1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম অ্যালবাম

২ জুন ২০১২

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী এবং সুরস্রষ্টা সানী জুবায়ের৷ প্রায় দুই দশক ধরে সংগীতের জগতে তাঁর সফল বিচরণ৷ তবে এবার কবি কাজী নজরুল ইসলামের অমরসৃষ্টি নজরুল সংগীতের অ্যালবাম করলেন সানী জুবায়ের৷

ছবি: Fotolia/marsaxlokk

সেই ছোট্ট বেলাতেই গানের হাতেখড়ি সানী জুবায়েরের৷ তবে ১৯৯৭ সাল থেকে পেশাগতভাবে গান করা শুরু করেন বলে ডিডাব্লিউ এর সাথে একান্ত সাক্ষাৎকারে জানান এই জনপ্রিয় শিল্পী৷ ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়াশোনা করলেও পরে তিনি সুইডেনের রয়্যাল কলেজ অফ মিউজিক থেকে পাশ্চাত্য ক্ল্যাসিক্যাল সুরের ধারা নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন৷ এখন তিনি গানের পাশাপাশি পাশ্চাত্য ক্ল্যাসিক্যাল সুর নিয়েও কাজ করছেন৷

Interview of Swani Zubayeer for Online - MP3-Mono

This browser does not support the audio element.

নির্জন স্বাক্ষর, আপনা খেয়াল, যুগলসন্ধি, অদ্ভূত আঁধার এক'সহ বেশ কিছু একক ও মিশ্র অ্যালবাম বের করেছেন সানী জুবায়ের৷ তবে এবার প্রথমবারের মতো নজরুল সংগীতের অ্যালবাম করলেন তিনি৷ এটি বেঙ্গল ফাউন্ডেশন থেকে চলতি মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে৷

নজরুল সংগীতের অ্যালবাম করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আসলে নজরুল সংগীতের অ্যালবাম আরো আগেই আমার করার কথা ছিল৷ কিন্তু আমার কাছে মনে হয়েছে, নজরুলের যে কাব্য ও তাঁর সুরের যে গতি-প্রকৃতি, সেটা আমি যখন সঠিকভাবে উপলব্ধি বা অনুধাবন করতে পারি, তখনই আমার অ্যালবাম করা উচিত হবে৷ তো এখন আমার মনে হয়েছে, নজরুলের গান নিয়ে অ্যালবাম করার জন্য এটিই হয়তো ঠিক সময়৷ তাই ‘কেন মেঘেরও ছায়া' শিরোনাম অ্যালবামটি করলাম৷ তবুও এই অ্যালবামের যথার্থতা ও গ্রহণযোগ্যতা সবকিছু বিবেচনার দায়িত্ব শ্রোতাদের৷ আর নজরুলের পরিবারের সাথে আমার পরিবারের খুব অন্তরঙ্গতা ছিল৷ আমার নানা কবি মইনুদ্দীন এবং নজরুল খুব ঘনিষ্ঠ ছিলেন৷ তাঁরা উভয়ই যখন যুবক ছিলেন তখন থেকেই তাঁরা ঘনিষ্ঠ৷ নজরুলের বিয়ের সাক্ষী ছিলেন আমার নানা৷ তিনি বুলবুলের লাশ নামিয়েছিলেন৷ কাজী সব্যসাচী আমাদের বাসার এসেছেন৷ আমার মা গান করতেন৷ আমাদের বাসায় জলসা বসতো৷ ফলে অনেকদিন থেকেই আমার মাও নজরুলের গান নিয়ে অ্যালবাম করার ব্যাপারে একরকম জোরজবরদস্তি করছিলেন৷ ফলে আমি জানতাম যে, নজরুলের গান নিয়ে আমাকে অ্যালবাম করতেই হবে৷ সেটি এখন করা সম্ভব হলো৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ