দু'বছর আগে এই রকেটের উৎক্ষেপন সফল হয়নি। বৃহস্পতিবার ফ্রান্স থেকে তার সফল উৎক্ষেপন হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ভেগা-সি-র সফল উৎক্ষেপন হয়েছে। মহাকাশে পৌঁছে ইউরোপীয় ইউনিয়নের নতুন উপগ্রহ প্রতিস্থাপন করবে এই রকেট।
ইউরোপাীয় ইউনিয়নের কোপারনিকাস মহাকাশ গবেষণা কেন্দ্রের এই উপগ্রহটির নাম সেনটিনেল ১-সি। দীর্ঘদিন ধরে এই স্যাটেলাইট কী কাজ করবে, তা নিয়ে গবেষণার কাজ চলেছে। বস্তুত, ভেগা-সি-কে মহাকাশে পাঠানো নিয়েও দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে। প্রথমবার পাঠানোর চেষ্টা বিফল হওয়ার পর প্রায় দুই বছর এই উৎক্ষেপন বন্ধ ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তা সফল হলো।
স্পেস স্টেশন থেকে তোলা পৃথিবীর ছবি
জার্মানির মহাকাশচারী আলেক্সান্ডার গেয়ার্স্ট ২০১৮ সালের জুনে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, আইএসএস-এর উদ্দেশ্যে যাত্রা করেন৷ প্রথমবার আইএসএস-এ থাকাকালীন তিনি পৃথিবীর ছবি তুলে টুইটও করেছিলেন৷
ছবি: ESA/NASA
বিজ্ঞানের চেয়ে বেশিকিছু
‘হ্যালো বার্লিন, এখান থেকে আমি কোনো সীমানা দেখতে পাচ্ছি না,’ ২০১৪ সালের ৯ নভেম্বর টুইটারে লিখেছিলেন গেয়ার্স্ট৷ সেদিন ছিল বার্লিন প্রাচীর পতনের ২৫তম বার্ষিকী৷ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, আইএসএস-এ থাকাকালীন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার পাশাপাশি তিনি সেখান থেকে পৃথিবীর ছবি তুলতেন৷ পরে টুইট করে সাধারণ মানুষকে সেগুলো দেখার সুযোগ করে দিয়েছিলেন৷
ছবি: Alexander Gerst/ESA/picture-alliance/dpa
শ্বাসরুদ্ধকর অবস্থা
মেরুপ্রভা, নর্দার্ন লাইটস কিংবা অরোরা, যে নামেই ডাকুন না কেন, এটি প্রকৃতির একটি আশ্চর্য খেলা৷ গেয়ার্স্ট সেই মেরুপ্রভার ছবিও তুলেছেন৷ তবে তাঁর সৌন্দর্য শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয় বলে জানান তিনি৷ গেয়ার্স্ট অরোরা নিয়েও গবেষণা করেছিলেন৷
ছবি: ESA/NASA
জিওচ্যালেঞ্জ
এটি পর্বত কিংবা আগ্নেয়গিরির ছবি নয়৷ এটি অ্যারিজোনার ‘বেরিঙ্গার মেটেওরাইট ক্র্যাটার’-এর ছবি৷ গেয়ার্স্ট #জিওচ্যালেঞ্জ দিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সবার কাছে জানতে চেয়েছিলেন– ছবিটি কোথাকার?
ছবিতে গাজা ও ইসরায়েলে বিস্ফোরণ আর রকেট দেখা যাচ্ছে৷ তাই এটিকেই তাঁর তোলা সবচেয়ে দুঃখের ছবি বলেছিলেন গেয়ার্স্ট৷
ছবি: picture-alliance/dpa/ESA/NASA
কৃষিজমি
বলে না দিলে কি কেউ বুঝবেন যে এই ছবিতে মেক্সিকোর এক অনুর্বর এলাকায় সেচ দেয়া কৃষিজমি দেখা যাচ্ছে?
ছবি: ESA/NASA
শিল্পকর্ম?
খালিচোখে এটি দেখতে কোনো শিল্পীর আঁকা ছবি মনে হচ্ছে৷ কিন্তু আসলে ছবিতে কাজাখস্তানের একটি নদী দেখা যাচ্ছে, যেটি সাপের মতো একেবেঁকে বয়ে চলেছে৷
ছবি: ESA/NASA
সাহারা
এই ছবি পোস্ট করে গেয়ার্স্ট লিখেছিলেন, আইএসএস-এর ভেতর হলুদ রংয়ের আভা দেখলে, তিনি না দেখেই বলে দিতে পারতেন যে, তাঁরা এখন আফ্রিকার উপর আছেন৷ ছবিটি সাহারা মরুভূমির লিবিয়া অংশে তোলা৷
ছবি: ESA/NASA
কমান্ডারের দায়িত্ব
হ্যাঁ, ইনিই সেই আলেক্সান্ডার গেয়ার্স্ট৷ জার্মানির এই মহাকাশচারী ২০১৪ সালে প্রথমবারের মতো প্রায় ছয়মাসের জন্য আইএসএস-এ গিয়েছিলেন৷ এবার তাঁর দ্বিতীয় মহাকাশযাত্রায় তিনি কমান্ডারের দায়িত্ব পালন করবেন৷ শুক্রবার তিনিসহ অন্যান্যদের আইএসএস-এ পৌঁছানোর কথা৷
ছবি: Getty Images/ESA
9 ছবি1 | 9
পৃথিবীর পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করবে নতুন এই উপগ্রহ। মহাকাশ থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ছবি তুলবে এই উপগ্রহ। যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকেরা।
ভেগা সি রকেট বিজ্ঞানের বাজারে একটি বিশেষ নাম। হালকা উপগ্রহ মহাকাশে নিয়ে যাওয়ার কাজ দীর্ঘদিন ধরে করছে এই ধরনের রকেট। ২০১২ সালে প্রথম ভেগা রকেট মহাকাশে যায়। তারপর একাধিক ভেগা রকেটের মাধ্যমে মহাকাশে উপগ্রহ পাঠানো হয়েছে। তবে দুইবছর আগে এই রকেট ঠিক মতো উৎক্ষেপন করা যায়নি।
ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বক্তব্য, ভেগা সি দুই টনেরও বেশি জিনিস নিয়ে মহাকাশে যেতে সক্ষম। যে উপগ্রহটি সে এবার নিয়ে গেছে, তার ওজন ৮০০ কিলোগ্রাম। অর্থআৎ, আরো বেশি জিনিস এই রকেটটি মহাকাশএ নিয়ে যেতে পারতো। ম হাকাশে পৌঁছে পৃথিবীর কক্ষপথে বিভিন্ন অরবিটে এই রকেট স্যাটেলাইট প্রতিস্থাপন করতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।