সাত বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলো বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেট দল।
বিজ্ঞাপন
বাবর আজমরা নেমেছেন হায়দরাবাদে। শুক্রবার তারা নিউজিল্যান্ডের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলবেন। ৩ অক্টোবর অস্ট্রেলিার সঙ্গে আরেকটি প্র্যাকটিস ম্যাচ আছে। অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে তিনটি ম্যাচের সিরিজ খেলে নিয়েছে। পরপর দুইটি ম্যাচ হারার পর বুধবার তারা শেষ ম্যাচে জিতেছে।
বাবর আজমরা লাহোর থেকে সকালের ফ্লাইট ধরেছিলেন। কিন্তু দুবাইতে তাদের নয় ঘণ্টা স্টপ ওভার ছিল। রাতে তারা হায়দরাবাদ এসে পৌঁছান।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম খেলা ৬ অক্টোবর, সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচ খেলবে তারা।
৪৮ ঘণ্টা আগে ভিসা
পাকিস্তানের প্লেয়াররা ভারতে আসার জন্য ভিসা পান ৪৮ ঘণ্টা আগে। তার আগে তাদের এই ভিসা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছিল।
তবে পাকিস্তান ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বাবর আজম বলেছেন, ''আমি আমেদাবাদে খেলার জন্য মুখিয়ে আছি। সেখানে স্টেডিয়াম-ভর্তি দর্শক থাকবেন। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমি একটা জিনিসই নিশ্চিত করতে চাই, আমি যাই করি না কেন, তা যেন টিমের কাজে লাগে।''
আমেদাবাদে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের টিকিটের চাহিদা বিপুল। বিক্রি শুরু হওয়ার সামান্য সময়ের মধ্যে তা শেষ হয়ে গেছে। সেই ম্যাচের কথাই বলেছেন বাবর।
নিরাপত্তা নিয়ে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির সদস্য জাকা আশরফ বলেছেন, ''বিসিসিআই ইতিমধ্যে আইসিসি-কে আশ্বস্ত করে জানিয়েছে, প্রতিটি দলকে সেরা নিরাপত্তা দেয়া হবে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তা দেখা হবে। আমাদের টিমের প্রতি অন্য ধরনের ব্যবহার করা হবে বলে আমি মনে করি না। বিশ্বকাপে আমাদের টিমের ভারতে কোনো অসুবিধা হবে বলেও আমি মনে করি না।''
পাকিস্তানে দলে যারা আছেন
পাকিস্তান দলে আছেন বাবর আজম(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, সলমন আলি আঘা, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।
বিরাট-রাহুল-কুলদীপ ঝড়ে বিপর্যস্ত পাকিস্তান
এশিয়া কাপের এই মর্যাদার লড়াই শুরু হয়ছিল রোববার। বৃষ্টির জন্য ২৪ ওভারের পর খেলা হয়নি। ম্যাচ শেষ হলো সোমবার।
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
কোহলির বিরাট ইনিংস
মাত্র ৯৪ বলে ১২২ রান করেন কোহলি। প্রথমদিকে তিনি একটু ধরে খেলছিলেন। স্ট্রাইক রোটেট করছিলেন। তখন বেশি মারছিলেন কে এল রাহুল। পরে বিরাট হাত খুলে মারতে শুরু করেন। ইনিংস শেষ করেন ছয় মেরে। অসাধারণ ফর্মে ছিলেন বিরাট। পরে বললেন, তিনি ও রাহুল মূলত ক্রিকেটের চিরাচরিত শটই মেরেছেন। শেষ বলে মারা ছয়টা অবশ্য এর বাইরে রেখেছেন বিরাট। বিরাট-রাহুল জুটিতে উঠলো ২৩৩ রান। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড জয়।
ছবি: Surjeet Yadav/Getty Images
রাহুলের ফিরে আসা
আঘাত পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন কে এল রাহুল। অপারেশনের পর তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সক্ষমতা ফেরাবার চেষ্টা করেছেন। পুরো ফিট হয়ে টিমে ফিরেছেন। শ্রেয়স আইয়ার অসুস্থ না হলে এই ম্যাচে তার খেলা হত না। ম্যাচ শুরুর পাঁচ মিনিট আগে তাকে খেলতে বলা হয়। অসাধারণ খেললেন। ১০৬ বলে ১১১ রানে অপরাজিত। পাকিস্তান সোমবার ভারতের কোনো উইকেটই নিতে পারেনি।
ছবি: Getty Images/J. McCawley
কুলদীপের কামাল
স্পিনার কুলদীপের বলে বারবার পরাস্ত হন পাকিস্তানের ব্যাটাররা। মোট পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ। নিজের বলে একটা অসাধারণ ক্যাচ নেন। কুলদীপ দুর্দান্ত বল করেছেন। আট ওভার বল করে ২৫ রান দিয়ে পাঁচ ইউকেট নিয়েছেন তিনি।
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
রেকর্ড ব্যবধানে জয়
প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে করে দুই উইকেটে ৩৫৬ রান। পাকিস্তান ৩২ ওভারে ১২৮ রান করে। শেষ দুই ব্যাটার হ্যারিস রউফ ও নাসিন শাহ আহত থাকায় ব্যাট করতে নামেননি। ২২৮ রানে পাকিস্তানকে হারায় ভারত। একদিনের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের।
ছবি: Surjeet Yadav/Getty Images
পারলেন না বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হলেন দলের ব্যাটিংয়ের বড় শক্তি। কিন্তু সোমবার তিনি ২৪ বলে ১০ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন।
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
ভালো বল করলেন বুমরা
চোট সারিয়ে দলে ফিরছেন বুমরা। এদিন যথেষ্ট ভালো বল করলেন। বৃষ্টির পরের আবহাওয়াকে কাজে লাগিয়ে দুইদিকে বল সুইং করান। ইমাম উল হক আউট হন তার বলে। পাঁচ ওভারে মাত্র ১৮ রান দেন তিনি।
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
শার্দুলের উইকেট
শার্দুল ঠাকুরও মহম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট নেন। চার ওভার বল করে ১৬ রান দিয়ে একটা উইকেট পান তিনি।
ছবি: Surjeet Yadav/Getty Images
রোহিত খুশি
জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ''কোহলি যেদিন খেলেন, সেদিন তাকে থামানো যায় না। আরেকটি অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। কে এল রাহুলের কাজ ছিল আরো কঠিন। খেলা শুরু আগে তাকে বলা হয়েছে, তিনি টিমে আছেন। তারপর যেভাবে খেলেছে, তাতে বোঝা যায়, রাহুল কতবড় প্লেয়ার। আর কুলদীপের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ''
ছবি: ISHARA S.KODIKARA/AFP/Getty Images
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে
কোনো বিরতি নেই। সোমবার এই কঠিন ম্যাচ জেতার পর মঙ্গলবার আবার মাঠে নামতে হচ্ছে রোহিতদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ ম্যাচ খেলতে হবে। বিরাট বলছিলেন, ''সোমবার খেলতে খেলতে মনে হচ্ছিল, আবার মঙ্গলবার তিনটের সময় মাঠে নামতে হবে। তবে ১১০টা টেস্ট খেলেছি। তাই পরের দিন তৈরি হয়ে মাঠে নামতে কোনো অসুবিধা হবে না।''
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
9 ছবি1 | 9
মহম্মদ নওয়াজ এবং সলমন আলি আঘা আগে ভারতে এসেছেন। বাকি ক্রিকেটাররা কখনো ভারতের মাটিতে খেলেননি।
বাংলাদেশের দলও ভারতে
বাংলাদেশের ক্রিকেট টিমও ভারতে এসে পৌঁছেছে। তারা নেমেছে গুয়াহাটিতে। এখানে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।
৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে।