1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি এমপি নিখোঁজ

১৯ এপ্রিল ২০১২

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গন ফের উত্তপ্ত হয়ে উঠেছে৷ বিএনপি দাবি করছে, তার নিখোঁজ হওয়ার পিছনে সরকারের হাত আছে৷ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি৷

ছবি: Reuters

ইলিয়াস আলী নিখোঁজ হন মঙ্গলবার রাতে৷ তিনি ঢাকায় তার বনানীর বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি৷ পুলিশ বনানী এলাকা থেকে তার প্রাইভেট কার এবং ড্রাইভারের মোবাইল ফোন উদ্ধার করেছে৷ ইলিয়াস আলীকে ফিরে পেতে তার স্ত্রী তাহমিনা রুশদি লুনা প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পেছনে সরকারের হাত আছে৷

পুলিশ ও ব়্যাব বলছে, তারা ঘটনা জানার পর থেকেই তদন্ত শুরু করছেন৷ পুলিশের উপ কমিশনার লুৎফুল কবীর জানান, তারা তাকে উদ্ধারের চেষ্টা করছেন৷

ইলিয়াস আলী নিঁখোজ হওয়ার ঘটনার পর বুধবার প্রায় সারাদিন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা৷ বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি৷ শনিবারের মধ্যে ইলিয়াস আলীকে উদ্ধার করা না হলে রোববার থেকে সিলেটে লাগাতার হরতাল পালন করবে বিএনপি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ