তার চুলের রং সোনালি করে ফেলেছিলেন৷ তারপরও ধরে পড়ে যান তিনি৷

ইটালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, মাস্তিনি মূলত বার্গামোর বাসিন্দা এবং ৭০-এর দশকে পরিবারের সাথে তিনি রোমে চলে যান৷ সেখানে মাত্র এগারো বছর বয়সে প্রথম খুনটি করেন ৷

১৯৭৫ সালে ছবি নির্মাতা পিয়ার পাওলো পাসোলিনি খুন হন৷ সেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি তিনি৷ ১৯৮৭ সালে জেল থেকে পালিয়ে যান মাস্তিনি৷ দুই বছর পালিয়ে থাকা অবস্থায় ছিনতাই, পুলিশ হত্যা ছাড়াও  নানা ধরনের অপরাধ করেন৷ নানা অপরাধে সাতবার কারাগারে নেয়া হলেও এ পর্যন্ত সাতবার কারাগার থেকে পালিয়েছেন তিনি৷ একবারও অবশ্য পুলিশের চোখ এড়িয়ে বেশিদিন বাইরে থাকতে পারেননি!

এনএস/এসিবি (এএফপি)

২০১৫ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ