ভারত, চীন ও রাশিয়াসহ সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা৷ মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে৷
বিজ্ঞাপন
বাকি দেশগুলো হচ্ছে জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া৷
একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন ঐসব দেশের নাগরিকেরা৷
পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা৷ বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ৷
প্রথমে করোনা মহামারি, তারপর গতবছরের চরম আর্থিক সংকটের কারণে বিক্ষোভ ও জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে দেশটিতে পর্যটক যাওয়া অনেক কমে গিয়েছিল৷
ভারতের এক গ্রামের আকর্ষণ কচ্ছপ
04:10
তবে এ বছর পর্যটক যাওয়া বেড়েছে৷ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক সেদেশে গেছেন৷ বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে৷
শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, এবছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ৷ এরপরেই আছেন রাশিয়ার পর্যটকেরা- এক লাখ ৩২ হাজার ৩০০ জন৷
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১.৩ বিলিয়ন ডলার আয় করেছে৷ গতবছর একই সময়ে সংখ্যাটি ছিল ৮৩৩ মিলিয়ন ডলার৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)
যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা
বিশ্বের কয়েকটি দেশে ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার প্রয়োজন হয় না৷ তবে সড়কপথে সেসব দেশে যেতে যে দেশগুলোর উপর দিয়ে যেতে হবে সেখানে ভিসা লাগতে পারে৷
ছবি: Ivan Tykhyi/Zoonar/picture alliance
চীন
শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয় চীন৷ ২০১৮ সালের ২২ নভেম্বর এক বিবৃতিতে ঢাকার চীনা দূতাবাস জানায়, এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য এই ভিসা পাওয়া যাবে৷ তবে ভ্রমণের জন্য চীনের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে৷
ছবি: Picture alliance/Photoshot/Hoh Xil National Reserve Administration
ভুটান
পাহাড়ে ঘেরা সার্কের এই দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে৷ ঢাকা থেকে এখন সহজেই বিমানে করে সরাসরি সেখানে যাওয়া যাচ্ছে৷ যাত্রা শুরুর আগে ভিসা জোগাড়ের কোনো ঝামেলা নেই৷
ছবি: picture-alliance / Lonely Planet Images
মালদ্বীপ
সার্কের এই দেশটির আয়ের একটি বড় অংশ পর্যটন৷ ইউরোপ থেকে প্রতিবছর অনেক পর্যটক সেখানে যান বেড়াতে৷ বাংলাদেশিদের জন্যও সেখানে যেতে ভিসার কোনো প্রয়োজন নেই৷ ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে দেশটি ভ্রমণের সুযোগ রয়েছে৷
ছবি: haveseen - Fotolia
ইন্দোনেশিয়া
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ঘুরতে যান ইউরোপ, অস্ট্রেলিয়ার অনেক পর্যটক৷ বাংলাদেশিদের জন্য সেখানে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে সে দেশের সরকার৷ ২০১৬ সালের এপ্রিল মাস থেকে সেখানে যাওয়ার জন্য বাংলাদেশিদের আগে থেকে ভিসা নেয়ার প্রয়োজন পড়ছে না৷
ছবি: picture-alliance/dpa/H. Jilin
ফিজি
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা চাইলে প্রশান্ত মহাসাগরের এই দেশটিতে ঘুরতে যেতে পারেন৷ বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷
ছবি: picture-alliance/Ton Koene
ভানুয়াতু
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে বাংলাদেশের একটি জায়গায় মিল আছে৷ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে এই দেশটি৷ ভানুয়াতুর আয়ের একটি অন্যতম বড় অংশ আসে পর্যটন থেকে৷ বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷ অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/A. Merker
সামোয়া
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটিও বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুযোগ দিচ্ছে৷
ছবি: Fotolia/mimi828
ত্রিনিদাদ ও টোবাগো
ব্রায়ান লারার কারণে এই দেশটির সঙ্গে বাংলাদেশিরা বেশ পরিচিত৷ তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে সহজেই ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটিতে ঘুরতে যেতে পারেন৷
ছবি: AFP/Getty Images/T. Coex
গ্র্যানাডা
এই দেশটির ক্রিকেটাররাও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়ে থাকেন৷ আন্দ্রে ফ্লেচার, ডেভন স্মিথরা এসেছেন এই গ্র্যানাডা থেকে৷ নিউ ইয়র্ক থেকে এই দেশটিতে সরাসরি বিমানে যেতে পারেন বাংলাদেশিরা৷ তাঁদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷
ছবি: picture-alliance/dpa
সেশেলস
পূর্ব আফ্রিকা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পূর্বে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ৷ বাংলাদেশি পাসপোর্টধারীরা সেই দেশে ‘ভিসা-অন-অ্যারাইভাল’ নিয়ে যেতে পারবেন৷ আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন৷
ছবি: DW/ A. Rönsberg
শক্তিশালী পাসপোর্টে বাংলাদেশের অবস্থান
একটি দেশের পাসপোর্ট নিয়ে কতগুলো দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায় তার ভিত্তিতে পাসপোর্টের সূচক তৈরি করা হয়৷ দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৯৯তম৷ বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন৷ এই সংখ্যা গত বছর ছিল ৪১৷
ছবি: Faisal Ahmed/DW
ভিসামুক্ত সুবিধা
হেনলি অ্যান্ড পাসপোর্টের ২০২৩ সালের পাসপোর্ট সূচকের তথ্য অনুযায়ী ভুটান, গাম্বিয়া, লেসোথো, ফিজি, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ভানুয়াতু ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের৷ শ্রীলঙ্কায় যাওয়া যাবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসার মাধ্যমে৷
ছবি: Michael Runkel/robertharding/picture alliance
অন অ্যারাইভাল ভিসা
এশিয়ার দেশেগুলোর মধ্যে মালদ্বীপ, নেপাল, তিমুর লেস্টেতে বাংলাদেশি পাসপোর্টে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়৷ এছাড়া আফ্রিকার কেইপ ভার্দ, কমোর্স দ্বীপপুঞ্জ, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিচেলেস, সিয়েরা লিয়ন, সোমালিয়া, টোগো, উগান্ডায় রয়েছে এমন সুবিধা৷ ওসেনিয়া অঞ্চলের সামোয়া, টুভালু আর দক্ষিণ অ্যামেরিকার বলিভিয়াতেও যাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসাতে৷