উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের সাম্প্রদায়িক দাঙ্গা ২০১৪ সালের সাধারণ নির্বাচনে কী প্রভাব ফেলবে এবং কীভাবে? এই দাঙ্গার ফলে ভোটব্যাংক রাজনীতির অভিমুখ কী ঘুরে যেতে পারে? সমাজবিজ্ঞানীরা কী মনে করেন?
বিজ্ঞাপন
পশ্চিম উত্তর প্রদেশের মুজফ্ফরনগর ও তার আশেপাশের জেলাগুলিতে সাম্প্রদায়িক দাঙ্গার পর আবার মাথা তুলেছে সাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতাবাদকে ঘিরে বিতর্ক৷ আঙুল তোলে হচ্ছে একে অপরের বিরুদ্ধে৷ ২০১৪ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণের ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷ তথাকথিত ধর্মনিরপেক্ষ শিবির তোপ দেগেছে বিজেপিলালিত হিন্দুত্ববাদী গৈরিক সেনাদের দিকে৷ কংগ্রেস দায়ী করছে উত্তর প্রদেশের শাসকদল সমাজবাদী পার্টিকে৷ কংগ্রেসের বক্তব্য, কেন্দ্রীয় সরকার সতর্ক করে দেয়া সত্ত্বেও সমাজবাদী সরকার দাঙ্গা রোধে যথেষ্ট ব্যবস্থা নেয়নি৷ তাই এবার, এর ফায়দা তুলবে মায়াবতির দলিত পার্টি বিএসপি, এমনটাই মনে করেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপিকা সুধা পাই৷
কীভাবে? পশ্চিম উত্তর প্রদেশে হিন্দু জাঠ আর মুসলিমদের মধ্যে সৌহার্দ দীর্ঘদিনের৷ সেই জাঠ সম্প্রদায়ের বিশিষ্ট নেতা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী চরণ সিং-এর আমল থেকে৷ প্রশ্ন হলো, এক দশকের এই সুসম্পর্ক নষ্ট করে কেন জাঠ-মুসলিম সম্প্রদায় রাজনৈতিক দলগুলিকে ফায়দা তোলার সুযোগ দিল? তাঁর মতে, এর অন্তর্নিহিত কারণ হলো অর্থনৈতিক রেষারেষি৷ স্রেফ ধর্মীয় আত্মপরিচয়ের রাজনীতি নয়৷
পশ্চিম উত্তর প্রদেশে বেশিরভাগ জমি জাঠদের দখলে এবং মুজফ্ফরনগর ও তার লাগোয়া অঞ্চলের চিনি শিল্পে জাঠ সম্প্রদায়ের আধিপত্য বেশি৷ কিন্তু ধীরের ধীরে চিনি শিল্পের অবস্থা খারাপের দিকে যায়৷ মন্দা দেখা দেয় জাঠদের আর্থিক অবস্থায়৷ ভারতীয় আখ চাষি সংগঠনের অভিযোগ, এর কারণ সরকারের প্রতিকূল আখ চাষ নীতি৷ রাজ্যের চিনি শিল্পে আর্থিক লোকসানের বহর বছরে তিন হাজার কোটি টাকা৷ আখের দাম ২০০৫ সালের কুইন্টাল প্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ২০১০ সালে ১৬৫ টাকা হলেও আখ চাষিদের তাতে লাভ হয়নি চিনি মিলগুলি ঠিকমতো না চলায়৷ পাশাপাশি মুসলিমদের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে ঐ এলাকায়৷ বিশেষ করে নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিকের চাহিদা মেটায় মূলত মুসলিমরা৷ এছাড়া ফল বাগিচা, অটোমোবাইল ও ম্যানুফ্যাকচারিং শিল্পে দক্ষ মুসলিম শ্রমিকরা অনেক এগিয়ে৷ এই অর্থনৈতিক ব্যবধানে জন্ম নেয় রেষারেষি৷ তাই এটাকে সাম্প্রদায়িক সংঘর্ষ বলতে নারাজ আগ্রা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপক এস. পান্ডে৷ গ্রামীণ অর্থনীতির পরিবর্তন থেকে শুরু হয় প্রতিযোগিতার লড়াই৷ সরকারের কাছ থেকে চাকরি ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে জাঠরা নিজেদের অন্যান্য অনুন্নত শ্রেণির অন্তর্ভুক্ত করার দাবি জানাতে থাকে যেটা এক দশক আগে জাঠরা ভাবতে পারতো না৷ অর্থনৈতিক সংঘাত থেকেই শুরু হিংসা৷ সবুজ বিপ্লবে জাঠদের ছিল অগ্রণী ভূমিকা ৷
মালোপাড়ার হিন্দুদের কান্না থামেনি
বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়াকে ঘিরে যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ায় ৫ জানুয়ারি সন্ধ্যায় হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার পাশাপাশি লুটপাটও করা হয়৷
ছবি: DW
নেই নিরাপত্তাকর্মীর সাড়া
যশোরের অভয়নগরের চাপাতলী গ্রামের প্রবেশপথে পুলিশের সতর্ক অবস্থান৷ গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন এই গ্রামের নিম্নবর্ণের হিন্দু অধ্যুষিত মালোপাড়ায় বসবাসরতদের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে৷ আক্রান্তরা জানান, ঘটনাস্থলের মাত্র পাঁচ কিলোমিটার দূরে থানার অবস্থান হলেও অনেক ফোন করেও সে সময়ে পুলিশ কিংবা কোনো নিরাপত্তাকর্মীর সাড়া মেলেনি৷
ছবি: DW
‘নদী ঠাকুর’
দুর্বৃত্তদের হামালায় লণ্ডভণ্ড মায়া রানি বিশ্বাসের একমাত্র মাথা গোঁজার ছোট্ট নিবাস৷ সেদিন হামলা শুরু হলে পাশের বুড়ি ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে ওপারে উঠে প্রাণে বেঁচে যান বিধবা এই নারী৷ তাঁর ভাষায় ‘নদী ঠাকুর’ সেদিন না থাকলে জানটা হয়ত থাকতো না৷
ছবি: DW
প্রাণ বাঁচাতে নদীতে
নিজের ঘরের ভাঙা আসবাব, টেলিভিশনের পাশে মালোপাড়ার গৃহবধু উজ্জ্বলা বিশ্বাস৷ হামলাকারীদের ভয়াবহ রূপ সামান্য দেখেছিলেন তিনি৷ প্রাণ বাঁচাতে তিনিও ঝাঁপ দেন বুড়ি ভৈরবে৷ হামলার সময়ে তাঁর মনে হয়েছিল যে ভগবান সেদিন পাশে ছিলেন না৷
ছবি: DW
বই-পত্র পুড়িয়ে দিয়েছে
কলেজ পড়ুয়া মঙ্গলা বিশ্বাসের বই-পত্র, এমনকি সার্টিফিকেটও পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা৷
ছবি: DW
সুন্দর স্বপ্নে চির
হামলাকারীদের ভেঙে দেয়া আয়নায় কলেজ পড়ুয়া মঙ্গলা বিশ্বাসের প্রতিবিম্ব৷ বাড়ির দেয়ালে টাঙানো এই ভাঙা আয়নার মতোই মঙ্গলার সুন্দর স্বপ্নেও চির ধরিয়েছে হামলাকারীরা৷ মঙ্গলার আক্ষেপ, তাঁর বই-পত্র আর সার্টিফিকেট কী দোষ করলো?
ছবি: DW
আত্মীয়দের বাড়িতে আশ্রয়
হামলার ছয় দিন পরে এঁরা ফিরছেন বাড়িতে৷ হামলার সময় পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা৷
ছবি: DW
হামলার প্রত্যক্ষদর্শী
৮৬ বছর বয়সি মৃত্যুঞ্জয় সরকার সেদিনের হামলার প্রত্যক্ষদর্শী৷ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ও দেশ ছাড়েননি তিনি৷ কিন্তু হামলার পর তাঁর মনে হচ্ছিল যে, সে সময়ে ছেড়ে যাওয়াটাই উচিত ছিল তাঁর৷
ছবি: DW
গাছও রেহাই পায়নি
বাড়ি-ঘরের পাশাপাশি মালোপাড়ার গাছও জ্বালিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা৷
ছবি: DW
পলাতক জামায়াত নেতা
মালোপাড়ায় হামলার পরে চাপাতলী গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বালিয়াডাঙ্গায় স্থানীয় জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা আব্দুল আজিজের বাড়ি ভাঙচুর করে যৌথবাহিনী৷ ঘটনার আগে থেকেই পলাতক রয়েছেন এ জামায়াত নেতা৷
ছবি: DW
আক্রান্তদের অভিযোগ
জাতীয় সংসদের সাবেক হুইপ আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল ওহাব৷ মালোপাড়ায় সাম্প্রদায়িক হামলার জন্য জামায়াত শিবির ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের দলীয় কোন্দলকেও দায়ী করেছেন অনেকে৷ সাবেক এই সাংসদ দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন৷ সেখানে নতুন প্রার্থী হিসেবে রণজিৎ রায় মনোনয়ন পাওয়ায় এই দুই জনের সমর্থকদের মাঝে বেশ উত্তেজনা ছিল পুরো নির্বাচনের সময়টায়৷
ছবি: DW
গণধর্ষণ
যশোরের আরেক ভয়াল জনপদ মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামের দাসপাড়ার বাসিন্দা অনারতী দাস৷ ৭ জানুয়ারি রাতে তাঁর সামনেই অস্ত্রের মুখে একদল দুবৃত্ত গণধর্ষণ করে পুত্রবধু মনিমালা দাস আর ভাতিজি রূপালী দাসকে৷
ছবি: DW
ভয়াবহ দৃশ্যের প্রত্যক্ষদর্শী
কার্তিক দাসকেও সেদিন রাতে সেই ভয়াবহ দৃশ্যের প্রত্যক্ষদর্শী হতে হয়েছিল৷ দাসপাড়ায় গণধর্ষণের শিকার নিম্নবর্ণের হিন্দু মনিমালা দাসের শ্বশুর ও রূপালী দাসের চাচা তিনি৷
ছবি: DW
বাড়িঘর ছেড়েছেন
দাসপাড়ায় গণধর্ষণের শিকার হওয়া পরিবার দুটি আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন৷
ছবি: DW
শুধুই আতঙ্ক
দাসপাড়ার এক নারী৷ দাসপাড়ার নারীদের এখন নির্ঘুম রাত কাটে আতঙ্কে৷
ছবি: DW
14 ছবি1 | 14
১৯৮৭ সালে চরণ সিং-এর মৃত্যুর পর জাঠ-মুসলিম আতাঁতে ভাটা পড়তে শুরু করে৷ তাতে ইন্ধন জোগায় চরণ সিং-এর ছেলে রাষ্ট্রীয় লোকদলের নেতা অজিত সিং এবং সমাজবাদী নেতা মুলায়েম সিং-এর উস্কানিমূলক ভাষণ৷ অন্যদিকে পশ্চিম উত্তর প্রদেশের ১২টি জেলার ৭৭টি বিধানসভা আসনে জনসংখ্যার দিক থেকে মুসলিম সম্প্রদায় ভারি, প্রায় ৩৩ শতাংশ৷ ৭৭টি বিধানসভার আসনের মধ্যে ২০১২ সালের ভোটে ২৬টি আসন গেছে মুসলিম প্রার্থীদের ঝুলিতে৷ সুতরাং, ধর্মীয় মেরুকরণে কোনো দলেরই লাভ হবে না৷ সবাই চায় নিরাপত্তা৷ ঐ দাঙ্গায় মারা যায় জনা পঞ্চাশেক, গৃহহারা হয় প্রায় ৫০ হাজার পরিবার৷ এইসব পরিবারদের পুনর্বাসন নিয়ে শুরু হয়েছে রাজনীতির আরেক রংখেলা৷