1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবমেরিন বিতর্ক: ফ্রান্সের পাশে ইইউ

২১ সেপ্টেম্বর ২০২১

অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের সঙ্গে সাবমেরিন বিতর্কে ইইউ-কে পাশে পেল ফ্রান্স।

সাবমেরিন বিতর্ক নিয়ে প্রশ্নের জবাব চান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। ছবি: Yves Herman/REUTERS

মঙ্গলবার থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠক শুরু হচ্ছে। তবে সেই বৈঠক থেকে আপাতত প্রচারের আলো সরে গেছে আরো এক বৈঠকের উপর। ইইউ-র দেশগুলি জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে নিজেদের মধ্যে বৈঠক করবে। আর সেখানে সাবমেরিন চুক্তি নিয়ে আলোচনা হবে। 

সোমবার ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ''আমাদেরও কিছু বিষয় জানার আছে। কিছু প্রশ্ন আছে, যার উত্তর পাওয়া দরকার।'' সিএনএন-কে তিনি বলেছেন, ''আমাদের এক সদস্য দেশের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। আমরা জানতে চাই কী হয়েছিল, কেন এটা হলো?''

ইইউ-র অন্যতম প্রধান কূটনীতিক জোসেপ বরেল বলেছেন, ''ইইউ ফ্রান্সের পাশে আছে।''

অস্ট্রেলিয়াকে পরমাণু-চালিত সাবমেরিন দেয়া নিয়ে চুক্তি করেছে অ্যামেরিকা ও যুক্তরাজ্য। তাতে ফ্রান্স বেজায় চটেছে। কারণ, অস্ট্রেলিয়াকে পরমাণু-চালিত সাবমেরিন বিক্রি করার কথা ছিল ফ্রান্সের। তারা এখন অ্যামেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে বিশ্বাসঘাতক বলেছে। পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা নেতারা এবং কূটনীতিকরা এখন নিউ ইয়র্কে জতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে অংশ নেয়ার জন্য গেছেন। মঙ্গলবার এই বৈঠক শুরু হবে।

পরমাণু-চালিত এই সাবমেরিন চুক্তি নিয়েই বিরোধ। ছবি: picture-alliance/AP/US Navy/R. Rebarich

আস্থায় ঘাটতি

সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''তিন দেশের মধ্যে সাবমেরিন চুক্তি আস্থার সংকট তৈরি করেছে।'' বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেছেন, ''আমাদের মনে হয়, একতরফা সিদ্ধান্ত নেয়া, অন্যকে না বোঝার নীতি নিয়ে অতীতেও তারা চলেছেন, এখনো চলছেন।''

জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ