সাবধান, পর্নো সাইটে ঢুকবেন না!
২২ জুন ২০১১জ্বী হ্যাঁ৷ এমন ঘটনা কিন্তু এরই মধ্যে ঘটে গেছে৷ ‘লুলজসেক' নামের একটি হ্যাকিং গ্রুপ সম্প্রতি বিভিন্ন পর্নো সাইটের হাজার হাজার সদস্যের নাম প্রকাশ করেছে৷
তারা এতটাই শক্তিশালী যে, বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা অ্যামেরিকার সিআইএ'র ওয়েবসাইটেও হামলা চালিয়েছে লুলজসেক৷ ফলে গত সপ্তাহে একদিন দুই ঘণ্টার জন্য এই ওয়েবসাইটের গতি ধীর হয়ে গিয়েছিল৷ এছাড়া অনেক ব্যবহারকারী কোনো ব্যাপারে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে উত্তর দেয়া সম্ভব হচ্ছিল না৷
মার্কিন সিনেট ও সনি কোম্পানির ওয়েবসাইটও সম্প্রতি হ্যাক করে লুলজসেক৷
এসব কারণে এই হ্যাকিং গ্রুপের সদস্যদের খুঁজছিল ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী৷ সোমবার এ দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রিটেনে৷ তাঁর নাম রায়ান ক্লেয়ারি৷ বয়স মাত্র ১৯৷
ক্লেয়ারি'র মা বলছেন ১২ বছর বয়স থেকেই কম্পিউটারই তার জগৎ৷
ক্লেয়ার গ্রেপ্তার হওয়ার পর লুলজসেক বলছে তারা শুধু আনন্দ করার জন্যই হ্যাক করে থাকে৷ তবে অনলাইনে ব্যক্তিগত তথ্য দেয়া যে নিরাপদ নয়, সেটাও তারা মানুষকে জানাতে চায়৷
সম্প্রতি আরেকটি নামকরা হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস'এর সঙ্গে জোট বেঁধেছে লুলজসেক৷ তাদের আশা, এবার তারা সরকারি ওয়েবসাইট থেকে তথ্য বের করতে পারবে৷
উল্লেখ্য, গত বছর উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে যেসব কোম্পানি অভিযোগ এনেছিল তাদের ওয়েবসাইট হ্যাক করে বিখ্যাত হয়ে গিয়েছিল ‘অ্যানোনিমাস'৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই