1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেস্টারভেলে আর নেই

১৮ মার্চ ২০১৬

মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ গত ডিসেম্বরেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ চার মাস না পেরোতেই ক্যানসারের কাছে হার মানলেন এফডিপি-র এই নেতা৷

Guido Westerwelle ehemaliger Bundesaußenminister
ছবি: picture-alliance/dpa/M. Becker

শুক্রবার হঠাৎই আসে শোকসংবাদ৷ গিডো ভেস্টারভেলের নিজের ফাউন্ডেশনের ওয়েবসাইটেই জানানো হয়, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত একনিষ্ঠভাবে দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (এফডিপি)-র সাবেক প্রাণপুরুষ আর নেই৷ পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় (২০০৯ থেকে ২০১১) চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ডেপুটির দায়িত্বও পালন করেছেন ভেস্টারভেলে৷ জীবনের বড় একটা সময় অবশ্য বিরোধী দলীয় নেতা হিসেবেই জার্মানির রাজনীতিতে সুপরিচিত ছিলেন তিনি৷

২০১৪ সালে লিউকেমিয়া ধরা পড়ে তাঁর৷ তারপর থেকেই চলছিল ক্যানসারের সঙ্গে লড়াই৷ পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন৷ কিন্তু তাঁর দল জার্মান সংসদে সব আসনে হেরে গেলে রাজনীতি থেকেও অবসর নিয়ে নেন ভেস্টারভেলে৷

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জার্মানির ইতিহাসের প্রথম স্বঘোষিত সমকামী গিডো ভেস্টারভেলে৷ ‘কালচার অফ মিলিটারি রিস্ট্রেইন্ট’ বা ‘সেনাবাহিনী নিয়ন্ত্রণের সংস্কৃতি’-র পক্ষে সোচ্চার ছিলেন তিনি৷ ২০১১ সালে লিবিয়ায় ন্যাটোর সামরিক হস্তক্ষেপের বিরোধিতার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ