1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাদা তুষারে ঢাকা সারা ইউরোপ

৯ জানুয়ারি ২০১০

তীব্র শীতে এখন কাঁপছে গোটা ইউরোপ৷ প্রবল তুষারপাতে প্রায় স্থবির হয়ে পড়েছে প্রায় সমগ্র মহাদেশ৷ বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা৷ বহু জায়গায় রাস্তাঘাট বন্ধ, স্তব্ধ যানবাহন৷

ইউরোপজুড়ে চলছে প্রবল তুষারপাতছবি: AP

জার্মানিতে প্রবল তুষারপাত

ফ্রান্স আর জার্মানির সীমান্তে প্রবল তুষারপাতে অন্তত পাঁচশো গাড়ি আটকে গেছে৷ তাপমাত্রা নেমে গেছে মাইনাস বারোর কাছাকাছি বহু জায়গায়৷ গত মাসের শেষ নাগাদ ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় শৈত্য প্রবাহ৷ বর্তমানে তা চরম রূপ ধারণ করেছে৷ জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পোল্যান্ড সহ বিভিন্ন দেশে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই তীব্র শীতের কারণে৷ জার্মানিতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ এক রাতের মধ্যেই জার্মানির অনেক জায়গায় প্রায় আট ইঞ্চি পুরু তুষারপাত হয়েছে বলে জানানো হয়েছে৷ এই অবস্থায় জার্মান কর্তৃপক্ষ নাগরিকদের খাদ্য ও ওষুধ মজুদ করে রাখার পরামর্শ দিয়েছে৷ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অটোক্লাব ইউরোপা সতর্ক করে দিয়ে বলেছে, সপ্তাহান্তের আবহাওয়ার ব্যাপারে যা বলা হয়েছে তার ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হবে এবং জার্মানির একটি বিরাট অংশ পুরোপুরি স্থবির হয়ে পড়বে৷ ইতিমধ্যেই জার্মানির পুর্বাঞ্চলে তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস ২০ ডিগ্রি পর্যন্ত৷

বাজে আবহাওয়ার কারণে উড়তে পারছে না বিমানগুলোছবি: picture alliance / dpa

ব্রিটিশদের বেহাল দশা

এদিকে, বিগত তিন দশকের মধ্যে এবারই সবচেয়ে শোচনীয় শীতকাল কাটাচ্ছে ব্রিটিশ জনগণ৷ সেখানেও একরাতের মধ্যেই তাপমাত্রা নেমে গিয়েছে শূণ্যের ২০ ডিগ্রি নীচে৷ শুক্রবার সেখানকার ২৭টি বড় বড় কোম্পানিকে গ্যাস ব্যবহার বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সাধারণ নাগরিকরা যাতে তাদের ঘরের হিটার চালু রাখার জন্য পর্যাপ্ত গ্যাস পান সেজন্য এই ব্যবস্থা নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ৷ এর আগের দিন আরও ৯৭টি কোম্পানিকে একই ধরণের নির্দেশ দেওয়া হয়৷ পরিবেশ সচিব হিলারি বেন জানিয়েছেন আপাতত পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছেন তারা৷

শীতে কাবু হয়ে পড়ছে ইউরোপের মানুষছবি: picture-alliance/ dpa

মৃতের সংখ্যা বাড়ছে

জার্মানি ও ব্রিটেনের চেয়ে ভয়াবহ অবস্থা নরওয়েতে৷ সেখানে এখন তাপমাত্রা মাইনাস ৪২ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে৷ ঠান্ডার কারণে সেখানে বিদ্যুতের চাহিদা এখন সর্বোচ্চ৷ পোল্যান্ডে গত দুইদিনে শীতের কারণে নয়জন মারা গেছে৷ এই নিয়ে গত নভেম্বর থেকে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৯ জন৷ দক্ষিণ ফ্রান্সের কোন কোন জায়গায় প্রবল তুষারপাত হয়েছে৷ দক্ষিণ পুর্বাঞ্চলে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে৷ প্রবল তুষারপাতে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ার ঘটনাও ঘটেছে সেখানে৷

বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা

অন্যদিকে, তীব্র শীতের কারণে গোটা ইউরোপের যোগাযোগ ব্যবস্থায় প্রায় ধ্বস নেমেছে৷ ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রো বিমানবন্দর থেকে তাদের ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে৷ প্যারিসের চার্লস দ্য গল বিমান বন্দরের প্রায় এক চতুর্থাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে৷ সস্তা এয়ারলাইন্স কোম্পানি ইজি জেট জানিয়েছে যে তারা এখন পর্যন্ত ৩২টি ফ্লাইট বাতিল করেছে৷ ট্রেন চলাচলেও একই অবস্থা৷ ইউরো স্টার জানিয়ে দিয়েছে যে ব্রিটেন, ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে তাদের ট্রেন সার্ভিস অর্ধেকে নামিয়ে আনা হয়েছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ