1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সানিয়া মির্জা কি শাহিদের সঙ্গেও অভিসারে গিয়েছিলেন?

১৫ এপ্রিল ২০১০

একবার ভুল করলে, দ্বিতীয়বার নাকি মানুষ কিছুটা সাবধান হয়৷ সানিয়া মির্জার বেলাতেও কি তাই হলো? আগেই গুজব ছিল বলিউড তারকা শাহিদ কাপুরের সঙ্গে নাকি অভিসারে গিয়েছিলেন সানিয়া মির্জা!

শোয়েবের সঙ্গে বিয়ের ঠিক পরপরই সানিয়াকে নিয়ে নতুন গুজব আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছেছবি: AP

এবার সানিয়ার বিয়ের অনুষ্ঠান ঘিরে সেই গুজবে আবারো রঙ লাগলো৷ হবেই বা না কেন? সানিয়া তাঁর বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ পাঠিয়েছেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান, মহেশ ভুপাথি, লিয়েন্ডার পেজ এর মতো নামজাদা তারকাদের৷ কিন্তু নিমন্ত্রিতদের তালিকায় নেই শাহিদ কাপুরের নাম৷ আর এই বিষয়টিই নজর কেড়েছে সবার৷ কারণ এর আগে মিডিয়া যখন শাহিদ-সানিয়ার গোপন অভিসারের খবর ছেপেছিল, তখন খোদ সানিয়াই বলেছিলেন শাহিদ তার ভালো বন্ধু৷ আর এখন কিনা সেই বন্ধুকে নেমন্তন্নই জানাচ্ছেন না তিনি!

সে যাই হোক, এসব গুজব ছাড়াও সানিয়া মির্জার বিয়ে ঠিকঠাক সম্পন্ন হওয়ার খবর জানাচ্ছে ভারতের সব মিডিয়া৷ যদিও এই বিয়ে নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল শুরুতে৷ কিন্তু এসবের মাঝেই ১২ এপ্রিল ভারতের হায়দ্রাবাদে বিয়ে করেন দু'জনে৷ ঠিক তারপরের দিনই হয় মেহেদী সন্ধ্যা আর ১৪ই এপ্রিল ছিল সঙ্গীত সন্ধ্যা৷ ১৫ই এপ্রিল জাঁকজমকের সাথেই আয়োজন করা হয়েছে তাদের বিবাহ পরবর্তী গণসম্বর্ধনা, যেখানে হাজির থাকছেন ভারতের নামজাদা সব তারকারা৷

প্রসঙ্গত ভারতের শীর্ষ নারী টেনিস তারকা সানিয়া মির্জা একইসঙ্গে তাঁর ক্রীড়ানৈপুণ্য আর সৌন্দর্য দিয়ে ভারতবাসীর মন জয়ের পাশাপাশি বহু তরুণেরই হৃদয় হরণ করেছিলেন৷ তবে মুসলিম পরিবারের মেয়ে হয়েও খোলামেলা পোশাকে টেনিস খেলা এবং গণমাধ্যমে উপস্থিতির কারণে তাঁকে মৌলবাদীদের রোষানলেও পড়তে হয়েছে৷ তবে এসবকে পাত্তা না দিয়ে পাল্টা সাহসী মন্তব্য করে বিতর্কিত হওয়ার পাশাপাশি জনপ্রিয়তাও বাড়ে সানিয়ার৷ আর এবার এক পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করে সকল বির্তকের আপাত অবসান ঘটালেন সানিয়া৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ