1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবেক রাষ্ট্রদূতকে কারা নিয়ে গেছে?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৬ ডিসেম্বর ২০১৭

সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির বাসা থেকে বিমানবন্দর যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান (৬১)৷ তাঁকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এখন পর্যন্ত পাওয়া তথ্য নিশ্চিত করছে৷

ছবি: DW/M. M. Rahman

প্রায় একই সময়ে তাঁর বাসা থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে যান কয়েকজন ব্যক্তি৷

নিজের প্রাইভেট কার নিজেই চালিয়ে বিমানবন্দর যাচ্ছিলেন মারুফ জামান৷ বিমানবন্দরের কাছে খিলক্ষেত এলাকা থেকে সেই গাড়িটি উদ্ধার করা হয়েছে৷

ধানমন্ডি ৯/এ সড়কের ৮৯ নম্বর বাসায় পরিবার নিয়ে বাস করেন মারুফ জামান৷ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি বাসা থেকে একাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর মেয়ে সামিহা জামান বিদেশ থেকে বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল৷ মেয়েকে আনতেই তিনি বিমানবন্দরে যাচ্ছিলেন৷ কিন্তু এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ তিনি বিমানবন্দরে যাননি, বাসায়ও ফিরে আসেননি৷ মঙ্গলবার দুপুরে তাঁর মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন৷

এদিকে মঙ্গলবার রাতে খিলক্ষেত থানা পুলিশ মারুফ জামানের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় খিলক্ষেতের তিন শ' ফিট এলাকার রাস্তা থেকে উদ্ধার করে৷

বুধবার মারুফ জামানের ছোট ভাই রিফাত জামান পরিবারের পক্ষ থেকে এক লিখিত বিবৃতি দেন৷ তাতে জানানো হয়েছে, ‘‘৪ ডিসেম্বর ছোট মেয়ে সামিহা জামানকে বিমানবন্দর থেকে নিয়ে আসতে মারুফ জামান সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে গাড়ি চালিয়ে বের হন৷ তার কিছুক্ষণ পর ৭টা ৪৫ মিনিট নাগাদ বাসার ল্যান্ডফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গৃহপরিচারিকাকে বলেন, তাঁর বাসায় কম্পিউটার নিতে কেউ একজন আসবেন৷ এর কিছুক্ষণ পর ৮টা ৫ মিনিটের দিকে তিন জন সুঠামদেহী ভদ্রলোক বাসায় এসে তাঁর ল্যাপটপ, বাসার কম্পিউটারের সিপিইউ, ক্যামেরা, একটি স্মার্টফোন নিয়ে যায় ও তাঁর ঘরে তল্লাশি চালায়৷ সেসময় তাঁর ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷’’

বিবৃতিতে আরো বলা হয়, ‘‘৫ ডিসেম্বর দুপুরে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (জিডি নং ২১৩)৷ সন্ধ্যায় তাঁর গাড়িটি (ঢাকা মেট্রো-গ-২১-১৩৯৯) পুলিশ খিলক্ষেত থেকে উদ্ধার করে৷ তবে মারুফ জামানের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি৷ পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন৷ আমরা তাঁকে যত দ্রুত সম্ভব উদ্ধারের দাবি জানাই৷’’

পরিবারের সদস্যরা বুধবার লিখিত বক্তব্য ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত আছেন৷ তবে মারুফ জামানের বোন টিনা কামাল মঙ্গলবার রাতে জানান, ‘‘যারা ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে গেছে তারা মেরামতের কথা বলেই নিয়ে যায়৷ বাসায় গৃহকর্মী ছিল৷ আমার ভাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেরিয়ে যান৷ সাড়ে সাতটার দিকে তাঁর পরিচয়ে ল্যান্ডফোনে ফোন করে কম্পিউটার সারার লোক আসার কথা এবং তাদের কম্পিউটার দিয়ে দেয়ার কথা বলা হয়৷ গৃহকর্মীই তাদের বাসায় ঢুকতে দেয়৷’’

আমরা ওই ফুটেজ ধরে চেষ্টা করছি চিহ্নিত করতে: ওসি

This browser does not support the audio element.

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা গাড়িটি উদ্ধার করতে পারলেও মারুফ জামানের খোঁজ এখনো পাইনি৷ তাঁর ধানমন্ডির বাসা থেকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি৷ তাতে কয়েকজন লোককে ওই সময়ে ঢুকতে, বের হতে দেখা গেছে৷ কিন্তু তারা ছিলেন ক্যাপ ও মুখোশ পরা৷ তাই তাদের চেনা যাচ্ছেনা৷ আমরা ওই ফুটেজ ধরে চেষ্টা করছি চিহ্নিত করতে৷’’

এদিকে এরই মধ্যে পুলিশ ধানমন্ডির বাসায় কয়েক দফা গিয়ে তল্লাশি চালিয়েছে৷ পুলিশ জানায়, ‘‘আমরা নানাভাবে তাঁর নিখোঁজের ক্লু পাওয়ার চেষ্টা করছি৷’’

যারা তুলে নিয়ে গেছে তারা দক্ষ, প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল: নূর খান

This browser does not support the audio element.

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিএনপি নেতা আজম খান ও তাঁর পুত্র, একজন ব্যবসায়ী এবং নর্থ সাউথের শিক্ষক মোবাশ্বারসহ সম্প্রতি আরো কয়েকটি তুলে নেয়ার ঘটনার সঙ্গে মিল আছে৷ যারা তুলে নিয়ে গেছে তারা দক্ষ, প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল৷ তারা শুধু ব্যক্তিকেই তুলে নিয়ে যায়না তারা তাদের ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা প্রভৃতিও নিয়ে যায়৷ এতে বোঝা যায় অপহৃত বা তুলে নেয়া ব্যক্তির প্রতি তাদের যে আক্রোশ তার সঙ্গে কোনো তথ্যের সম্পর্ক আছে৷’’

তিনি বলেন, ‘‘এই ঘটনাগুলোতে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়না৷ ফলে বন্ধ হচ্ছেনা৷’’

প্রসঙ্গত, মারুফ জামান কাতার ও ভিয়েতনামে রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব৷ ২০১৩ সালে তিনি অবসর নেন৷ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের (ষষ্ঠ শর্ট কোর্স) একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন৷

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ