সাফ অনূর্ধ্ব–১৯ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
২২ ডিসেম্বর ২০২১
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে ১-০ গোলে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ৷
বিজ্ঞাপন
বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে৷ শেষ পর্যন্ত এই এক গোলই বাংলাদেশের শিরোপা নির্ধারণ করে দেয়৷
ভারতীয় মেয়েদের কাছ থেকে বারবার বল কেড়ে নিলেও শেষ পর্যন্ত গোলের দেখা মিলছিল না বাংলাদেশের৷
জাতীয় দলের সঙ্গে মুখোমুখিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা কখনোই জেতেনি৷ কিন্তু বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের চেহারা ভিন্ন৷ এই ম্যাচের আগে নয়বার বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভারতের মুখোমুখি হয়ে পাঁচবারই জিতেছে বাংলাদেশ৷ এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ আর হারালো ফাইনালে৷
ম্যাচের ১৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশের মেয়েরা৷ শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করায় দর্শকরা উল্লাসে ফেটে পড়ে৷
বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে শিরোপাও অক্ষুণ্ণ রেখেছে৷ ২০১৮ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ৷ সেই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ নামে৷
২০১৭ সালে কমলাপুর স্টেডিয়ামে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ৷ এবারও ফাইনাল দেখতে ছিলো দর্শকের উপচে পড়া ভিড়৷ তাদের হাতে ছিলো জাতীয় পতাকা আর কণ্ঠে বাংলাদেশ, বাংলাদেশ চিৎকার৷ দর্শকেরা শীতের সন্ধ্যাটা রঙিন করেই বাড়ি ফিরলেন৷
কয়েক বছর আগেও ইরানের কয়েকজন নারী স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন পুরুষ সেজে৷ সেই দেশেই নারীদের নাচের দল গড়েছেন বোশরা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচ তার কৈশোরের প্রেম
অবসর সময়ে তেহরানে নিজের ঘরে বসে সেতার বাজাচ্ছেন বোশরা৷ তবে ৩৩ বছর বয়সি এ নারীর আসল ভালোবাসা নাচ৷ ছোটবেলায় এক বন্ধুকে নাচতে দেখে সেই যে প্রেমে পড়েছিলেন নৃত্যপ্রেম আর ছাড়তে পারেননি৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচের ভুবনে বোশরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোনো নারী নাচ শেখার স্বপ্ন দেখলেও সেই স্বপ্নের বাস্তবায়ন খুব কঠিন৷ কিন্তু বোশরা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে নাচ শিখেছেন৷ ১৩ বছর ধরে তিনি পেশাদার নৃত্যশিল্পী৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
প্রশিক্ষক বোশরা
পেশাদার নৃত্যশিল্পী হয়ে শুধু নিজের পারফর্ম্যান্সেই মন দেননি৷ নাচ শিখতে আগ্রহীদের কথাও ভেবেছেন৷ ১০ বছর আগে তাই নাচের প্রশিক্ষণও দিচ্ছেন মেয়েদের৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচের দল
তেহরানে মেয়েদের একটি নাচের দলও গড়ে তুলেছেন বোশরা৷ তার দল ব্যালে, ইরানের ঐতিহ্যবাহী সামা-সহ অনেক ধরনের নাচ পারফর্ম করে৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
অনলাইন ক্লাস
করোনা মহামারির সময়েও থেমে থাকেনি নাচের প্রশিক্ষণ৷ ভিডিও কনফারেন্সেও নাচ শিখিয়েছেন বোশরা৷ ওপরের ছবিতে অনলাইন ক্লাসের একটি মুহূর্ত৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
স্বাস্থ্যবিধি মেনে নাচের প্রশিক্ষণ
অনেকের অনলাইন ক্লাসে মন ভরছিল না৷ তাদের স্বাস্থ্যবিধি মেনে নিজের ফ্ল্যাটেই নাচ শিখিয়েছেন বোশরা৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
মঞ্চেও বোশরার দল
মাঝে মাঝে মঞ্চে দর্শক উপস্থিতিতেও পারফর্ম করে বোশরার দল৷ তবে নাচের দল গড়ার জন্য যেমন ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়েছিল, তেমনি মঞ্চে পারফর্ম করার বেলায়ও নিতে হয়েছে মন্ত্রণালয়ের অনুমতি৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
সেল্ফি
নিজের দলের মেয়েদের সঙ্গে সেল্ফি তুলছেন বোশরা্৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
শুধু নারীদের জন্য
তবে একটা শর্তে বোশরার দলকে মঞ্চে পারফর্ম করার অনুমতি দিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়৷ সেই শর্ত অনুযায়ী, বোশরার মেয়েদের নাচের দলের পারফর্ম্যান্স দেখতে পারেন শুধু মেয়েরা৷