1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাধারণ ব্যায়ামকে অন্য স্তরে নিয়ে যায় ক্যালিস্থেনিক্স

২১ মে ২০২১

নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকে৷ এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ সেইসঙ্গে অন্যদের বাহবা কুড়ানো গেলেই বা মন্দ কী! কঠিন হলেও এমনই এক বিশেষ ধরনের ব্যায়ামের জনপ্রিয়তা বেড়েই চলেছে৷

DW Euromaxx 03.04.21 Calisthenics
প্রতীকী ছবি।ছবি: DW

ব্যায়াম হিসেবে ক্যালিস্থেনিক্স দেখতে সহজ মনে হলেও আসলে বেশ কঠিন মনে হতে পারে৷ এ বিষয়ে আরও জানতে ও সাক্ষাৎ অভিজ্ঞতা পেতে বার্লিনে এক পেশাদার অ্যাথলেটিক্সের শরণাপন্ন হয়েছিলেন ডিডাব্লিউ রিপোর্টার

ইয়োসেফিনে গ্যুন্টার৷ তিনি বলেন, ‘‘খেলাধুলা করি না, এমনটা বলতে পারবো না৷ কিন্তু এই তরুণদের দেখলে মনে শ্রদ্ধা জাগে বৈকি! একে বলে ক্যালিস্থেনিক্স৷ সে বিষয়ে বিস্তারিত জানতে এক পেশাদারী খেলোয়াড়কে প্রশ্ন করা যাক৷''

পেশাদারী ক্যালিস্থেনিক্স অ্যাথলিট হিসেবে ডেনিস ভিতালিয়েভ বলেন, ‘‘ক্যালিস্থেনিক্স আসলে নিজের শরীরের ওজনের সাহায্যে ধীরে ধীরে শক্তি বাড়ানোর অনুশীলন৷ অর্থাৎ কত বার, কত ওজন তোলা হচ্ছে আমরা সে দিকে নজর দেই না৷ বরং নতুন ক্ষমতা আয়ত্ত করতে আমাদের শরীর কতটা চাপ নিতে প্রস্তুত অথবা আমরা আমাদের শরীরকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আসল বিষয়৷ ক্যালিস্থেনিক্স এ ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে৷ অনেকটা জিমনাস্টিক্সের মতো৷''

৪০ বছর বয়সি ডেনিস ভিতালিয়েভ আগে পারফর্মেন্স জিমনাস্ট ছিলেন৷ ২০১৩ সালে তিনি বার্লিনে প্রথম ক্যালিস্থেনিক্স চালু করেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও পূর্ব ইউরোপে বহু বছর ধরে  ‘স্ট্রিট ওয়ার্কআউট' চলে আসছে৷ ডেনিস বলেন, ‘‘রাশিয়া থেকে এসেছি বলে শিশু বয়সেই আমি ক্যালিস্থেনিক্স আবিষ্কার করেছিলাম৷ সোভিয়েত আমলে সেখানে কোনো জিম ছিল না৷ খোলা আকাশের নীচে পুল-আপ বা প্যারালেল বারের মতো ব্যায়ামের কিছু সরঞ্জাম বসানো থাকতো৷ অনেক প্রজন্ম ধরে সেখানে মানুষ অনুশীলন করেছে৷ ঘর থেকে বেরিয়ে সেখানেই এমনটা করা যেতো৷''

ক্যালিস্থেনিক্স ব্যায়াম যে কারণে আলাদা

04:19

This browser does not support the video element.

প্রাচীন গ্রিসে যোদ্ধারাও এমন ব্যায়াম করে নিজেদের শরীর শক্তিশালী করে তুলতো৷ ক্যালিস্থেনিক্স শব্দটিও গ্রিক ভাষা থেকে এসেছে৷ এর আক্ষরিক অর্থ ‘সুন্দর শক্তি'-র কাছাকাছি৷ এবার ইয়োসেফিনে গ্যুন্টারের আসরে নামার পালা৷ তাঁর মতো ‘আনাড়ির' জন্য কোন ব্যায়াম উপযুক্ত? এই প্রশ্নের উত্তরে ডেনিস ভিতালিয়েভ বলেন, ‘‘প্রথমত, ওয়ার্ম আপ ছাড়া একেবারেই খেলাধুলা নয়৷ তাছাড়া একেবারে মৌলিক ব্যায়াম দিয়ে আমরা অনুশীলন শুরু করি৷ যেমন ডনবৈঠক, নীচু বারের উপর রোয়িং ইত্যাদি৷ এভাবে সঞ্চালন, পায়ের কাজ বেড়ে যায়৷ আজ আমরা পাঁচটি মৌলিক ব্যায়ামের সবক'টি করবো৷''

অতএব আর দেরি নয়৷ ওয়ার্ম আপের পর আসল ব্যায়ামের পালা৷ তার মধ্যে কয়েকটি ২০ বছর আগে খেলার মাঠে শেষ দৌড়ের কথা মনে করিয়ে দেয়৷ দেখতে বেশ মজার মনে হলেও করতে গেলে বেশ বেগ পেতে হয়৷ তবে মনের আনন্দ সেই ক্লান্তি দূর করে দেয়৷ ডেনিস বলেন, ‘‘ছোট-বড় যে কোনো বয়সের মানুষ এমন ব্যায়াম পরখ করে দেখতে চাইলে এখানে আসতে পারেন৷ কারণ এই জায়গাটি সবার নাগালের মধ্যেই রয়েছে৷ এত রকম সরঞ্জাম ঘেঁটে যে কোনো ব্যায়ামের স্বাদ নিয়ে ইচ্ছামতো শুরু করা যায়৷''

এর মধ্যে ‘হিউম্যান ফ্ল্যাগ' ব্যায়ামটি সত্যি চোখে পড়ার মতো৷ ক্যালিস্থেনিক্স জগতের সেরা এই ব্যায়াম মোটেই আনাড়িদের জন্য নয়৷ ডেনিস ভিতালিয়েভ এই ব্যায়ামের কৌশল ব্যাখ্যা করে বলেন, ‘‘হিউম্যান ফ্ল্যাগের ক্ষেত্রে হাতের কবজি একে অপরের উপরে রাখা অত্যন্ত জরুরি৷ কারণ পতাকার ডাণ্ডা ধরে ওঠার সময় ঘুরে গেলে চলবে না৷ দ্বিতীয়ত হাত মেলে ধরতে হবে৷ নীচের হাত শরীরের উপর চাপ সৃষ্টি করে, তাই সেটিকে সম্পূর্ণ সোজা রাখতে হয়৷ উপরের হাত শরীর টেনে ধরে৷ অর্থাৎ এভাবে দুটি বিপরীতমুখী শক্তি সৃষ্টি হয়৷ এক হাত চাপ দেয়, অন্য হাত টান মারে৷ হাতের শক্তি কাজে লাগিয়ে শরীরকে সঠিক অবস্থানে রাখতে হয়৷''

একবার জমির উপর এভাবে ভাসার স্বপ্ন অনেকেই দেখে৷ তাদের সংখ্যাও বেড়ে চলেছে৷ ইউরোপ তথা গোটা বিশ্বে ক্যালিস্থেনিক্সের জনপ্রিয়তা বেড়েই চলেছে৷ কয়েক লাখ মানুষ এমন অনুশীলন করে চলেছেন৷

ইয়োসেফিনে গ্যুন্টার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ