1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাচ ব্যক্তিকে খুন করলো আইএসপন্থিরা

৩১ মে ২০১৯

পেশায় চিত্রগ্রাহক এক ডাচ ব্যক্তিকে ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে আটক করে রেখেছিল আইএসপন্থি আবু সায়াফ গোষ্ঠী৷ শুক্রবার তিনি পালাতে গেলে তাঁকে মেরে ফেলে আবু সায়াফ সদস্যরা৷

এখানেই ডাচ ফটোগ্রাফারকে রাখা হয়েছিল ছবি: Reuters/Handout

২০১২ সালে পাখির ছবি তুলতে গিয়ে আবু সায়াফ গোষ্ঠীর হাতে বন্দি হন ডাচ চিত্রগ্রাহক এভোল্ড হর্ন ও তার সঙ্গী লরেনজো ভিনসিগুয়েরা৷ ২০১৪ সালে ভিনসিগুয়েরা পালাতে পারলেও এভোল্ড হর্নের সেই ভাগ্য হয়নি৷

শুক্রবার আবু সায়াফ গোষ্ঠীর সাথে ফিলিপাইন্স সেনার গুলি বিনিময়ের সময় পালাবার চেষ্টা করেন তিনি৷ কিন্তু পালাবার আগেই কোনো এক আবু সায়াফ সদস্যের গুলিতে প্রাণ হারাণ তিনি, জানিয়েছে পিলিপাইন্স সেনার ব্রিগেডিয়ার জেনারেল ডিভিনো রে পাবায়ো৷

উল্লেখ্য, দক্ষিণ ফিলিপাইন্সের বেশ কিছু অঞ্চলে রয়েছে আবু সায়াফ গোষ্ঠীর প্রভাব৷ নিজেদের ইসলামিক স্টেটের সমর্থক হিসাবে দাবি করা এই গোষ্ঠী আগে নিজেদের আল-কায়েদাপন্থি বলে ঘোষণা দিয়েছিল৷

আবু সায়াফের নিশানায় বিদেশিরা

জানুয়ারি মাসে ফিলিপাইন্সের জোলো দ্বীপের একটি গির্জায় ভয়াবহ বোমা হামলা চালায় এই আবু সায়াফ গোষ্ঠী৷

বর্তমানে, এই গোষ্ঠীর মূল লক্ষ্য বিদেশি নাগরিকদের অপহরণের মাধ্যমে টাকা আদায় করা৷

এর আগে ২০১৭ সালে জার্মান নাগরিক ইয়ুর্গেন কান্টনারকেও অপহরণ করে হত্যা করে তারা৷ ২০১৬ সালে দুই ক্যানাডিয়ান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ না মেলায় আবু সায়াফ সদস্যরা হত্যা করে তাঁদেরও৷

ফিলিপাইন্সের পুলিশ জানিয়েছে, সম্ভবত আরো দুই ফিলিপিনো ও এক ভিয়েতনামিজ ব্যক্তি বর্তমানে জিম্মি রয়েছেন আবু সায়াফের কাছে৷

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ