1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবমেরিন-বিতর্কের মধ্যে মোদী-মাক্রোঁ ফোনে কথা

২২ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তান ও ইন্দো-প্যাসিফিক নিয়ে মোদী-মাক্রোঁ ফোনে কথা। বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন মোদী।

ফোনে কথা বললেন মাক্রোঁ ও মোদী। ছবি: Reuters/L. Marin

সাবমেরিন বিতর্ক যখন তুঙ্গে, তখনই ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। মোদী ও মাক্রোঁর মধ্যে আফগানিস্তান নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই কথা হয়েছে ইন্দো-প্যাসিফিক নিয়ে। দুইটি বিষয়ই আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। মোদী ও মাক্রোঁ দুইটি বিষয় নিয়েই একযোগে কাজ করার কথা বলেছেন।

মোদী তিনদিনের সফরে বুধবার অ্যামেরিকা যাচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়া ছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। কোয়াডের বৈঠকে অংশ নেবেন।  বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন,  বাইডেনের সঙ্গে মোদীর বৈঠকে আফগানিস্তান নিয়ে আলোচনা হবে।

মোদী-মাক্রোঁ যা বললেন

ফোনে কথা বলার পর মোদী টুইট করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ও ভারতে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি জারি করা হয়েছে। মোদী টুইটে বলেছেন, ''আমার বন্ধু মাক্রোঁর সঙ্গে ফোনে কথা হয়েছে। আফগানিস্তান নিয়ে আলোচনা হয়েছে। ইন্দো-প্যাসিফিকে দুই দেশ আরো ঘনিষ্ট সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। ফ্রান্সের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক খুবই মূল্যবান।''

প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, দুই নেতা আফগানিস্তান ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতাই সন্ত্রাসবাদের প্রসার, বেআইনি অস্ত্র, মাদক ও মানুষ পাচার নিয়ে উদ্বিগ্ন। তারা মানববাধিকার, নারী এবং সংখ্যালঘুদের অধিকাররক্ষার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন।

মাক্রোঁর অফিস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ''দুই দেশই আঞ্চলিক স্থায়িত্ব ও আইনের শাসনের পক্ষে এবং দাদাগিরির বিপক্ষে।  মাক্রোঁ ও মোদী চান, দুই দেশের সম্পর্ক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে আরো দৃঢ় হোক।''

মাক্রোঁ এবার বাইডেনের সঙ্গে পরমাণু-চালিত সাবমেোরিন নিয়ে আলোচনায় বসবেন। মোদীও বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। তার আগে মোদী-মাক্রোঁ বৈঠক তাই গুরুত্বপূর্ণ।

মোদী-বাইডেন বৈঠক

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, বাইডেনের সঙ্গে সীমান্তপারের সন্ত্রাস নিয়ে কথা বলবেন মোদী। তাছাড়া দুই নেতার আবিশ্ব সন্ত্রাসবাদ, আফগানিস্তান নিয়েও কথা হবে। শ্রিংলা জানিয়েছেন, ভারত-মার্কিন সম্পর্ক ও বিশেষ করে বাণিজ্যের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। 

এই বৈঠক হবে আগামী শুক্রবার। করোনা পরবর্তী সময়ে এই প্রথমবার বিদেশ সফরে গেলেন মোদী।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ