সাবেক জার্মান ফুটবল তারকা মাথেউস কলকাতায়
১৫ জানুয়ারি ২০১০জার্মানির সাবেক গোল রক্ষক অলিভার কান ও আর্জেন্টিনার সাবেক সুপারস্টার দিয়েগো মারাদোনার পর এবার কলকাতার ফুটবল পাগলদের সামনে হাজির হলেন জীবন্ত ফুটবল কিংবদন্তী লোথার মাথেউস৷
৪৮ বছর বয়সি মাথেউস ১৯৯০ সালের বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের ক্যাপ্টেন ছিলেন৷ সে বিশ্বকাপ জার্মানি জেতে মারাদোনার আর্জেন্টিনাকে ফাইনালে পেনাল্টিতে ১-০ শূন্য গোলে পরাজিত করে৷ সে খেলা শেষ হওয়ার পর সাংবাদিকরা মাথেউসকে প্রশ্ন করেছিলেন পেনাল্টি কিকটি আপনি করলেন না কেন? উত্তরে মাথেউস বলেছিলেন, আমি খেলার শেষ দিকে নতুন বুট পরেছিলাম৷ তাই কোন চান্স নিতে চাই নি৷ সে জন্য আমি অনুরোধ করি সহ-খেলোয়াড় আন্দ্রেয়াস ব্রেমেকে পেনাল্টি কিকটি করার৷
কলকাতার ফুটবল ভক্তরা এক সাথে দুটি সুযোগ পাচ্ছেন মাথেউস এবং আঠারো কারাটের সোনার ফিফা ট্রফি দেখার৷ তবে জার্মান এই তারকা কোন খেলায় অংশ নেবেন না৷
ফুটবলে সর্বকালের সর্বসেরা পেলে মাথেউসকে স্থান দিয়েছেন তাঁর নির্বাচিত ১২৫ জন সেরা জীবিত তারকার তালিকায়৷ আর মারাডোনা বলেছেন মাঠে তাঁর সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন মাথেউস৷
প্রতিবেদক: আবদুস সাত্তার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক